নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হতে চাই মানবিক গুণ আর আমার মাঝে সেই গুণ কতটা আছে তা আপনি ভাল বলতে পারবেন। তবে ভাল হবার চেষ্টায়

মোহাম্মদ সজল রহমান

একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী

মোহাম্মদ সজল রহমান › বিস্তারিত পোস্টঃ

আমি আপনি সকলেই স্বার্থপর

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪১

আপনি কি আমাকে স্বার্থপর বলে একটু কটু কথা বলেছেন ! নাকি দুষ্টুমির সাথে বলেছেন “শ্যালা স্বার্থপর” । আপনি যে ভাবেই বলুন না কেন আমি কিন্তু রাগ করিনি । আমি আপনার কথাতে নিজেকে আবারো জানালাম আমি স্বার্থপর । আসল কথায় আসি , আপনি কি স্বার্থপর নন? আপনি কি আপনার স্বার্থের জন্য সুযোগ খুঁজে ফেরেন না ? ভাবতে হবে না । আমি নিজেই এর উত্তর দিব । সাথেই থাকবেন আশা করি ... তবে একটা কথা মনে রাখবেন স্বার্থপরতা খারাপ কিছু না।

স্বার্থকে আমি দুভাগে ভাগ করেছিঃ-
১। আত্মিক স্বার্থ
২।আর্থিক স্বার্থ


নিজেকে এবার প্রশ্ন করুন আপনি কি স্বার্থপর নন ? নাকি শুধু আমি নিজেই পৃথিবীর এক মাত্র ।
স্বার্থ কাকে বলে সেটা হয়তো আপনিও জানেন সুতারাং আমার বলার কিছুই নাই ।আপনাদের শুধু বিবরণ দিলেই নিজে থেকে পরিমাপ করে নিতে পারবেন আমি নাকি আপনি কিংবা আপনার পাশের সকলেই স্বার্থপর ...।

প্রথমে আসুন আমরা আত্মিক স্বার্থের দিকে ছুটে যায় । আত্মিক শব্দের অভিধানিক অর্থ আত্ম কে কেন্দ্র করে অর্থাৎ আত্মা বা মন বা মনুষ্যত্ব কেন্দ্রিক । আপনি হয়তো বলতেই পারেন এটা আবার কেমন স্বার্থপরতা! আসুন জেনে নিই ...
আপনি আপনার একটি প্রিয় বই হয়তো কোন এক বন্ধু কে পড়তে দিয়েছেন কারণ হিসাবে দেখাচ্ছেন বইটা আপনার খুব ভাল লেগেছে বা মনে ধরেছে তাই এই ভাল বইটা পড়ে আপনার বন্ধুর ও ভাল লাগবে সেই আশাতে দিয়েছেন । কি ভাবছেন ! এখানে আবার কি স্বার্থের দেখলাম ? জানতে পারবেন কিন্তু তার আগে চলুন আমাদের বাবা-মা’র কাছ থেকে ঘুরে আসি । যাদের জন্য এই পৃথিবীর বুকে এসেছি আর লিখে চলেছি কি সব ভস্ম যা আপনারা এখন পড়ছেন ।

আপনার মনে কি প্রশ্ন জাগে নি আপনি কেন এই পৃথিবীতে এসেছেন? কেন আপনার সেই আদর্শবান মাতা পিতা আপনাকে তাদের ঘররে এসেছেন মহান সৃষ্টিকর্তার মাধ্যমে ? এর কয়েকটি কারণ এরকম-
১। বংশের প্রদীপ রক্ষার জন্য
২। সন্তান একদিন নামকরা হবে
৩। বয়স হলে তাদের দেখা শুনা করবে ইত্যাদি


নিশ্চয় খুব একটা ভুল কিছু বলেনি। এখানে মাতা পিতার স্বার্থ হল আত্মিক এবং আর্থিক । বংশ রক্ষার জন্য আপনাকে প্রতিনিধি করে আনা হয়েছে এটা আত্মার শান্তি মারা গেলও তাঁদের নাম মনে রাখবে আপনার জন্য এটা যেমন আত্মিক তেমনি বয়স হলে ভরণপোষণ করা সেটা কিন্তু আর্থিক । আপনি একদিন বড় হলেন , ভাল একটা চাকরি বা কাজের মাধ্যমে পৃথিবীতে আপনার নাম লেখালেন । এখন কি আপনার পিতা-মাতা কে ভুলে যাবেন ? নিশ্চয় না । আপনি আপনার পিতা মাতা কে দেখাশুনা করবেন ভরণপোষণের ব্যবস্থা করবেন । কোন সমস্যা হলে ভাল ডাক্তার দেখাবেন । এতে করে আপনার পিতা মাতা ভাল থাকবেন সুখে থাকবেন সেই সাথে আপনার সেই ভালবাসার পিতা মাতার জন্য আপনার কিছু খরচ হচ্ছে । আপনি ভাববেন না আমি খারাপ কিছু বলছি না এটা তো আপনার গর্ব করার মত কাজ । কিন্তু এখানে আর্থিক লেনাদেনা তো রয়েছে তাই আপনার পিতা মাতা এই দিনটার জন্যও আপনাকে জন্ম দিলেন ।
নিশ্চয় আপনার বুঝতে অসুবিধা হয়নি আমার এই আত্মিক স্বার্থ নিয়ে ব্যাখ্যা ।

চলুন এবার আর্থিক স্বার্থ নিয়ে আলোচনা করি । আর্থিক স্বার্থ মানে অর্থ কেন্দ্রিক স্বার্থ সেটা একটা কিশোর ও বুঝবে তাই আর ব্যাখ্যার প্রয়োজন হয়তো নেই । তবে আপনাদের প্রয়োজনে হলে লিখবো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.