নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
ভাবলাম কৃষ্ণচূড়া হয়ে
দখিন হাওয়ায় ভেসে
তোমার দিকে চেয়ে চাতক প্রাণ
আর তুমি অপলক
বৈকালী সিগ্ধতায়
কোমলতা ফিরেবে নিরবে
রাজহংস জলকেলি ভুলে উদাস
ভাট বনে গুনগুন করে ভ্রমর
মড়মড় পত্রধ্বনি ছুটে যায় দক্ষিণে
আমার চিলেকোঠায় আকাশ দেখি
বর্ষার আকাশ মেঘ উত্তাল
বৃষ্টির জল নেমে আসে ছাওনি ছুয়ে
আমি উদাসীন
তুমি অপলক
ছবিঃ মোহাম্মদ সজল রহমান
©somewhere in net ltd.