নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
আক্ষেপ নেই তোর এড়িয়ে চলায়
ব্যতিক্রম রাস্তার চৌকাঠ থেকেই দেখবো না হয় তোকে
অভিমানী মনের প্রাচীরের গায়ে হাত বুলিয়ে -
না হয় বলে দিবো তোর বিষন্নতার গল্প
নিউজপ্রিন্ট কাগজে লেখা কবিতা
যদি ভিজে যায় বৃষ্টিতে
যদি আদিম খেলায় মত্ত হয় কালি
মিলে মিশে একাকার হয়ে নুয়ে পড়ে সমতলে
ছুয়ে যায় মৃত্তিকার কোমল স্যাঁতস্যাঁতে দেহ
অদৃশ্য হয়ে উঠে ক্রমশ
তোর কোমল স্পর্শ
না হয় আবার লিখবো
তোর নামে গোটা গোটা অক্ষরে
নিউপ্রিন্টের ময়লাটে সাদা জমিনে
বেরসিক সন্ধ্যায় উৎপেতে থাকা চোখ
পুরানো মলাটে মোড়া ছবির ভাঁজে
যদি অবিরত লুকায়
কয়েক ফোটা অশ্রুর সাথে জেগে উঠে মস্তিষ্ক
হিজিবিজি অক্ষরমালা যদি আবার সাঁজতে চাই
আবিরের রঙ যদি রাঙাতে চাই তোর দুখানা পা
তবে বুঝে নিবো প্রেম পিপাসায় কাতর
হৃদয়ের শূন্যতা বোঝে
২| ১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৪৩
মোহাম্মদ সজল রহমান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।