![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিগত ২ দশক ধরে কাগজ থাকলে কলম নাই ,কলম থাকলে কাগজ খুজে না পাই , এই ত্রাহি অবস্থা আমার । বাংলায় লিখব বলে আপ্লুত আমি ।কত চিন্তা বিলুপ্ত হয়ে গেছে ,আর খুজে পাইনি ।ব্লগ এবং ব্লগারদের সুভেচ্ছা ।
সপ্তাহিক যায় যায় দিন , এর কথা ভীষণ ভাবে মনে পরছে আজ ,কেননা ১৯৮৫ থেকে ১৯৯০ এর গন আন্দোলনে যার নির্মল সমাজ পরিবরতনের প্রতিনিয়ত ভুমিকা ছিল ,১৯৮৭ তে নুর হোসেনের (স্বৈরাচার নিপাত যাক ,গনতন্র মুক্তি পাক) জীবন দান।দেশ স্বৈরাচার থেকে মুক্ত হয়ে ছিল ।গনতান্ত্রিক প্রক্রিয়ায় একনায়কত্ত থেকে বেরিয়ে এশেছিল। বিশ্ব বেহায়া থেকে পরিত্রান পেয়েছিল।যায় যায় দিনে মাজে সাঝে ছোটো মন্তব্য ,কিছু প্রতিক্রিয়ায়,হাত পাকাতাম ,এখন আর কম্পিউটার যুগে অনেক পিছনে ,হাবুডুবু খাচ্ছি ।(সংসদের শোভা ৩০ সেট অলংকার) শিরোনামে পত্রিকাটি বিলুপ্ত ঘোষণা করে,এরশাদ শাহী । তবুও পতন ধরে রাক্তে পারেনি।আমার তখন টগবগে তরুন সময়,বয়স ২০। আজকের (শাহবাগ প্রজন্ম) যে ,এক দাবি -রাজাকারের ফাঁসি চাই । আমরা বলেছি , এক দফা এক দাবি ,এরশাদ তুই কবে যাবি ? আমরাই জিতেছিলাম ,প্রজন্ম শাহবাগ ও জিতবে। ফাঁসি হবেই রাজাকারদের।আজকের ব্লগ ,যায় যায় দিনের ভুমিকায়,সাহসি আর বুদ্ধিদিপ্ত দের এক জায়গায় জোট করে যাচ্ছে ।জয় ব্লগ।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৯
সাকী শওকত বলেছেন: বাচ্ছার জন্ম হতে লাগে ১০ মাস ১০দিন,আর ব্লগে ৭দিন তো অল্প সময়।নাহয় অপেক্ষায় থাকলাম ,কচ্ছপ দৌড়ে। সেই ধৈর্য পুষেই থাকলাম।