নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যাওয়া আমি তোমাদের প্রিয়জন

দিন ফুরাইল , হরি হরি বল , মানব জনম তো গেলো ফুরাইয়ারে .।.।.।.।.।.।।

সাকী শওকত

বিগত ২ দশক ধরে কাগজ থাকলে কলম নাই ,কলম থাকলে কাগজ খুজে না পাই , এই ত্রাহি অবস্থা আমার । বাংলায় লিখব বলে আপ্লুত আমি ।কত চিন্তা বিলুপ্ত হয়ে গেছে ,আর খুজে পাইনি ।ব্লগ এবং ব্লগারদের সুভেচ্ছা ।

সাকী শওকত › বিস্তারিত পোস্টঃ

প্রজন্মের স্মৃতির ফ্রেম (কবিতা)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

হেলিকপ্টার থেকে নামলেন বঙ্গবন্ধু,শেখ মুজিব ।



১৯৭৪ এর,খরা , দুর্ভিক্ষে ,

বি , বাড়িয়া -খেলার মাঠে ,

বাবার হাত ধরে , দেখতে যাওয়া ।



প্রজন্মের হাত ধরে ,আমি আজ অনেক অতিত ,

বঙ্গবন্ধু ,আজ স্মৃতির আলো ,

দেশ জাগানিয়া,প্রজন্মের দেয়ালে ,

লিখে দিয়েছেন,বাঙ্গালি,আর বাংলাদেশ।

আমার বাবার চল্লিশা গেল ,যেদিন প্রজন্ম চত্বরে-

মানব বন্ধন এলো ,ফাঁসির দাবিতে !

একাত্তর ,নব্বুই ,বিংশতি তের-

তিন জেনারেশন-------

আগুন যে জ্বেলে দিয়েছিল , সে আগুন ,আমার ছোট্ট সিশুর মুখে উচ্চারিত হয়-

ফাঁসি চাই ,ফাঁসি চাই ,কাদের মোল্লার ফাঁসি চাই ।

শ্রেষ্ঠ পুরুষকে ওরা হত্যা করল ,

বাবা নিভৃতে আর বারধক্কে বিদায় নিলেন-

৭৫ এ ,বঙ্গবন্ধুর শোকে ,একটি কাক কে উড়তে দেখিনি ,



বাবা বলতেন ,শেখ সাহেব ,নাম ও নিতেন না মুখে ,

শেখ সাহেবের কালো মোটা চশমা ওয়ালা ছবিটা লুকিয়ে রেখেছিলেন ,

আজ ও সেই চশমার ফ্রেমে শেখ সাহেবের তীক্ষ্ণ চোখে আমি ,আমার বাবা-আমার সন্তান

একক স্বাধীন বাংলাদেশে দেখি ,

রাজাকার মুক্ত বাংলাদেশ দেখি,

দেখি ভোরের ,বুক ভরা বাতাস অনুভবে ।

আমি প্রজন্মের কাছে রেখে গেলাম ,

শেখ মুজিব,মানচিত্র, আর লাল সবুজ পতাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.