নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হতে চাই মানবিক গুণ আর আমার মাঝে সেই গুণ কতটা আছে তা আপনি ভাল বলতে পারবেন। তবে ভাল হবার চেষ্টায়

মোহাম্মদ সজল রহমান

একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী

মোহাম্মদ সজল রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রেম

২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২০

প্রেম তোমায় বড্ড অনুভব করি
বসন্তের শেষে শুকনো পলাশের বনে
নিশ্চুপ নিরবতা ভেঙে মড়মড় ধ্বনিতে
নুপুর পায়ে নেমে আসবে মৃত্তিকার স্পর্শে
অপেক্ষা নয় প্রতীক্ষা করি সে বসন্তের

তুমিও তো একদিন শিমুল তুলার মতো
উড়বে চালকবিহীন এক অদৃশ্য শক্তিতে
কোমল মসৃণ ত্বক ছুয়ে যাবে ভাট ফুল
ছুয়ে যাবে আমার চিত্রা নদী

শাপলা শালুক মালা গাথবে কিশোরী
কাশ ফুল দুলে দুলে স্বাগত জানাবে
প্রেম তুমি শরতের শুভ্র মেঘের সাথে এসো
শান্ত নদীর জলে মোচার খোলার মত

প্রেম তোমায় বড্ড অনুভব করি
ধুতুরা ফুলের মত চেয়ে থাকি
হেমন্তের বিকালে মেঘহীন আকাশে
মোটর দানার মত আবদ্ধ খোলসে
চিঠি পাঠায় তোমার ঠিকানায়
জানিনা সে চিঠি ঘুটঘুটে অন্ধকার পেরিয়ে
আম্রপালির বন ফুঁড়ে ছুটবে কি রানারের কাধে
তবুও চিন্তা দানা বাঁধে তেপান্তরের মাঠে
লণ্ঠনের আবছা আলোয় লুটে নিবে নসু ডাকাত
অপেক্ষা নয় প্রতীক্ষা করি প্রতিউত্তরের

প্রেম তোমায় বড্ড অনুভব করি
বর্ষায় ভেসে আসে কেয়া ফুলের গন্ধ
জলে ভেসে ওঠে পদ্মপাতা
কোলা ব্যাঙ অনবরত খুঁজে চলে সঙ্গী
কদম বনে টুপ টাপ ঝড়ে পড়ে বৃষ্টি জল
পাহাড়ি ঝরর্ণায় যৌবন বান ডাকে
সমন পাঠায় আমিও তোমার নামে
লুটেরা যে পথে খেয়া নৌকার বাদাম তুলে
ছুটতো মোরগ ডাকা ভোরে

প্রেম তোমায় বড্ড অনুভব করি
চৈত্রের দুপুরে দেখি শহুরে আগন্তুক
শুয়ে থাকে ফুটপাথ জুড়ে কংক্রিটের বিছানায়
সুখের বৃষ্টি অভিশাপ দেয় কালচে দেহে
কঙ্কালে তার অনুভূতি চুপসে যায়
মস্তিষ্কের স্নায়ুতে চাপা অভিমান

প্রেম তোমায় বড্ড অনুভব করি
বেচেঁ থাকার আনন্দে আত্মহারা জীবনে
অপেক্ষা নয় প্রতীক্ষা করি প্রতিউত্তরের

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০২১ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.