নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসাধারণের ভিড়ে সাধারন।

সাকিউল আলম

বেকার প্রকৌশলী

সাকিউল আলম › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন এবং ধোঁকাবাজ তুমি

২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০১

একটা স্বপ্ন ছিল; সত্যি বলতে কি, একটা না অনেকগুলোই ছিল। যখন খুব ছোট ছিলাম, স্বপ্ন ছিলো বিকেলে মাঠে খেলতে যাবার, বাবার আঙ্গুল ধরে ঘুরতে যাবার। আরেকটু বড় হয়ে স্বপ্ন দেখতাম একটা সাইকেল কিনবার............ তারপর তারপর করতে করতে স্বপ্নগুলো বদলে যেতে লাগলো। একটু একটু করে বড় হয়েছি আর স্বপ্ন গুলোও হতচ্ছাড়া হয়েছে। যেটা পাবার নয় সেটাই রাত্রিস্বপ্নে দেখি; ওগুলো কেমন যেনো স্বপ্নও মনে হয় না, মনে হয় বাস্তব; না হয় স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি। আচ্ছা স্বপ্ন আর বাস্তবের মাঝেও কি অন্য কোন জগত আছে? থাকলে সে জগতেই আমার ত্রস্তপদে বিচরণ। এইতো কদিন আগেই স্বপ্নে দেখলাম সফেদ সালোয়ার পড়ে তুমি ডাকছো, হাতটা বাড়িয়ে দিয়েছ; তোমাকে সেদিন আমি সত্যি অনুভব করেছিলাম আমার হাতের আঙ্গুল.....তোমার চুলের সুবাসে ইচ্ছে করছিলো নাক ডুবিয়ে ঘ্রাণ নিই; নিতে নিতেই চোখ খুলে দেখি আমার পাশে কেউ নেই। অথচ জানো, স্বপ্নেও তোমাকে হারাবার ভয় আমাকে দুমরে-মুচড়ে দিত। মেয়ে, তুমি এতো ধোঁকাবাজ কেন? নিশিরাতের স্বপ্নেও উঁকি দিয়েই চলে যাও!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.