নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসাধারণের ভিড়ে সাধারন।

সাকিউল আলম

বেকার প্রকৌশলী

সাকিউল আলম › বিস্তারিত পোস্টঃ

সবই অপপ্রচার!!

২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৫

এই যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেলো, সবাই ভোটচুরি, জোচ্চুরি, কেন্দ্র দখল কিংবা কারচুপির কথাই বলছে। অথচ এই আপনিই হয়তো ঘরে বসে ছিলেন, আলসেমি লাগছিলো অথবা সব প্রার্থীকেই আপনার অতিরিক্ত রকমের যোগ্য মনে হচ্ছিলো বলে কনফিউশনে পড়ে গিয়ে আর ভোটখানা দিতে যাননি। তাই বলে কিন্তু আপনার ভোটাধিকারকে অবহেলিত থাকতে দেয়া হয় নি। সরকার দলীয় এজেন্টরা আপনার ভোটখানা নিজ দায়িত্বে কাস্ট করে দিয়েছে। বাহ, এমন হেল্পফুল জাতি আরো কোথাও আছে, বলুন তো মশায়? এই কথাটা একবারও বলেছেন? যত্তসব অপপ্রচার করে বেড়াচ্ছেন!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: তা বটে তা বটে!!!

তাইতো নির্ঘুম রাতে সব কাজে সেরে সকলা ১১টায় ৮০ ভাগ কাষ্ট হয়ে গেছিল!
জনতার কুন কষ্টই করতে হয় নাই!!!!!!!!!!!!

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

রঙ্গই বটে।

এক্কবারে খাস একপাক্ষিক নিরপেক্ষতায় নুবেল যোগ্য! ;)

তারা বলেছে শান্তিপূর্ন ভোট হয়েছে- রঙ্গভরা বঙ্গের আইজুদ্দন বলল-
শান্তিই বটে। তবে কবরের!!!

আরেকজন্ বলছে উৎসব মূখর পরিবেশে ভোট হয়েছে-

সেই রঙ্গীলা আইজুদ্দিন আবার ঠোট কাটা-

বলে তা উৎসবতো বটেই। জিওগ্রাফিতে দেখেন না- হায়েনা যখন হরিণ শিকার করে ভোজ করে- হায়েনার জন্য তা উৎসবই বটে..

২| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২১

সাকিউল আলম বলেছেন: বাংলাদেশে আর মগের মুল্লুক এখন সমার্থক শব্দ। জানেন তো? =p~

৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৬

রাতুলবিডি৪ বলেছেন: শেখের মুল্লুক!

৪| ২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৮

সাকিউল আলম বলেছেন: তা যা বলেছেন। শেখ ইজ মগ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.