নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
সোডিয়াম আলোটা চোখের সামনে ভাসে
পা এলিয়ে মুখো মুখি বসা দু’জন
রঙ পেন্সিলের শিশিটার দিকে কয়েক পলক তাকিয়ে-
বেশ কয়েক মুহুর্থ পর শিতল হাওয়াতে জেগে উঠা
স্মৃতির পাতাতে তখনও তুলিরা আঁচড় কাটে
জলকন্যা ঠিক ডানের ল্যাপ পোস্টের গোড়াতে বসা
সাহেব বাজার এখনও ফাকা হয়নি
রাত ১০টা...
দুজন অগান্তুকের রাস্তা পার হতে দেখলাম
চায়ের দোকানের ছেলেটা
সাইকেলের বেল বাজিয়ে ছুটে চলে গানের সুরে
একটু একটু করে লিখে চলেছি
আমি জলকন্যা আর সোডিয়াম লাইট
আনমনা হয়ে রাতের নির্জনতায় ...
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬
খেয়ালি দুপুর বলেছেন: কবিতা চমৎকার লেগেছে। ভাল থাকা হোক অনেক।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
মোহাম্মদ সজল রহমান বলেছেন: ধন্যবাদ আপনাদের দুজন কে আমার লেখা পড়বার জন্য
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
জুনজুন বলেছেন: হুম সুন্দর ভাই