নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
মোহাম্মদ সজল রহমান
একটা বট বৃক্ষের গল্প শুনেছিলাম
প্রসস্থ বাহু আবদ্ধ শত জীবন
গ্রীষ্মের দুপুরে লক্ষ্মীদের পুকুরের পাড় ঘেঁসে যার বাস
বাহু শক্তিতে ঝংকার তুলে নাচে
কালবৈশেখী ঝড়ের তাণ্ডবে
আবার মাথা উঁচু করে দাঁড়ায়
প্রসস্থ বাহু আবদ্ধ শত জীবন
বাঁচবার আশা খোঁজে আকাশের কাছে
তাকিয়ে থাকে একটানা হাজার বছর
কখনও বর্ষার বৃষ্টি গ্রীষ্মের দুপুর
সে কালে কালে বৃত্তের ইতি টেনেছে
আবার জেগেছে নব যৌবনে
নব রূপে নব সৃষ্টিতে নব ঝংকারে
প্রসস্থ বাহুতে মাথা গুজে শত জীবন
বাঁচার আকুতি নয়
বাহু বন্ধনে আবদ্ধ হতে
সবুজ কচি পাতার দল
কৈশোর-যৌবন পেরিয়ে বৃদ্ধ
কবি তার নাম দিয়েছে বটবৃক্ষের ইতি বৃত্ত
একটা বট বৃক্ষের গল্প শুনেছিলাম
প্রসস্থ বাহু আবদ্ধ শত জীবন
গ্রীষ্মের দুপুরে লক্ষ্মীদের পুকুরের পাড় ঘেঁসে যার বাস
বাহু শক্তিতে ঝংকার তুলে নাচে
কালবৈশেখী ঝড়ের তাণ্ডবে
আবার মাথা উঁচু করে দাঁড়ায়
প্রসস্থ বাহু আবদ্ধ শত জীবন
বাঁচবার আশা খোঁজে আকাশের কাছে
তাকিয়ে থাকে একটানা হাজার বছর
কখনও বর্ষার বৃষ্টি গ্রীষ্মের দুপুর
সে কালে কালে বৃত্তের ইতি টেনেছে
আবার জেগেছে নব যৌবনে
নব রূপে নব সৃষ্টিতে নব ঝংকারে
প্রসস্থ বাহুতে মাথা গুজে শত জীবন
বাঁচার আকুতি নয়
বাহু বন্ধনে আবদ্ধ হতে
সবুজ কচি পাতার দল
কৈশোর-যৌবন পেরিয়ে বৃদ্ধ
কবি তার নাম দিয়েছে বটবৃক্ষের ইতি বৃত্ত
©somewhere in net ltd.