নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
ঝিরি ঝিরি বৃষ্টির ফোটা বেয়ে পড়ছে ছনের ছাওয়া ঘরের চাল থেকে। একটা ভেজা দাড়বক পাশের বাঁশবনের মাথায় জড়সড়ো হয়ে বসেছে । লিখন সবে মাত্র ঘুম থেকে উঠেছে,দুচোখ জড়িয়ে রয়েছে এখনও ঘুম। রাতে শুরু হওয়া বৃষ্টি বেশ ভুগিয়েছে । চালের ছিদ্রগুলো দিয়ে অনবরত বৃষ্টির পানিতে মেঝেতে রীতিমত যে কাঁদার সৃষ্টি করেছে তার উপর দিয়ে ঘর থেকে বের হওয়া খুব ঝামেলারই বটে। তবু কিছু করার নাই । মায়ের একটা ডাকে উঠে পড়তে হল ।যদিও স্কুলে যাবার কোন ইচ্ছা আজ নেই লিখনের। তবু যেতে হবে নয়তো মায়ের কানটানা খেতে হবে । তাই দেরি না করে বিছানা ছেড়ে দিল..........(চলবে)
২| ০২ রা মে, ২০১৬ দুপুর ১২:০১
মোহাম্মদ সজল রহমান বলেছেন: ধন্যবাদ ভাই শরীফ বিন ঈসমাইল
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৬ সকাল ১১:৫৯
শরীফ বিন ঈসমাইল বলেছেন: খুব ভালো