নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
স্বাধীনতা তোমায় বড্ড অনুভব করি
অপেক্ষা করি কবে আসবে চিঠি নামহীন
হেমন্তের মটর দানার মত গোটা গোটা লেখা
পায়রার পাখায় চেপে স্পর্শ করবে মনপ্রাণ
তোমার প্রতিটা কোণায় পদচিহ্ন একে
ছুটবে দিগ্বিদিক পাগল প্রায়
মৃত্তিকার স্পর্শে ছুটে আসবে বসন্ত
পতপত করে নেচে যাবে পাট ক্ষেত
সবুজ অরণ্য সুন্দরী বালিকা হয়ে
সাজবে নতুন পাতায়
স্বাধীনতা তোমায় বড্ড অনুভব করি
মৌন মিছিল বোবার আর্তনাদ
ভেঙে যাওয়া লাল চুরির ভাঁজে লেখা
স্বাধীনতা তুমি আমার
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দুটাই সুন্দর।