নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
হলুদ গাড়িটা ক্রস করেছে এই মাত্র
খুব স্বাভাবিক ছন্দে সাইকেলে রতিন
ছুটে চলেছে রোজকার মত আকাশী
রঙের বাড়িটার ছাঁদে অপেক্ষায় মালতী।
গোধূলির আলো নেভার আগেই-
বেজে উঠেছে সাইকেলের বেল,
ছাদের কার্নিশে উকি দেওয়া
মালতির কাজল পরা চোখ
অবাক চাহুনি দুজনের।
তারপর আবার ছুটেচলা....
গত বছর সাতেক বয়ে চলছে-
দুরালপন, বেড়ে চলেছে চাহুনি
অন্তরন্ত প্রেম কাহিনী।
আসলে এটা প্রেম কি চাহুনি,
বুঝে উঠতে পারেনি কবি।
রতিন ছুটছে আগামীর পথে
ছুটছে মায়ের বাধ্য রতিন
ছাপাখানার অন্ধকার পেরিয়ে
একদিন আলো জ্বালাতে ,
হ্যালোজেন ছেড়ে ল্যামপপোস্ট।
আগামী পরশু মালতীর বিয়ে...
২| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:২০
কল্পদ্রুম বলেছেন: কবিতায় একটা গল্প৷ ভালো হয়েছে লেখা।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।