নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
প্রায় দেড় হাজার বছর অতিক্রমে
শুন্য থেকে বৃত্তস্থ হয়ে ধাধা প্রান্তদেশে পৌঁছাতে
মেঘালয় থেকে বাতাসে ভেসে
হিমালয় হয়ে জাপ্লং স্বচ্ছ জলে মিশে,
ভেবেছিলাম জোনাকিপোকা হয়ে-
রংধনুর সাত রঙ হাতে ছুয়ে দিব মেঘদূতের পা।
মিনতি করে বলবো,
তোমার ভাষাতে মেঘধনু যেন একটু সদয় হয়।
সে দিন দুপুরবেলা বৃষ্টির জলে গা ভিজিয়ে ভেবেছিলাম
হয়তো একদিন তুমি-আমি বর্ষা হয়ে,
আসবো ফিরে যখন জৈষ্ঠের তাপদৃষ্টি পোড়ায় শস্যখেত
আম আর কাঁঠালের ঘ্রাণে মুহমুহ করে দখিনা বাতাস।
...... (চলবে)
©somewhere in net ltd.