নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
তন্ত্রের ঘরে ধুপ ধোয়া দিয়ে বানিয়েছিলাম-
মন্ত্রের সুতায় গিট দিয়ে জাল বোনা
ভেবেছিলাম! জালে জড়িয়ে থাকবে জনতা
আঁকড়ে ধরবে পুর্বপুরুষের তন্ত্রে গাথা স্বপ্নের
সাম্পানের বৈঠা পালের দড়ি
মুক্ত বিহঙ্গে পাড়ি দিবে সাত সুমুদ্র নদী
ভাবনার ঘরে ধুয়াশা এনেছে রাজনৈতিক ঐক্য
সকলে আজ তন্ত্র শিখছে, বুলেটে বুলেটে
ককটেল মেশিনগান গ্রেনেডের ঝাঁঝালো মিছিলে
রাসায়নিক ধোয়াই ফুসফুসের গহব্বরে
ওরা হৃতপিন্ডের খুব নরম স্থরে পৌছে দিয়েছে ছুরি
তন্ত্রের গিটে বাধা গনতন্ত্রের সুতা কাটতে
রাতের প্রহরে প্রহরে নীল নকশায়
অবাক বিষ্ময়ে তাকিয়ে ছেলেটি প্রাচীরের উপারে
যেখানে বাস মজুর আর কৃষকগোষ্ঠীর
সবুজে ঘেরা মানচিত্রের উপারে কাদামাখা গ্রামে
ওরা তন্ত্রের ধুম্রজাল বুনতে শেখেনি
শেখেনি তন্ত্রের যুদ্ধে লড়াকু বেশে সাজতে
তবু অবাক চোখে দেখেছে সব স্থব্ধ হয়
২৬/০১/২০১৫
©somewhere in net ltd.