নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
আয়নার মেয়ে
মোহাম্মদ সজল রহমান
গাড়ির গ্লাসে দেখা তার প্রথম অবয়ব-
শান্ত চাহুনি, মৃদু হাসি চেপে রাখা ঠোঁট দেখে লাগে বাঁকা চাঁদ,
এলো চুলের কিছুটা কান, কিছুটা মুখের কোণে নৃত্যে পাগল প্রায়
আমি তার ঠিক ৭ সিট পরের যাত্রী।
ঘড়ির কাটায় বেলা বাড়ে-
কমে দুরত্ব পথের।
মাঝে মাঝে বাসের জানালা ভেঙ্গে যে রোদ্দুর এসে জমে তার মুখে -
খেলে যায় অপরূপ এক লুকোচুরি।
পলকে চাহুনির পরিবর্তন দাগ কাটে ক্যানভাসে,
সেখানে ছুটে চলে আকাশ মেঘ আর শহুরে জ্যাম পেরিয়ে সিটি বাস।
বিয়োগান্ত হলো মিনিট পাঁচেক পর, যখন ছুটে চলা বাস উড়ন্ত সেতু পার হলো।
ছুটে চলি আমি- আমরা..... তবে...!
হ্যা সত্যিই নেমে গেল ক্ষণিকের ভালো লাগা, হৃদয়ে দাগ কাটা আয়নার মেয়ে।
মডেল ছবিঃ নীল পরী (আজ লাল পরী) প্রিয় বন্ধু ।
২| ০২ রা মার্চ, ২০১৯ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
৩| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১২:০০
মোহাম্মদ সজল রহমান বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব নুর ভাই।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৯ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।