নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
খবরের কাগজ পড়তে আর ভালো লাগে না মাহিনের। চোখের সামনে ভাসে রক্তের ফোঁটা অশ্রু হয়ে নেমে আসে বুকের চাপা কষ্ট । তবু ছেড়া ফাটা পত্রিকার পাতা তুলে নিয়ে পড়তে শুরু করলো .। যেখানে লেখা ছিল শুধু খুনের কথা ছবি ছিল তার ছোট বন্ধুকে চন্দ্রিমা উদ্যানে কিল ঘুষি মারার সে কি দম ফাটানো হাসির কথা । লেকে গোসল করতে যাওয়ায় এক শিশুকে নির্যাতন করেছে পুলিশ।।
সে শুধু পড়ে চলেছে আন্তর্জাতিক দুই জঙ্গিগোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট) ও আল-কায়েদার মতাদর্শ অনুসরণকারী দেশীয় এসব জঙ্গি গত ১৪ মাসে অন্তত ৩৪টি হামলা করেছে বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব হামলায় নিহত হয়েছেন ৩৫ জন। আহত ব্যক্তির সংখ্যা ১২৯।
আবার পাতাটা ফেলে এগিয়ে চলেছে গায়ে ধুলা-ময়লা স্থুপের এক খান কাপড় পরে। দুরের চায়ের দোকানে রেডিও তে শুনতে পেল রাজধানীর উত্তরখান এলাকার একটি বাসা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ভয়ে ভয়ে এগিয়ে চলেছে সামনের দিকে আর ভেবে চলেছে নেতা খুন হয়! পুলিশ খুন হয়! শিক্ষক,ছাত্র-ছাত্রী,শ্রমিক,গোয়েন্দা খুন হয় সেখানে আমাদের নিরাপত্তা কোথায় ?
২| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫২
মোহাম্মদ সজল রহমান বলেছেন: আমি পথশিশুদের নিয়ে কাজ করি আর ওদের কথা গুলো ওদের না বলা প্রতিবাদগুলো আমি আমার মাধ্যমে প্রকাশ করি .।
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
চাঁদগাজী বলেছেন:
এটুকু লেখার জন্য আপনিই যথেস্ট, মাহিন মুহীনকে আনার দরকার কি?