নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হতে চাই মানবিক গুণ আর আমার মাঝে সেই গুণ কতটা আছে তা আপনি ভাল বলতে পারবেন। তবে ভাল হবার চেষ্টায়

মোহাম্মদ সজল রহমান

একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী

মোহাম্মদ সজল রহমান › বিস্তারিত পোস্টঃ

“যুক্তি নয় মুক্তি চাই ভ্যাট মুক্ত শিক্ষা চাই”

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭

মাননীয় প্রধানমন্ত্রী মনে করি দেশের মানুষ না খেয়ে দেয় ট্যাক্স, গুলি কিনতে, পুলিশ ভাড়া করতে, গুণ্ডা পুষতে ফুরিয়ে যায় তাই | একেই বলে গণতন্ত্র ; এরই জন্য কবিতার সর্দার সাহিত্যের মোড়লরা কেঁদে ভাসান ; যখন গুলিবিদ্ধ রক্তে ভাসে আমার ঘরের বোন, আমার ভাই | একবার সিংহাসনে উঠে বসতে পারলে তখন দেওয়ালের লেখাগুলি অশ্লীল প্রলাপের মতো মনে হয় | তখন অপরের পোস্টার ছেঁড়াই শ্রেণী-সংগ্রামের কাজ ; অথবা ডজন খানেক মন্ত্রী জড়ো ক'রে রাস্তায় বক্তৃতা দেওয়া : "সাবধান! যারা দেয়ালকে কলঙ্কিত করছ! তোমাদের পেছনে এবার গুণ্ডা লেলিয়ে দেব |" তারা বত্রিশ সিংহাসনের আশ্চর্য মহিমায় এখন থেকে বাংলা দেশের তামাম দেওয়ালগুলোকে নতুন করে চুনকাম করে দেবে, যেন কোথাও কোনো গুলি খাওয়া মানুষের রক্ত ছিটেফোঁটাও দাগ না রাখে |(বীরেন্দ্র চট্টোপাধ্যয়)

কথাগুলো বুক ফেটে বেরিয়ে এসেছে যখন এই বাংলাদেশের সোনার ছেলেরা রাজপথে তিনশ কোটি টাকার ভ্যাট নামের চাপিয়ে দেয়া বুকের উপরের দেয়াল ভাঙতে পোস্টার কলম নিয়ে একটু একটু করে চুন সুরকী খুঁড়ছে ।

আপনি কিংবা আপনাদের মন্ত্রী পরিষদ কোথায় থাকে যখন সোনালি ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা লোপাট হয়? যখন শেয়ার মার্কেটে ধ্বসে গলায় দড়ি দিতে হয় সাধারন মানুষের ? রেলের টাকা যখন ভুল ঠিকানা ধরে এগুতে থাকে তখন আপনার সেই মন্ত্রী কোথায় থাকে যিনি সকাল বিকাল কথা পালটায় যিনি বলেন “আমি শেয়ার মার্কেট বুঝি না” “চার হাজার কোটি টাকা তেমন কোন টাকা না” যখন বলেন “১০০০টাকায় নাকি ৭৫০টাকা ভ্যাট আসে যদি ৭.৫% হয়” আপনি কোথায় থাকেন তখন যখন আপনার এই মন্ত্রী বলে দেশের বর্তমান বাজেট এর “ঘাটতি পূরণ করতে শিক্ষা খাতে ভ্যাট বসিয়েছি” যখন তিনি আবার বলেন “এখন মালিক দিবে এক বছর পর থেকে শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে ”

“যুক্তি নয় মুক্তি চাই
ভ্যাট মুক্ত শিক্ষা চাই”


ভাবতে অবাক লাগে ত্যাগের নেতা শেখ মজিব দেশ স্বাধীন করেছে এই দামাল ছেলেদের দিয়ে । আজকের বাংলাদেশ যে ডিজিটাল হচ্ছে তা কি এই ছেলেদের বাদ রেখে নিশ্চয় আপনার উত্তর হবে না । তবে কেন এই বৈষম্য ? কেন আজ আমাদের নেমে আসতে হচ্ছে রাজপথে? কেন আজ আমরা ক্লাস বর্জন করছি ? উত্তর আপনার জানা ।
কি এমন অসুবিধা হবে ৭.৫% ভ্যাট না নিলে? যখন খবরের পাতাতে দেখি “সুইচ ব্যাংকে ভারতের থেকে বাংলাদেশি’দের অ্যাকাউন্ট বেশি খোলা হচ্ছে” তখন আপনার অর্থমন্ত্রনলায় তাদের আয়ের উপর সঠিক ট্যাক্স বসাতে পারে না ? যখন দেশে কালো টাকা সাদা করা হয় তখন ভ্যাট নিতে পারেন না ? রবি ঠাকুর বলেছিলেন “রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি” আপনিও কি সেই কথাটা প্রমাণ করতে চাইছেন ? দয়া করে করতে যাবেন না । তাহলে রাজপথে আর গাড়ি চলবে না । দেশে আর বিনিয়োগ হবে না । দেশের এই ক্ষতি করবেন না আপনারা ।
রাজপথে আমার বন্ধুর হাতে আজ দেখলাম প্লেকার্ডে লেখা “ভ্যাট দিব না গুলি কর” আমার হৃদয় কেঁদে উঠেছিল আমার রক্তে বান ডেকেছে আজ । আমিও গলা মিলিয়ে বলছি “ভ্যাট দিব না গুলি কর”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.