নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হতে চাই মানবিক গুণ আর আমার মাঝে সেই গুণ কতটা আছে তা আপনি ভাল বলতে পারবেন। তবে ভাল হবার চেষ্টায়

মোহাম্মদ সজল রহমান

একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী

মোহাম্মদ সজল রহমান › বিস্তারিত পোস্টঃ

"একটা চিৎকার" (ছোট গল্প)

২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:০৬


কিছু বলবার আগেই চিৎকার করে পাড়ার মানুষ জড়ো করলো। ভয়ে আমার শরীর হিম হতে চলেছে, পায়ের তলাতে মাটি সরে গিয়েছে ইতি মধ্য । কেন জানি মনে হল আমার ৪৮ কেজির এই ফুরফুরে দেহ ৪৮০ কেজি হয়েছে । ইতি মধ্যে মোড়ের চা বিক্রি করা ছেলেটার বাপ রহিম মিয়া চলে এসেছে। আমাকে দেখে একটু কেন জানি ভ্রু কচিয়ে বলল “ কি হয়ছে তোর! এহন এই রত্তির বেলা কি করস ? এত মানুষ ক্যান ? আকাম…কু-কাম করছস নাই ? কথা কস না ক্যান?” আমি শুধু অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে থেকেছি। নিজেকে আজ বড় অসহায় লাগছে।
একটা বিষয় খুব ভালো ভাবে লক্ষ করে দেখলাম মানুষের মাঝ থেকে কোন অগান্তুক কিংবা পরিচিত জন এসে বলল না কি হয়েছে? কোন সমস্যা ! সে চিৎকার করলো কেন ? নিজেকে এমন হাজার প্রশ্ন করে চলেছি মস্তিস্কের প্রতিটা কোণে । কানে ভেসে এল পুলিশের সাইরেন, বুঝতে বাকি রইলো না আর। কালো করে দেখতে হাবিলদার আমাকে কিছু অকথ্য ভাষায় বুলি উপহার দিল।

তারপর আমাকে পুলিশের গাড়িতে উঠানো হল। আমি শুধু ভাবছি ! গাড়িটি মিরপুর থানার দিয়ে এগিয়ে যাচ্ছে, রাস্তা গুলো আমার চেনা, এই রাস্তার শেষ মাথার চায়ের দোকানে প্রায় আসতাম আড্ডা গান গল্প নিয়ে । তখন ভাবিনি পুলিশের গাড়িতে অপরাধী বেশে যেতে হবে । ফর্সা করে পুলিশটি আমার দিকে একটু সদয় ভাবে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, “রাতের বেলা বাহিরে কি কর? এমন করে চিৎকার করলো ক্যান ? নেশা-টেশা করো নাকি, দেহের যে ভাব ? সময় থাকতে মানুষ হ। পাশের কালো হাবিলদার বলল, ওদের দিয়ে ভালো কিছু হবে না । থানায় নিয়ে কয়েক বাড়ি দিলে যদি হয় ! জেলের ভাত না খেলে মানুষ হবে না । আমি এতক্ষন কথাগুলো খুব গম্ভীর ভাবে শুনছিলাম , যাক বেশ ভালো লাগলো । অনেক সময় পর কথা বলতে পারবো । ফর্সা পুলিশকে বললাম, আমি চা খেতে বেরিয়েছিলাম, তারপর বাসার ঐ গলিটা পার হতেই সামনে চোখে পড়লো সে বসে আছে রাস্তার উপর পরনে তাঁতের শাড়ি … ।

আমাকে থামিয়ে গোপওলা পুলিশ আমাকে বলল, লোভ আর সামাল দিতি পারিস নি ? কাঁচা মাংস দেখলে রক্ত গরম হয় ? বেয়াদব … । থামিয়ে দিল ফর্সা পুলিশটি, ওনার নাম জাহিদ সাহেব। ইশারায় আবার বলবার ইঙ্গিত পেলাম। আমি কাছে গিয়ে দাড়াতেই……চিৎকার করে মানুষ জড়ো করলো। আমাকে কেউ কথা বলবার সুযোগ দেইনি। তার সাথেও কথা বলেনি কেউ। জাহিদ সাহেব বলে উঠলেন, তুই তাকে চিনিস? হয়তো ! ঠিক করে বল,চিনিস ? একটু ঘাবড়ে গিয়ে বললাম চিনতাম। পাল্টা প্রশ্ন, কি নাম ? অধরা । বাসা? আমাদের পাড়াতে থাকতো এক সময়। তোর সাথে কি সম্পর্ক আছে ? না । ছিল ? একদিন । কলেজে পড়বার সময় ।

আজকাল আর কথা হয় না। হঠাৎ আজ সন্ধ্যায় আমাকে ফোন করে দেখা করতে বলেছিলো, কিন্তু আমি দেখা করতে যায়নি। যাসনি তবে ও এতো রাতে ঐ পাড়াতে কি করছিল? আমার সাধারণ উত্তর, জানি না। ব্রেকে পা পড়লো গাড়িটির, কেপে উঠলাম। মনে পড়লো অধরার কথা, আসলে এত রাতে ও কি জন্য আমাদের পাড়াতে এসেছিল! কেনইবা চিৎকার করলো আমাকে দেখে ? অবশ্য আমাকে যখন গাড়িতে তোলা হয়েছিল ওর দিকে এক ঝলক তাকিকে প্রশ্নের উত্তর খুজতে মস্তিষ্কের সকল প্রহরী কাজে লেগে গিয়েছে। গাড়ি থেকে আমাকে নামানো হল… অধরা আমার স্মৃতি থেকে একটু একটু করে সরে যাচ্ছে ধোঁয়াশা হয়ে, একটা শূন্যতা আমাকে গ্রাস করতে থাকলো তিলে তিলে।
হঠাৎ একটা আত্মচিৎকার হা হা কার করা বুক কেপে উঠলো, এক নিমিষে ঘেমে চলেছে দেহ, ঘাম ঝরা কপালে হাত রেখে আমাকে আমি আবিষ্কার করলাম খাটের উপর মায়ের একটা ডাকে।

প্রকাশিতঃ দৈনিক তথ্য(খুলনা)
মিডিয়া খবর ডটকম

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:১৬

অনুতপ্ত হৃদয় বলেছেন: বাহ্! চমৎকৃত হলাম অনেক সুন্দর লিখলেছেন

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:০৫

মোহাম্মদ সজল রহমান বলেছেন: ধন্যবাদ। যদিও আমি গল্প লেখায় নিয়মিত নয়।

২| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:১৯

কাইকর বলেছেন: বাহ....খুব গুছিয়ে লেখেন তো আপনি

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:০৬

মোহাম্মদ সজল রহমান বলেছেন: তবে আপনার লেখা কিন্তু অসাধারণ ছিল।

৩| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা নাকি?

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:০৭

মোহাম্মদ সজল রহমান বলেছেন: তা নয়। তবে লেখাটা যখন লিখেছিলাম, তখন আমি খুলনায় থাকি। হয়তো তত পূর্বে দু-একবার ঢাকা এসেছিলাম।

৪| ২৫ শে মে, ২০১৮ দুপুর ২:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: গল্প ভাল লেগেছে।

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:০৭

মোহাম্মদ সজল রহমান বলেছেন: ধন্যবাদ।

৫| ২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যাখ্যাহীন প্লট ও গল্প...

০২ রা মার্চ, ২০১৯ রাত ১০:০৪

মোহাম্মদ সজল রহমান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.