নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
১
চাঁদের আলোতে দেখেছিলাম নির্জনে
আকাশের চাঁদ আর আমি
ঝাটিবন পিছে রেখে
শিশির ভেজা ঘাসের পথ মাড়িয়ে চলেছি
কুয়াশার চাঁদর ভেদ করে
তোমার পথে এক মনে
সময়ের হাত ধরে সময় চলা
২
অতঃপর উড়ে গেল গাঙচিল
উড়ে গেল সুখ
চিত্রার পাড়ে জমাট বালি
স্মৃতির সারথি হয়ে গুনে যায় দিন
হয়তো সেও একদিন ফাটাবে বারুদ
নিরবে আমাদের অজানা কোষে
আমি গুণতে গিয়েও গুণতে পারিনি
অলিখিত চুক্তি নামের শেষক্ষর
চাঁদের আলোতে শেষ রাত
৩
ঘুমন্ত চারপাশ
জেগে আমরা ক’জন আর বিআইডিসি রোড
হিমেল হাওয়াতে চলেছি পুবে
হয়তো জোয়ারে ছেপেছে দু’কূল
ভৈরব জেগেছে পূর্ণ যৌবনে
আমাদের হাতে রেখে হাত
৪
নদীর সাথে জীবন চালিয়েছি
জোয়ার-ভাঁটার চেনা টানে
ক্লান্তি আমাকে ছুয়ে দেখেনি
উদয় থেকে অস্ত রবি
নৌকার গুন টেনেছি
ধরেছি হাল শক্ত হাতে
পাড়ি দিয়েছি ভৈরব হয়ে সাগর জল
ছেড়া পালে আমার ছোট্ট খেয়াযান
তবু একটু জায়গা দেয়নি মহাকাল
জীবনের সুখ-দুঃখের অবন্তীকাল ভালোবাসা
৫
ভালবাসি প্রিয় হিম কুহেলীর অন্তরালে
যে রবি মাথা তুলেছে সকালের কুয়াশা পেরিয়ে
ভালবাসি প্রিয় সবুজ ক্ষেত
নীল আকাশের শেষ যেখানে মিলেছে নিরবে
ভালবাসি প্রিয় কবিতা
লিখেছি ভৈরব নদীর বুকে ছোট খেয়ার পর
ভালবাসি প্রিয় স্নিগ্ধ বাতাস
নেচেছে অবুঝ মনে পায়ে দিয়ে সবুজ নূপুর
গেয়েছে গান ঝিঁঝিঁ পোকার একটানা সুরে
ভালবাসি প্রিয় জ্যোৎস্না রাত
আমার আর লক্ষ্মী পেঁচার বসবাস
৬
সোনালি ডানার ভাত শালিক
উড়ে গেল এক ঝাঁক পায়রা
চেনা বাক...বাকুম...বাক সুরে
দাঁড়িয়ে আমি আর ভৈরব
স্বপ্ন এখানে বদলে হল-
এক ঝাপটা ঝড়, উড়িয়ে ধূলিকণা
স্মৃতির সারথি হয়ে শত আরতি
৭
স্মৃতির আঁখরে খয়েরি ঘুঘু আজও ডেকে চলেছে
স্বপনের বিভোর থেকে গৌধুলি
স্বদেশের হওয়া বয়ে এনেছে রক্ত চিঠি
৮
রক্ত চিঠি পশ্চিমের আকাশে ছুটেছে
অস্ত রবি গৌধুলি এনেছে
আমি বসেছি আমার দরবারে ।
বসিয়েছি প্রহরী প্রতিটা প্রবেশ দ্বারে
হৃদয়ের ছোট কোঠরে
৯
আমি আর জলকন্যা !
সামনে বহমান ভৈরব
বুকে তাঁর হাজার সাম্পান করে খেলা
জলকেলি করে রাজহংস পেখম তুলিয়া
জ্যোৎস্নায় জল করে টলমল
পূর্ণিমা যখন পূবেতে ভরিয়া
(চলবে...)
২| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৩
মোহাম্মদ সজল রহমান বলেছেন: Thanks
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৪
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।