নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
যদি ফিরে আসি এই পথে
বছর তিনেক পর
যদি ফিরে আসি এইপথে
দেখা হবে ভাট ফুল দূর্বা বন
দেখা হবে সজনের ডালে শুভ্র মেঘ
সরিষা ফুলের পাঁপড়িতে মৌমাছির আনাগোনা
যদি ফিরে আসি কার্তিকে
নবান্নের দেশে মাথা উচু করে
দুলবে সোনালী ধানের শীষ
ঝরা পাতা মাড়িয়ে ছুটবে কৃষক
রাতের আধারে নেচে উঠবে জোনাকি
গেয়ে উঠবে গান হুতুম পেঁচা
যদি ফিরে আসি ফাল্গুনে
আগুন ঝরা শিমুল পলাশ মাড়িয়ে দু পায়ে
মটর ফুলে শিশির বিন্দু উকি দিবে সূর্য হয়ে
যদি ফিরে আসি কোন এক গ্রীষ্মে
প্রলয়ংকারী ঝড় উকি দিবে জানালায়
আম কাঁঠালের গন্ধে জেগে উঠবে সকাল
২| ১০ ই মার্চ, ২০২১ রাত ১০:২৯
মোহাম্মদ সজল রহমান বলেছেন: ধন্যবাদ প্রিয় খায়রুল আহসান। আপনাদের এমন সুন্দর মন্তব্যে লেখার প্রতি আগ্রহ বেড়ে যায়।
৩| ১১ ই মার্চ, ২০২১ রাত ১:২৩
রাজীব নুর বলেছেন: বাহ, খুব সুন্দর কবিতা লিখেছেন।
১১ ই মার্চ, ২০২১ সকাল ৭:৩৭
মোহাম্মদ সজল রহমান বলেছেন: ধন্যবাদ।
৪| ১১ ই মার্চ, ২০২১ সকাল ৯:২৯
মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার কবিতা
১১ ই মার্চ, ২০২১ সকাল ১০:৪৫
মোহাম্মদ সজল রহমান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০২১ রাত ১০:২২
খায়রুল আহসান বলেছেন: ঋতু বৈচিত্রের এই দেশে বারে বারে ফিরে আসুন, আরো বেশি করে দেশের কবিতা লিখুন!