নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যাওয়া আমি তোমাদের প্রিয়জন

দিন ফুরাইল , হরি হরি বল , মানব জনম তো গেলো ফুরাইয়ারে .।.।.।.।.।.।।

সাকী শওকত

বিগত ২ দশক ধরে কাগজ থাকলে কলম নাই ,কলম থাকলে কাগজ খুজে না পাই , এই ত্রাহি অবস্থা আমার । বাংলায় লিখব বলে আপ্লুত আমি ।কত চিন্তা বিলুপ্ত হয়ে গেছে ,আর খুজে পাইনি ।ব্লগ এবং ব্লগারদের সুভেচ্ছা ।

সাকী শওকত › বিস্তারিত পোস্টঃ

একটি অবৈধ ভ্রমণ কাহিনী (ডাইরির পাতা থেকে)

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৭

আজ থেকে ২১ বছর আগে আমার নিজের লেখা ডাইরি খানা,ব্লগে সবার জন্য উম্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। ডাইরিটিতে বাংলাদেশ থেকে ইউরপ, ভ্রমনের চ্যালেঞ্জে ,শঙ্কা ,বাধা, দুঃখ , কষ্ট ,রমান্সে,জেলে, এক অনিশ্চিত জীবনের দিনলিপি ।৬ মাসের ডাইরি খানা ,আজ আমার সবচেয়ে প্রিয় সম্পদ।বি ,এ পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলায় এম, এ পরছিলাম।বাবা সরকারি চাকুরী থেকে অবসর নিলেন ।১৯৯০ এর গন আন্দোলন এ উত্তাল বাংলাদেশ ।আমাদের ছোট্ট শহরটি বাংলাদেশের লেবানন নামে খ্যাত হল পত্র পত্রিকায় ।লেখাপড়া ছেঁড়ে অনিশ্চিত ,অবৈধ ,ভ্রমনে ,ঝুঁকিতে বেরিয়ে পরলাম । গন্তব্য জার্মানি ।আগে পিছে জানিনা, সুধু জানি জার্মানি ।আমাকে যেতেই হবে, পাড়ি দিতে হবে,ভিসা বিহিন,এক দেশ থেকে আরেক দেশে ।রোমাঞ্চকর সেই অভিজ্ঞতা ।উদ্দেশ্য ,রথ দেখা,কলা বেচা ।আজ আমি ইউরোপের লাল পাসপোর্ট ধারি। ডাইরি খানা ২১ এর বই মেলায় প্রকাশ করার খুব ইচ্ছে ছিল ।বাংলাদেশ থেকে যাত্রা শুরুর ৬ মাস পর্যন্ত ,প্রতিদিনের রজনামছা।সবাইকে আমন্ত্রন রইল,একটি সত্য, রমাঞ্ছকর, অবৈধ ভ্রমনের সঙ্গি হতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.