নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
মোহাম্মদ সজল রহমান
সকালে ঘুম ভেঙেছে তার
যন্ত্রের যন্ত্রণায় শান্তি অতীত
বাবা একদিন বলেছিল শয়তান আসবে ঘুমা
সে দিন বড্ড হাসি পেয়ে বলেছিলাম, শয়তান!
খুব রাগ করেছিলো মা
বাবা দূরে বসে কি যেন ভাবছিলও
সবুজ এই বুকে ঈশ্বর থাকেন শয়তান আসবে না
কুড়ি কুড়ি করে অনেক বছর পর
জাহাজের ব্লেডে কাটা পড়লো মায়াবতীর মা
রাতের নির্জনতাকে বিশর্জন দিয়েছেন মায়া
চাঁদের আলো বদলে হয়েছে সার্চ লাইট
বীর দর্পে এগিয়ে যায় শয়তান রাতের আধারে
ঘুম হয় না , জেগে থাকি
বাবা নেই থাকলে হয়তো বলতো
ঘুমাতে বলেছিলাম ঘুমাসনি, এখন শয়তান এসেছে ঘুমহীন রাত
মায়া বতি শত শত টুকরো কালো পাথর দেখেছে পশুরে
পন্ডিত বাবু দেখে শুনে বলল কয়লা
সবুজ ধ্বংসকারী শয়তারের খাবার
যাযাবর শত পরিবার অপেক্ষায় সবুজের
**** (শুধু একটা কারণ নয়, সুন্দরবন ধ্বংসের আরও অনেক কারণ আছে। আমাদের সেদিকে নজর দিতে হবে।)
©somewhere in net ltd.