নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
রুপ বদল শুধুই উপমা
সোনার যৌবনের আদলে ভাঙনেরর মেলা
ফুটপথ পার্কে আসর জমায়
এক ঝটকানি দিয়ে রুপের ঝলকে ঝলশায়
বেজন্মা পতিতা বেশ্যা খেতাবে বাচে
বাচে অপেক্ষায় বালিশ বদলের
রক্তের ছোপ আর লেগে থাকে না
জাগে না নেশা। অনুভুতি! শুধুই পেশা
স্বপ্ন বলতে নতুন পুজারির খোজ
দেবী শুধু অপেক্ষারত
প্রতীক্ষায় আজ অশুরের মৌহ বিসর্জনের
আরেকটা সকাল চোখের কোণে জমে থাকা জল মুছে
হ্যালোজেনের রাতে রাণী হয়ে দাঁড়ায় ফুটপথে
স্বপ্ন নাভিদেশ নয় কাধের উপরে জন্মে
তবু ব্যর্থকাম হাসনা হেনা সার্থপর এ জীবনের কাছে
রাত আরো কালো হয়
রুপ বদল শুধুই উপমা
২| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৯
কানিজ রিনা বলেছেন: না এরা মানুষ না এরা দেব দেবী,
দেবীরা দেবের তরে রাস্তায় বা পতিতা
লয়ে বা গোপন ঘরে বাস করে।
আমি সব সময় বলি বেশ্যার কোনও
জেন্ডার নাই। নারী পুরষ উভয় ওরা
নিজেকে দেব দেবী ভাবে। দেবীদের পেটের
ক্ষুদা, দেবেরা দেহের ক্ষুদা। তাহলে
ওরা দেব দেবী হবেনা কেন?
১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৮
মোহাম্মদ সজল রহমান বলেছেন: আমি ওদের কাছ থেকে লক্ষ করেছি অনেক দিন, কিভাবে ১০০০/৫০০ থেকে ১০০/৫০ এ নেমে আসে। খদ্দেরের দেখা না পাওয়া সন্ধ্যা মধ্যরাতে রুপ নেই অনুরোধে। নেমে আসে ১০০টাকায়। তবুও যদি একবেলা খেয়ে বাচতে পারে।
দেবী এদের বলে যারা অশুরের হাতে নিজের দেহ বিলিয়ে দিয়ে রক্ষা করে শত বোনের সম্মান। এরা না থাকলে তো অশুর পাগল হত দেহের লোভে।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: চলমান কঠনি সত্য যাকে সুশীলতায় এড়িযে যায় সবাই...
কষ্টের পংক্তিমালায় ভাললাগা
+++++++
১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১২
মোহাম্মদ সজল রহমান বলেছেন: আমি ওদের কাছ থেকে লক্ষ করেছি অনেক দিন, কিভাবে ১০০০/৫০০ থেকে ১০০/৫০ এ নেমে আসে। খদ্দেরের দেখা না পাওয়া সন্ধ্যা মধ্যরাতে রুপ নেই অনুরোধে। নেমে আসে ১০০টাকায়। তবুও যদি একবেলা খেয়ে বাচতে পারে।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৩
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা, খালেদা জিয়া, রওশন এরশাদ, স্পীকার মহিলাটির কি নাম না, মতিয়া চৌধুরী ভয়ংকর ভয়ংকর অপরাধ করছে; আমাদের জাতির দরিদ্র মেয়েরা বাঁচার জন্য দেহ বিক্রয় করেছে, আর এই মগজহীনরা মানুষের সম্পদকে ব্যাংকে রেখে অলস টাকা বাড়াচ্ছেে! এগুলো মহিলাগুলো গো-গর্দভ।