![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘে ঢাকা স্বপ্ন দিন আপন আধারে আমি বিলীন .....ধার করা আলো নয় , আপন আলোয় আলোকিত হতে চাই।
★·.·´¯`·.·★বিনিময় প্রথা চলে আসছে সৃষ্টির আদি থেকেই । ভাব বিনিময় , মন বিনিময় , কথা বিনিময় এই শব্দ গুলোর সাথে আমরা সবাই পরিচিত । কিন্তু রুপ বিনিময় !!!! রঙ বিনিময় !!!! হ্যাঁ তেমনি এক বিনিময়ের নাম cherry blossom , জাপানিজ দের ভাষায় যাকে বলা হয় শাকুরা । প্রকৃতির এক অপার রুপ লাবন্য ।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর যা উপঢৌকন হিসেবে জাপানিজদের কাছ থেকে । আমেরিকান দের প্রাকৃতিক রুপে যোগ হয় নতুন মাত্রা ।।
ফুলের জলসায় নীরব কেন কবি
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি
১।
যে বীণা তোমার পায়ের কাছে
বুক ভরা সুর লয়ে জাগিয়া আছে
তোমার যে প্রিয়া
গেল বিদায় নিয়া
অভিমানে রাতে
★·.·´¯`·.·★ দিনে চার বার করে এই পথ দিয়ে আমায় দৌড়ের উপর থাকতে
হয় কিন্তু বছরের এই সময় টা বেস ভালো লাগে
মনে মনে গেয়ে উঠি
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায়
সুখের স্বরগ হইতে নামি।
চারিপাশে মোর উড়িছে কেবল
শুকনো পাতা মলিন ফুলদল
বৃথাই কেন হায় তব আঁখিজল
ছিটাও অবিরল দিবসযামী।
এলে অবেলায় পথিক বেভুল
বিঁধিছে কাঁটা নাহি যবে ফুল
কি দিয়া বরণ করি ও চরণ
নিভিছে জীবন, জীবনস্বামী।।
Ƹ̴Ӂ̴Ʒ ★·.·´¯`·.·★Ƹ̴Ӂ̴Ʒ
Ƹ̴Ӂ̴Ʒ ★·.·´¯`·.·★Ƹ̴Ӂ̴Ʒ এটা আমার অনেক অনেক পছন্দের একটা জায়গা , এই বেঞ্চ গুলো কে খুব আপন মনে হয় ।।ভুলিয়ে দেয় জীবনের সব পাওয়া না পাওয়ার হিসেব .।
বাস্তবতার সকল কোলাহল ছাড়িয়ে হাড়িয়ে দূরে কোথায় .।।।
হয়তো আপন মনে লিখে যাই ..........................।
অনেক কথা ছিল বোলবার
বলা হয়নি
হয়তো বলতে চাইনি !
অনেক কিছুই ছিল জানবার
জানা হয়নি
হয়তো জানতে চাইনি !
ভাবনারা সেজেছিল হরেক রঙে
লাল ,নীল , বেগুনি কখনও বা শুভ্রতায়
তুমি দেখতে পাওনি !
ভেবেছিলাম অভিমানি মেঘ হয়ে উড়ে যাবে
অন্য আকাশে ........
দূরের কোন দেশে , হয়ে যাবে অচেনা ....!!!
না যায়নি ,
একটু একটু করে জমাট বাঁধছে
ঝিনুক বুকে মুক্ত হবে
লুকিয়ে থেকেই নীলাকাশ ছোঁবে .।.।.।.।.।.।।
আমি চিরতরে দূরে চলে যাবো তবুও আমারে দেবো না ভুলিতে
( মোবাইল ফটোগ্রাফি!!!!!
Ƹ̴Ӂ̴Ʒ ★·.·´¯`·.·★Ƹ̴Ӂ̴Ʒ
ফুলের রুপে আর নিজ গুনে নিজেই মুগ্ধ !!! :!> :#> ইহা দেখিয়া শুনিয়া বুঝিয়া কারো কানে ঢোলের আওয়াজ গেলে সেটা তার কানের সমস্যা আমি কিছুই জানি না
)
০২ রা মে, ২০১৩ রাত ১১:৫৭
সায়েদা সোহেলী বলেছেন: !!ইসসসস আসছে , বলো আন্টি আপনার ছবি তোলার হাত খুব ভালো! ! আমাকে সিখিয়ে দেন
গরিব মানুষ এর গরিব মোবাইল , তারপরেও কাছের ছবি গুলো ভালই আসে
। দুরের ছবি দুইটা ক্যমেরা দিয়ে তোলা
২| ০২ রা মে, ২০১৩ রাত ১১:০১
দুরন্ত সাহসী বলেছেন: ossasadharon.ek kothay ossadharon.osanto mon santo korte ei pic guloi jothesto.parkta kothay ektu bolben? ami sekhane jabo.khub ichche korche ei jaygay bose thaki kichu somoy.
eto sundor poster jonno antorik dhonnobad sohely
pic gulo load kore rakhlam.
০৩ রা মে, ২০১৩ রাত ১:০৮
সায়েদা সোহেলী বলেছেন: এটা কোন পার্ক না দুরন্ত. প্রথম ছবি গুলো আমার নেইবরহুড এ
আর নিচের দুটি রুজভেলট আইল্যান্ড এ । নিউ ইয়র্ক এই । সামার এলে সুজগ পেলেই অইদিক টাতে যাওয়া হয় । চা সিংগারা নিয়ে ছোট খাট পারিবারিক পিকনিক
যেতে পারেন ভালো লাগবে নিশ্চিত
ওনেক ধন্যবাদ
৩| ০২ রা মে, ২০১৩ রাত ১১:২৯
রাইসুল নয়ন বলেছেন: দারুণ তুলেছেন ছবি গুলো ,
মন চায় আপনাকে একটা এস এল আর কিন্না দেই, কিন্তু ভাই আমি তো আদম খয়রাতি
সব , সব ফুলগুলো সুন্দর !!
ঐ বেঞ্চ গুলতে বসতে পারলে আমিও হয়তো সুন্দর কবিতা লিখতে পারতাম ।
শুভকামনা রইলো ।
০৩ রা মে, ২০১৩ রাত ১:৪৩
সায়েদা সোহেলী বলেছেন: আল্লাহ্ নয়নের মন বাসনা পুর্ন করে দাও
হুম বেঞ্চের গুন আছে বলতে হয়!!!
ধন্যবাদ ভাইয়া
৪| ০২ রা মে, ২০১৩ রাত ১১:৪৪
গিরিনদী বলেছেন: আপনার পোস্টের ঠিক উপরের পোস্টের ছবি গুলো দেখার পর এত কষ্ট লাগছিলো যে !! আপনার পোস্ট টা কিছুটা হলেও সেই কষ্ট থেকে
বের হয়ে আসতে সাহায্য করেছে।
অনেক সুন্দর ছবি গুলো।
০৩ রা মে, ২০১৩ রাত ৩:৪৮
সায়েদা সোহেলী বলেছেন: হুম আমি দেখতে পারিনি । শুধু মনে হয় অই জায়গায় আমিও ত হতে পারতাম ।!!! একদিন মারা যাবো সবাই কিন্তু এভাবে কেন? ??????
৫| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:০১
একজন আরমান বলেছেন:
আপু সাদা ফুলগুলো কি সাদা জবা ফুল?
০৩ রা মে, ২০১৩ ভোর ৬:০৬
সায়েদা সোহেলী বলেছেন: । না আরমান
৬| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:০১
এম হুসাইন বলেছেন: দিনে চার বার যে পথ দিয়ে আপনি দৌড়ান, পথটা আমার খুব চেনা চেনা লাগছে...... ঠিক যেন আমার পথের মতো... সত্যি...
আর ফুলের ছবিগুলো..... অসাধারণ......
তারচেয়ে আরও অসাধারণ হয়েছে কবিতাটি... ঠিক যেন আমার মনের কথা গুলো বলে দিয়েছেন......
+++ তো থাকছেই, প্রিয়তে নিলাম...
শুভকামনা আপু।
ভালো থাকুন, নিরন্তর।
০৩ রা মে, ২০১৩ সকাল ৭:১৭
সায়েদা সোহেলী বলেছেন: চেনা চেনা লাগে তবুও অচেনা
। তাই নাকি! ! এই প্রপিকের পিচ্চি টাই ত তুমি না , দেখা হলে অবশ্যই icecream কিনে দেব নাকি বেলুন নিবে
আমার ছবি তোলার একটু বাতিক আছে ,সুন্দর কিছু দেখলেই ফ্রেমে বন্দী করতে ইচ্ছে হয় । কিন্তু রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলতে দেখলে বাঙ্গালীরা এমন ভাবে তাকায় মনে হয় যেন অপরাধ করছি আর নয়তো পাগল !!
ধন্যবাদ হুসাইন
ভালো থেকো
৭| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:১৪
ভারসাম্য বলেছেন: আমার সীজনাল অ্যালার্জীর (চোখ চুল্কানী) পিছনের মেইন আকামটা তাইলে জাপানীজরাই করছিলো।
এখন অবশ্য ঢাকায় আছি। পুরান দুঃখ মনে করিয়ে দিলেন।
ফুলের জলসায় শুধু নীরব না একেবারে কান্দাকাটি পড়ে যেত। এখন কাঁদি ধুলাবালি, ট্র্যাফিকজ্যা্ম, লোডশেডিং এসব এ। তারচেয়েও বেশি কাতর মানুষের বোধশেডিং দেখে। সত্যিই নীরব হয়ে গেছি।
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার...
তবে বিশ্বাস করি বসন্ত একদিন এখানেও আসবে। সেদিনের ফুলের জলসায় থাকতে পারলে আমিও হয়ত নীরব রইবোনা আর। শুভ প্রত্যাশায় দিন কাটুক সবার।
০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:২১
সায়েদা সোহেলী বলেছেন: আপনার জন্য দুঃখিত কিন্তু তারা এই অকাজ টা না করিলে আমি এই ফুলেল জলসা কি করিয়া দেখিতাম , ফ্রেমে বন্দী করিতাম! !! তবে এই সমস্যা আমার অ আছে তবে সামান্য খুব একটা কাছে না গেলে হয় না । চোখ খুনখুন করে কান্না কাটি শুরু করে না ।
।তবে ভারসাম্য বোধ শেডিং এর কিন্তু একটউ সুবিধা আছে , যে জত বোধ শুন্য সে যেন ততই বেশী শান্তিতে থাকে , আছে! !!!
তবে আশায় আছি থাকবো যখন যে জলসাতেই থাকিনা কেন, কথায় বলে রাত যত গভির হয় সকাল ততই নিকটে , বসন্ত আসবে
ওনেক ধন্যবাদ , আপনার সম্পুর্ন আরগ্য কামনায়
৮| ০৩ রা মে, ২০১৩ রাত ১:১৮
সোহাগ সকাল বলেছেন: সবগুলোই কি চেরী ব্লসম?
০৩ রা মে, ২০১৩ রাত ৮:৪২
সায়েদা সোহেলী বলেছেন: ।না সবগুলো নয় , মাঝের কয়েকটা অন্য ফুল
।ধন্যবাদ সকাল
৯| ০৩ রা মে, ২০১৩ রাত ১:২৬
দুরন্ত সাহসী বলেছেন: ওহ তাই?
আচ্ছা এইগুলো কতদিন থাকবে গাছে?আসলে পাবোতো?
এই বেঞ্চ গুলোতে বসলেই মনে হচ্ছে আমার মন ভালো হয়ে যাবে যেই জন্যই খারাপ থাকুক,
সিংগারার কথা বললেন সেটা কোথায় পাবো?আপনি বানিয়ে নিয়ে যান?দিলেনতো ঝামেলা বাধিয়ে এখন সেখানে গেলেতো সিংগারাকে মিস করবো
কে দেবে সান্তনা ,কে খাওয়াবে চা সিংগারা।
কবিতাটায় প্রাণ আছে....................................
০৩ রা মে, ২০১৩ রাত ৯:০৮
সায়েদা সোহেলী বলেছেন: ।সরি মনে হয়না পাবে , এগুলোতে আগে ফুল আসে তারপর পাতা , খুব অল্প সময় থাকে ফুল । সামার এ সব সবুজ হয়ে যায় । তবে সেট অ অন্য রকম শিতল সুন্দর , ভালো লাগে ।
আরে আমার রান্নাঘরে এতো ধইর্য্য গুন নাই , দেশী রেসস্তোরাঁ আছে কি করতে !!!!!!!
১০| ০৩ রা মে, ২০১৩ রাত ১:৫১
স্নিগ্ধ শোভন বলেছেন: ছবি + কবিতা = চমৎকার একটি পোস্ট।
আমি চিরতরে দূরে চলে যাবো তবুও আমারে দেবো না ভুলিতে ।
+++++++++++++++++++
৭ম ভালোলাগা জানবেন।
০৩ রা মে, ২০১৩ রাত ৯:১৮
সায়েদা সোহেলী বলেছেন: জানিলাম
ওনেক ধন্যবাদ জানালাম শোভন কে
১১| ০৩ রা মে, ২০১৩ রাত ২:০৫
বাংলাদেশী দালাল বলেছেন: "একটু একটু করে জমাট বাঁধছে
ঝিনুক বুকে মুক্ত হবে
লুকিয়ে থেকেই নীলাকাশ ছোঁবে "
চমৎকার। প্লাস।
০৩ রা মে, ২০১৩ রাত ১০:৪৫
সায়েদা সোহেলী বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
১২| ০৩ রা মে, ২০১৩ ভোর ৪:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: মোবাইল দিয়ে তোলা ছবিগুলো?!
দারুন সুন্দর! +++++++++++
০৩ রা মে, ২০১৩ রাত ১১:৩৪
সায়েদা সোহেলী বলেছেন: হুম
মন্তব্য এর জন্য ধন্যবাদ
১৩| ০৩ রা মে, ২০১৩ ভোর ৪:২৯
স্বপনবাজ বলেছেন: দারুন সুন্দর! +++++++++++
০৩ রা মে, ২০১৩ রাত ১১:৩৫
সায়েদা সোহেলী বলেছেন: প্লাস পাইয়া আনন্দিত
শুভকামনা
১৪| ০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
*কুনোব্যাঙ* বলেছেন: অসাধারণ ফটোগ্রাফি আপু। না বলে দিলে ধারণাও করতে পারতাম না যে এগুলে সেলফোনে তোলা ছবি।
অনেক ভালো লাগল।
০৩ রা মে, ২০১৩ রাত ১১:৪৯
সায়েদা সোহেলী বলেছেন:
ফটোগ্রাফারের গুন আছে বলতে হয়! !!
১৫| ০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:২২
সুমন ঘোষ বলেছেন: মনটা ভালো হয়ে গেল ফুলের ছবি গুলি দেখে । +++++++++
১৪ ই মে, ২০১৩ রাত ৮:০৩
সায়েদা সোহেলী বলেছেন:
ধন্যবাদ সুমন
১৬| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:০৫
একজন আরমান বলেছেন:
তাহলে এইগুলো কি ফুল আপু?
১৪ ই মে, ২০১৩ রাত ৮:০৯
সায়েদা সোহেলী বলেছেন: সব ফুল নাই হয়ে গেছে ত! !
আরমান কে আমার ফুল চুরি করেছে ভাইয়া বলত? ? ওরে পাইলে ফুডা কৈরা দিমু
ডিফারেন্ট প্রজাতির চেরি
১৭| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৪
রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো।
অনেক সুন্দর একটা পোস্ট।
লেখায় +++++
ভাল থাকবেন .....শুভকামনা রইলো
১৪ ই মে, ২০১৩ রাত ৮:২৬
সায়েদা সোহেলী বলেছেন: ।ধন্যবাদ রোকেয়া
শুভকামনা সবসময়
১৮| ০৯ ই মে, ২০১৩ সকাল ১০:৪৩
রহস্যময়ী কন্যা বলেছেন: খুব সুন্দর আপু
ভালো লাগলো পোষ্ট
১৪ ই মে, ২০১৩ রাত ৮:২৮
সায়েদা সোহেলী বলেছেন: ওনেক ধন্যবাদ রহস্যময়ী
ভালো থেকো আপি
১৯| ১৪ ই মে, ২০১৩ রাত ৮:০৫
সায়েদা সোহেলী বলেছেন: একি !!!!! আমার ছবি গুলো উধাও কেন! !!!!!!
২০| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:২০
সেলিম আনোয়ার বলেছেন: দ্বাদশ ভাললাগা ছবিতে আর লেখনিতে। সুন্দর !
১৫ ই মে, ২০১৩ রাত ৯:৩৭
সায়েদা সোহেলী বলেছেন: আরে কবি যে!!!
ছবি গুলো কিদেখা যাচ্ছে??? আমি দেখতে পাচ্ছি না
ভালো লাগা জেনে ভালো লাগলো
২১| ১৫ ই মে, ২০১৩ রাত ১০:৩৭
বটবৃক্ষ~ বলেছেন: ছবিতো দেখাই যাচ্ছেনা!! ভাজ্ঞিস আগেই দেখে রেখেছিলাম!
যানেন আপ্পি! আমি এই পোস্ট ৩মে রাতে দেখে তো মাথা নষ্ট পুরাঈ!! বিশাল এক কমেন্ট লিখে যেইনা পোস্ট করেছি আর সেই মুহুর্ত থেকে সামু সার্ভারের কাজে অফ হয়ে গেলো!! এত্ত মন খারাপ হয়েছিলো!!
যাহোক, খুব দারূঊঊঊন হয়েছে.....আমার ফুলের প্রতি এমনিতেই দূর্বলতা আছে! ফুলগুলো কেন দেখা যাচ্ছে না!!
সামুতে পিক আপলোড করতেও খুব প্রবলেম হচ্ছে!! তবুও প্রিয়তে রেখেদিলাম....একসময় হয়তো দেখা যাবে!!
ভালোলাগা জানবেন.....
১৬ ই মে, ২০১৩ রাত ৯:৫০
সায়েদা সোহেলী বলেছেন: আহারে বট এর মাথা নস্ট কমেন্ট ককপালে জুটলো না
, সামুকে কৈসা মাইনাচ
আমি ফুল পাখি লতাপাতা আকাশ নদী সাগর পাহাড় যাই দেখি না কেন নাই হয়ে যাই , ১০ মি এর রাস্তা আমার ৩০মি লেগে যায় আসতে :#>
ওনেক ছবি তুলেছি এই কয়দিনে সামুতে পিক আপ দেয়া বিশাল ঝামেলা আর আমি দুনিয়ার লেজি তাই শেয়ার করা হয়না তারপর যদি এই অবস্থা হয় তখন কেমন লাগে বলো !!
তোমার জন্য ভালোবাসা রইলো ,ভালো থেক
২২| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
যোগী বলেছেন:
ম্যাম, পোষ্ট পড়ার ধৈর্য্য পাইনা আর ইদানিং -
একান্ত বাধ্য নহলে চিল্লাপাল্লাও করিনা
আমার কেন জানি মনে হয়েছে রিয়েল লাইফে আপনি একজন অত্যন্ত কন্টট্রল্ড পারসন। আর নিজে কে বুদ্ধীকম মানুষ বলে তুলে ধরে বিনয় দেখাতেও আপনি এক্সপার্ট। এই মোটামুটি ভাবে বিরল শিক্ষা আপনি কই পাইলেন?
প্রশ্নটা পরসনাল হইলে, জাস্ট এভয়েড ইট। আই ওন্ট মাইন্ড।
২৩| ২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিরাট ডজ খাইছি , একটা ছবিও দেখলাম না !
২৩ শে মে, ২০১৩ রাত ১০:৩২
সায়েদা সোহেলী বলেছেন:
এইবার দেখেন
২৪| ২০ শে মে, ২০১৩ রাত ৮:৪২
হুপফূলফরইভার বলেছেন: ফূলেল ভাবনায় এমনতরো কাব্যিক উপস্থাপনে কবিগন করে পন চুপি কেন নঁ রহিবে?
পাঠককূলের প্রতি সদয় হইতে পিক আপলোডিংয়ে কবির আরো বেশী মনোযোগ আকর্ষন করছি!
২৩ শে মে, ২০১৩ রাত ১০:৩১
সায়েদা সোহেলী বলেছেন: দুঃখিত ইহা আমার দোষ না সামু মহা ঝামেলা করে ছবি নিয়
আবার ছবি আপ দিলাম কিন্তু অনেক পচা ঘোলা দেখাচ্ছে কেন বুঝলাম না !!!
ধন্যবাদ হুপফূলফরইভার
২৫| ২১ শে মে, ২০১৩ রাত ৯:৩৪
অদ্বিতীয়া আমি বলেছেন: ইস একটা ছবিও নাই ! সামু যে কি শুরু করল । অনেক পোস্টে যেয়েই দেখি ছবি গায়েব ।
কিন্তু আমি পোস্ট টা অনেক আগেই দেখেছিলাম । খুব ভাল লেগেছিল ।
২৩ শে মে, ২০১৩ রাত ১০:২৯
সায়েদা সোহেলী বলেছেন: হুম সামুকে মাইনাচ
অনেক ভালো থেকো অদ্বিতীয়া
২৬| ২১ শে মে, ২০১৩ রাত ৯:৩৭
জুন বলেছেন: ফুলের রুপে আর নিজ গুনে নিজেই মুগ্ধ !!
কিন্ত আমি মুগ্ধ হইতে পার্লাম্না সায়েদা সোহেলী
ছবি কৈ তবে ভাললাগা দিয়েছি
+
২৩ শে মে, ২০১৩ রাত ১০:২২
সায়েদা সোহেলী বলেছেন: দুঃখিত ইহা আমার দোষ না সামু মহা ঝামেলা করে ছবি নিয়ে
আবার কিছু ছবি আপ দিলাম
অনেক ধন্যবাদ আপি
২৭| ২২ শে মে, ২০১৩ সকাল ৯:৫০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: তুই থাকিস কই !!! আজিব !
২৩ শে মে, ২০১৩ রাত ১০:১৯
সায়েদা সোহেলী বলেছেন: আমি তো এখন নীলাকাশে থাকি , তুমি জাননা !!! বাসায় আসছিলা বুঝি !! সরি
( ফেবুতে ডিএকটিভ আছি , আবার ঝিম খাইছি )
পোস্ট দিলাম একটা সাথে কবিতার উদ্দেশে গান :!> দেখ ,অনেক দিন বাদে
২৮| ২২ শে মে, ২০১৩ সকাল ৯:৫৬
ইমরাজ কবির মুন বলেছেন:
সায়েদান্টি আমার অ্যাড রিকু ঝুলায়ে রাখসেন কেন? হাসানান্টিকে নালিশ দিসিলাম উনি কিসু বলেন নাই :/ ||
২৩ শে মে, ২০১৩ রাত ১০:৩৭
সায়েদা সোহেলী বলেছেন: সরি ভাগিনা ঝুলাই রাখি নাই আমি ঝুলে আছি
আই মিন ফেবুতে বসা হয় না আজকাল , এখন পুরাই ডিএক্তিভ আছি
আমার নামে নালিশ তাও আবার আমার ই দোস্তের কাছে !!!
২৯| ২৪ শে মে, ২০১৩ সকাল ৭:৫৬
ইমরাজ কবির মুন বলেছেন:
আপনার নামে নালিশ তো আপনার দোস্তের কাছেই দিবো, আমার দোস্তের কাছে দিয়ে লাভ কি ||
২৪ শে মে, ২০১৩ রাত ১১:২২
সায়েদা সোহেলী বলেছেন:
৩০| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অসাম +++++++
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:১৭
সায়েদা সোহেলী বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী
৩১| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:২০
তাসজিদ বলেছেন: আমারা যদি ফুল এর মত পবিত্র হবে পারতাম। ??????????????
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৩
সায়েদা সোহেলী বলেছেন: ফুল সুন্দরের প্রতিক ।এর সাথে পবিত্র অপবিত্র শব্দ কতটুকু যায় জানিনা , তবে মানুষ পবিত্র হয়েই এই জগতে আসে কিন্তু নানা হিংসা , লোভ লালসায়
,নিজের অস্তিত্বের অবমুল্যায়ন করে
পিচ্চি দুইটা কে তাসজিদ?
৩২| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪০
বটবৃক্ষ~ বলেছেন: ওয়াও!! ছবিগুলো এখন দেখা যাচ্ছে!!
ভালোবাসা তোমার জন্যে আপুনি!!
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৯
সায়েদা সোহেলী বলেছেন: :-) আমিও ফিরে এসেছি
কেমন আছ ?
তোমার জন্য অনেক বেশি ভালোবাসা । আমার মেয়ে দুইহাত দিয়ে যতটা বেসি দেখায় ততটা .
৩৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:৪৬
আরমিন বলেছেন: খুবই খুবই সুন্দর! ঐ বেন্চিটাতে খুব বসতে ইচ্ছে করছে, যেখানে সামনে নীল লেক , মাথার উপরে গোলাপী ফুলের ছায়া আর রাস্তার ধারে পায়রাগুলো বাক বাকুম করছে!
২৪ শে জুন, ২০১৩ রাত ৯:১৩
সায়েদা সোহেলী বলেছেন: মোসট ওয়েলকাম এনি টাইম
ওখানে বসে দুরের হাইওয়েতে গাড়ি র ছুটে চলা দেখে মনে হয় , কেন এই ছুটে চলা! !!
৩৪| ২৯ শে জুন, ২০১৩ সকাল ৮:১২
শ্রাবণ জল বলেছেন: শেষের কয়েকটা ছবি দেখা যাচ্ছেনা।
ছবি দেখে মুগ্ধ।
মোবাইলে তোলা বলে মনেই হচ্ছে না।
অনেক সুন্দর, আপু।
০১ লা জুলাই, ২০১৩ রাত ৩:৪৫
সায়েদা সোহেলী বলেছেন: হুম সবগুলোই নাই হয়েছিলো
থ্যাঙ্কস শ্রাবণ , তোমায় মুগ্ধ করতে পেরে ভালো লাগলো
কিন্তু প্রপিকের সুইট মেয়ে টাকে সরালে কেন ? ভালো লাগছিলো ত আপি
ভালো থেকো
৩৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৩
রঙ তুলি ক্যানভাস বলেছেন: কিছু ছবি খুব সম্ভবত গায়েব হয়ে গেছে তারপরো যে কয়টা দেখলাম তাতেই মুগ্ধ!
চেরী ফুল সুন্দর অনেক,আগেও চেরী ব্লসমের ছবি দেখে মুগ্ধ হয়েছি।
শেষের ছবিটার জায়গার নাম কি আপু?
আমার যেতে ইচ্ছে করছে
৩৬| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৯
সায়েদা সোহেলী বলেছেন: চেরি অয়াক , রুসভেলট আইল্যান্ড । হুম জায়গাটা বেশি সুন্দর অনেকেই যেতে চেয়েছে , তবে খুব অল্প সময় এমন থাকে স্প্রিং এ । সর্না গিয়ে ব্যথিত হয়েছে
মন্তব্যে ধন্যবাদ. ওনেক অনেক ভালো থেকো আপি
৩৭| ১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: nice post
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
সায়েদা সোহেলী বলেছেন: Thanks bro
৩৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪
ইফতেখার ভূইয়া বলেছেন: ভালোলাগলো আপনার এই পোস্টটা। কবিতাটাও অসাধারণ হয়েছে। হাত খুলে লিখে যান।
অবাক ব্যাপার হলেও সত্যি, রোজভেল্ট আইল্যান্ডে আমার কখনো ঘুরতে যাওয়া হয়নি। এফ ট্রেনে যাতায়াত করি, কিন্তু কেন যেন হয়ে ওঠে নি।
ফটোগ্রাফীর প্রতি আমারও একটা বিশেষ দূর্বলতা কাজ করে, কিন্তু সময় করে উঠতে পারিনা। আনাড়ী হাতে তোলা আমার কিছু ছবি এখানে পাবেন। সময় করে ঘুরে আসলে খুশি হবো। আপনার তোলা কিছু ছবি দেখে অনুপ্রাণিত হলাম। ভাবছি, এবার স্প্রিং ব্রেকে ঐখানটায় যাবো কিছু ছবি তোলার জন্য।
অনেক ভালো থাকুন।
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩
সায়েদা সোহেলী বলেছেন: আপনার ফটোগ্রাফির প্রতি দুর্বলতা তো প্রশংসনীয়! !!! ছবি ব্লগের অপেক্ষায় রইলাম
।স্প্রিং এ সত্যি মুগ্ধ করে আইল্যান্ডের রুপ , অনুপ্রানিত করতে পেরে ভালো লাগছে । আপনার চোখে দেখা সেই রুপ আমাদের সাথে শেয়ার করতে যেন ভুল না হয়
।স্নোর মধ্যে কখনো যাওয়া হয়নি আমার , শুভ্রতার চাদরে মোড়ানো আইল্যান্ড ও নিশ্চয়ই অপরুপ হবে !!
শুভকামনা
৩৯| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫০
না পারভীন বলেছেন: তুমি কোন কাননের ফুল
কোন গগনের তারা
তোমায় কোথায় দেখেছি ???
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২
সায়েদা সোহেলী বলেছেন: আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম
জানিনা কোন ভুলে তোমার আঁচলে জড়ালাম :!> :!> http://m.youtube.com/watch?v=Xdy8aHcdOIE
৪০| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫
না পারভীন বলেছেন: ফুলের সাথে আমি দেবনা তোমার তুলনা
অলির সাথে আমি দেবনা তোমার তুলনা
তুমি ফুল হতে যদি
ঝরেই পড়ে যেতে
তুমি অলি হতে যদি
দূরেই উড়ে যেতে
এ কথা যেন ভুলনা
তুমি যে তোমারি তুলনা
http://www.youtube.com/watch?v=GGUNy_Rbzd8
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮
সায়েদা সোহেলী বলেছেন: তুমি মিস্টি করে দুস্ট বলো শুনতে ভালো লাগে
http://m.youtube.com/results?q=tumi misti kore dusto bolo&sm=1
৪১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০
সায়েদা সোহেলী বলেছেন: আমি অনেক দুরের ফাগুন হয়েইবেশ ছিলাম ।জানিনা কেন কাছে এসে তোমার মনে ছড়ালাম
৪২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩
না পারভীন বলেছেন: আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম
আহা করুণ গান । আমি এই গান আগে শুনিনি । আপু তোমার এত সুন্দর পোস্ট । অবশ্য আমি আগেও দেখেছি । আজ দেখলাম আশ্চর্য হয়ে এতে আমার কোন কমেন্ট নাই ।
আচ্ছা এত সুন্দর ফুলের মধ্যে থাকার অনুভূতী কেমন বলতো ?
একি সাদা হয়ে যাওয়া কাশ বনের মধ্যে থাকার মতো ?
নাকি বেগুনী হয়ে যাওয়া জারুলের বনে যাওয়ার মত
নাকি আগুন রংগা কৃষ্ণচূড়ায় হারিয়ে যাওয়ার মত
অথবা আদিগন্ত সরিষার হলুদে ডুবে যাওয়ার মত
অথবা বর্ষায় যতদূর চোখ যায় কচুরিপানা ফুলের মত ?
আমি জানিনা । এর বাহিরে আমি কিছুই দেখিনি কখনো ।
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২
সায়েদা সোহেলী বলেছেন: আমি নই আমার ভিতর অই অন্য কেউ কথা
Click This Link
আপি তোমার এই মন্তব্য এর রিপ্লাই পরে দিচ্ছি এক্টু বিজি আছি , উপরের গানটি শুনো
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৪
সায়েদা সোহেলী বলেছেন: আপি তুমিতো অনেক কিছু দেখেছ! ! আমি মফস্বল শহরে বড় হয়েছি কিন্তু শুভ্রকাশ বনে হাটা বা তা ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি । নীল রং এ সেজে সাদা কাশবনে আনমনে ঘুরে বেরানর ইচ্ছে আমার অনেক দিনের !!
কচুরিপানা ফুল আমার অনেক পছন্দের , আরিয়াল খা নদীর ধারে দাড়িয়ে একরাশ সুন্দর ভেসে যাওয়া দেখেছিলাম ছোট বেলাতে একবার , মনে আছে যেখানে বেরাতে গিয়েছিলাম ওই মামা আমার আনন্দ দেখে কতগুলো ফুল কাকে দিয়ে যেন তুলে এনেদিয়েছিলেন আমাকে সারাদিন খেলেছিলাম অনেক আইটেম রান্না করেছিলাম :!>
আগুন কৃষ্ণচূড়ায় পাগল হয়না এমন কেউ কিআে! ! আমার স্কুল যাওয়ার পথে একটা কৃষ্ণচূড়া গাছ ছিলো প্রতিদিন অই পথে যাওয়ার সময় খুব ধীর পায়ে যেতাম
জারুল বন দেখার সুযোগ ও হয়নি আমার
এই ফুলগুলো খুব সুন্দর লাগে সামনা দেখতে । আমার বাসা থেকে মেয়েদের স্কুলে যেতে বেস খানি পথ হাটতে হয় আমাকে কিন্তু স্প্রিং টাইমে যখন ফুলগুলো ফোটে তখন এক্টুও ক্লান্ত লাগে না বরং সারাদিন এর সকল ক্লান্তি ঝুটঝামেলা সব ভুলে যাই মন খারাপ হলেও একাএকা বেড়িয়ে পরি হাটতে । কিন্তু এতো কম সময় থাকে
মাত্র দু সপ্তাহ থেকে একমাস ।
।রুপের ওই প্রদীপ জেলে কি হবে Click This Link
কমেন্ট নেই দেখে মন খারাপের কি আছে! ! আমিও অনেক ভালো ভালো ঘুড়ে আসি ভাবি পরে স্থির হয়ে কমেন্ট করবো কিন্তু বেসিরভাগ ই ভুলে যাই দেখা যায় মে
৪৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬
ইখতামিন বলেছেন:
ফুলগুলো অনেক সুন্দর। ক্যাপসনগুলোও
সবগুলা দেখা হয় নাই। কালকে দেখমু।
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৬
সায়েদা সোহেলী বলেছেন: ধন্যবাদ ইখতামিন সব না দেখেই সুন্দর হয়েছে সব দেখে নিশ্চয়ই খুব সুন্দর হবে
কেমন আছ ভাইয়া? ?
৪৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৭
ইখতামিন বলেছেন:
ছবিগুলো আসলেই অনেক সুন্দর হয়েছে। বুঝাই যায়না যে, এগুলো মোবাইলে তোলা।
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায়
সুখের স্বরগ হইতে নামি।
চারিপাশে মোর উড়িছে কেবল
শুকনো পাতা মলিন ফুলদল
বৃথাই কেন হায় তব আঁখিজল
ছিটাও অবিরল দিবসযামী।
এলে অবেলায় পথিক বেভুল
বিঁধিছে কাঁটা নাহি যবে ফুল
কি দিয়া বরণ করি ও চরণ
নিভিছে জীবন, জীবনস্বামী।।
এই ক্যাপশনগুলোর মাঝের ছবিগুলো একটাও দেখা গেল না
শেষের লাইনের কথাটা একটুও বুঝিনি যদিও। তবুও মনে হয় ওই লাইনে অনেক রহস্য লুকিয়ে আছে।
সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন?
ভালো থাকুন।
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১
সায়েদা সোহেলী বলেছেন: হুম দেখা যাচ্ছে না সামু পচা
।ছোটদের কি অত বুঝতে হয়! !
আমিও ভালো আছি
থাক ছোটদের চিন্তায় রাখতে হয়না ব্রেইন ড্যামেজ হয় , রহস্য উন্মোচিত করা হল Click This Link
৪৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫
ইখতামিন বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৫
সায়েদা সোহেলী বলেছেন:
৪৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
View this link :!> :!> :!>
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫০
সায়েদা সোহেলী বলেছেন: ।
।নাইস প্রপিক এলিয়েন
৪৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রথম কমেন্ট কিন্তু দেখে ফেলেছি। সাবিনা ইয়াসমিন।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৪
সায়েদা সোহেলী বলেছেন: কি কি দেখেছ বলতো? ? Click This Link
৪৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৩
বিপ্লব06 বলেছেন: অসম্ভব সুন্দর এই ছবিগুলো
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৪
সায়েদা সোহেলী বলেছেন: থ্যাঙ্কস বিপ্লব০৬
ফুলগুলো ই আসলে অনেক সুন্দর !!
৪৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫
অবচেতনমন বলেছেন:
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায়
সুখের স্বরগ হইতে নামি।
কে_গো তুমি, ওগো বিদেশীনি
এ_কি_ফুল দাও তুমি, কিছু দেশী ফুল দাও।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১০
সায়েদা সোহেলী বলেছেন: বিদেশে বসে দেশী ফুল কই পাবো! !??
অবচেতনমনে পোস্ট দেখায় ও মন্তব্য এর জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৩ রাত ১১:০০
ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার, বাহ !!
আপনার মোবাইলটা দিয়ে সুন্দর ছবি উঠে, আমাকে দিয়ে দেন ||