নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হতে চাই মানবিক গুণ আর আমার মাঝে সেই গুণ কতটা আছে তা আপনি ভাল বলতে পারবেন। তবে ভাল হবার চেষ্টায়

মোহাম্মদ সজল রহমান

একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী

মোহাম্মদ সজল রহমান › বিস্তারিত পোস্টঃ

খুব একা লাগে

২৭ শে মে, ২০১৮ রাত ১০:২৪

খুব একা লাগে
মোহাম্মদ সজল রহমান

অনেকদিন পর হয়তো তোমাকে খুজতে গিয়েছিলাম
বেইলি রোডের সেই পুরাতন বাড়িতে
২০১নম্বর হলদে রঙের বাড়ি
রোজ বিকালে খোলা চুলে অপেক্ষায় থাকতে বারান্দায়
বহুদিন হল তোমার বারান্দায় ঝুলে থাকা টুনটুনির বাসাটা দেখা হয়নি
তুমি রোজ বলতে টুনটুনির ছানা দুটির কথা
ওরা উড়তে শিখেছে কি জানা হল না
শহরটা ছেড়ে আসতে হল আমাকে

বুঝতে পারিনি কোনদিন, এভাবে কাঁদিয়ে শহর ছাড়তে হবে
বেইলি রোডের মোড়টাতে, যেদিন আমরা প্রথম ফুচকা খেয়েছিলাম-
খুব ঝাল দিয়েছিল লোকটা।
তুমি সে কি ছলছল চোখে জল ফেলেছিলে
মনে পড়লে আজও হাসতে থাকি একা একা

অনেকদিন পর তোমাকে খুঁজতে এসেছি বেইলি রোডের সেই বাড়িতে
মতিনের চায়ের দোকান আজ আর ঝুপড়ি নেই,
তোমাদের বাসার সামনে যে দোচালা ঘরটা ছিল
দেখলাম মস্তবড় দালান দাড়িয়েছে সেখানে।
অপলক তাকিয়েছি টুনটুনির বাসা দেখবো বলে
তবু তোমাকে দেখা হলনা এক পলকে

ঝলকে বিজলিবাতি পলকে তুমি
চেনা সেই হলদে রঙের ২০১নম্বর বাড়ি
সেই কবে এসেছিলাম, প্রথম যখন লুকিয়ে হাতে হাত রাখা
বৃষ্টির নুপুর পায়ে দিয়ে লুকিয়ে পথচলা
রমনা থেকে রেসকর্স হয়ে টিএসসি
(চলবে...)

ছবিঃ ইন্টারনেট থকে।
বিঃদ্রঃ লেখা কপি করবেন না।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: মনে রাখবেন যে একা সেইই সামান্য।

২| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:২৬

সামু পাগলা০০৭ বলেছেন: বেশ লাগল।

চলুক.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.