নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যাওয়া আমি তোমাদের প্রিয়জন

দিন ফুরাইল , হরি হরি বল , মানব জনম তো গেলো ফুরাইয়ারে .।.।.।.।.।.।।

সাকী শওকত

বিগত ২ দশক ধরে কাগজ থাকলে কলম নাই ,কলম থাকলে কাগজ খুজে না পাই , এই ত্রাহি অবস্থা আমার । বাংলায় লিখব বলে আপ্লুত আমি ।কত চিন্তা বিলুপ্ত হয়ে গেছে ,আর খুজে পাইনি ।ব্লগ এবং ব্লগারদের সুভেচ্ছা ।

সাকী শওকত › বিস্তারিত পোস্টঃ

আস্তিক নাস্তিককে মূল হচ্ছে (জ্ঞান)

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৬

নাস্তিক, শব্দটিতে আমি অন্য রকমের গন্ধ খুজিয়া পাই ।নাস্তিক বলিয়া কোন শব্দ দুনিয়াতে আছে ,আমার বিশ্বাস হয় না। কোন বিষয়ে দ্বিমত পোষণ করাকে নাস্তিক্য বলিয়া হেস্ত নেস্ত করাকে কি বলে? আস্তিক হোক ,আর নাস্তিক হোক, দুজনের ই একটা বিশ্বাস ।কেউ রাতকে , কেউ দিনকে বিশ্বাস করে ।রাত্রির পর দিনের শুরু। রাত এবং দিন পাশাপাশি চলে। এটা একটি দ্বন্দ্ব প্রক্রিয়ায় আবর্তিত হচ্ছে। বিশ্ব জগত ,এই দ্বন্দ্ব এর মাধ্যমে,প্রতিটি বস্তু, বিষয়কে ,একে অপরের পাশাপাশি ভর করে চলছে। যেমন, দিন -রাত্রি , আলো - অন্ধকার , ভালো - মন্দ , সত্য - মিথ্যা , আস্তিক - নাস্তিক । এটা হোচ্ছে জ্ঞান ।আর জ্ঞান ই বাঁচাতে পারে মানুষকে এবং বিবেককে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.