নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
আমি যেদিন মরে যাবো
ঘাসফুল ধানশালিক ভাটিবনেরা হয়তো কাঁদবে
ভুমিতে যেমন বীজ বুনে শিশিরজল
আমি যখন মরে যাবো
ভৈরব জল থামবে না কোনো বিষাদময় ছন্দে
কৃষ্ণচূড়া মাখবেনা কোনো শোকের কালো রং
তবু কাঁদবে চালতার ফুল নিরবে রাতের অন্ধকারে
ছাতিমের ডালে ফুল গুলো ঝরঝর ঝরবে চাঁদনি রাতে
আমি যখন মরে যাবো
ঝরবে না কোনো বকুল বেলী হয়তো পথের ধারে
মটরশুঁটি আর জুই চামেলি হয়তো মাথা উঁচু করে-
তাকিয়ে থাকবেনা আমাদের ঘাসবন সবুজে
তবু কোনো অস্রু কথা হয়তো বেরুবেনা
তোমার হৃদয়ের গভীর থেকে মুক্ত ঝরনা হয়ে
আমি যখন মরে যাবো আমি থাকবো না
থাকবে পচাগলা বিষাদময় এ কবিতা
©somewhere in net ltd.