নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে । কৃষি,অর্থনিতি,খাদ্য,বিজ্ঞান,স্বাস্থ্য খাতে ক্রমে ক্রমে বিপ্লব এনেছে বিভিন্ন প্রযুক্তি । তেমনি বাংলাদেশের স্বাস্থ্যখাতে যোগ হল অনলাইন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান স্বাস্থ্যনেট ডটকম(http://www.ShasthoNet.com )।
স্বাস্থ্যনেট ডটকম একটি স্বাস্থ্য নেটওয়ার্ক ও মার্কেট প্লেস । স্বাস্থ্যনেট একদিকে যেমন ডাক্তার ও রুগীদের যুক্ত করেছে তেমনি ভাবে যুক্ত করেছে ফার্মেসি,ডায়াগোনেষ্টিক,হাসপাতালকে একই প্লাটফর্মে । অন্যদিকে স্বাস্থ্যনেট মার্কেট প্লেস দিচ্ছে অনলাইনে ঔষুধ কেনার সুবিধা তেমনি ভাবে তা ঘরে বসে পাবার জন্য জরুরী হোম ডেলিভারির সুবিধা ।
স্বাস্থ্যনেট ডটকমের সেবা সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর শরীফ খন্দকার জানান,স্বাস্থ্যনেট চায় মানুষের দোড় গোঁড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ।সেই সাথে বাংলাদেশের স্বাস্থ্যখাতকে ডিজিটাল ও বিশ্ব মানের অনলাইন ভিত্তিক সেবা প্রতিষ্ঠান হিসাবে গড়তে স্বাস্থ্যনেট কাজ করবে। বাংলাদেশের অনেক রুগি ভালো ডাক্তারের জন্য অনেক দিন অপেক্ষা করে অনেক ভোগান্তির সম্মুখীন হয়। তবে স্বাস্থ্যনেট দিবে ২৪ ঘণ্টা ডাক্তারের সাথে পরামর্শ করার ও অনলাইনে প্রেসক্রিপশন নেবার সুযোগ ।
তিনি আরও জানান, অনেক সময় প্রয়োজনে আমরা হাতের কাছে ফার্মেসি কিংবা ঔষুধ পায় না,সেক্ষেত্রে স্বাস্থ্যনেট অনলাইনে ঔষুধ ক্রয় ও সেই সাথে ১ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি দিবে ।
এ ছাড়া স্বাস্থ্যনেট নেটওয়ার্ক প্লেস বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের ডাক্তার, ফার্মেসি, ডায়াগোনেস্টিকদের সাথে সরাসরি রুগীদের ঘরে বসে যোগাযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি করবে।
©somewhere in net ltd.