নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যাওয়া আমি তোমাদের প্রিয়জন

দিন ফুরাইল , হরি হরি বল , মানব জনম তো গেলো ফুরাইয়ারে .।.।.।.।.।.।।

সাকী শওকত

বিগত ২ দশক ধরে কাগজ থাকলে কলম নাই ,কলম থাকলে কাগজ খুজে না পাই , এই ত্রাহি অবস্থা আমার । বাংলায় লিখব বলে আপ্লুত আমি ।কত চিন্তা বিলুপ্ত হয়ে গেছে ,আর খুজে পাইনি ।ব্লগ এবং ব্লগারদের সুভেচ্ছা ।

সাকী শওকত › বিস্তারিত পোস্টঃ

ক্রিটিক এর শেষ নাই বাংলাদেশ কে নিয়ে

০৩ রা জুন, ২০১৩ সকাল ৭:৫২

রাকেশ / আমার কাজের কলিগ ,আবার কাজের প্রতিষ্ঠানের মালিকের ছেলে। বয়সে আমার অনেক ছোট , তবে অনেক ঠাট্টা ,মজা, আর দুষ্টামি ,অহরহ কাজের মাঝে হয়,চলে বা চলতে থাকে। আজ ১লা জুন ।রাকেশ এসেই বলল , দেখ দেখ,আজকের পত্রিকাতে কি লিখেছে? আমি ভাবলাম ওর ফাজলামো, অনেক কিছুই সে মজা করে থাকে। দেখো বাংলাদেশের নিউজ ।আমি বললাম , কই? সে পত্রিকাটি আমার সামনে এনে ধরল, এই দেখ?পত্রিকার প্রথম পাতায়, হেড লাইন-নাযমা(১৫) ।নাযমা নামের এক কিশোরীর ছবি , কপালে কাল টিপ ।সে একজন গার্মেন্টস কর্মী ।বাংলাদেশের পোশাক শিল্পকে যারা পৃথিবীর কাছে পরিচিতি দিয়েছে।lordag-OFTENPOSTEN পত্রিকাটি এভাবেই হেড লাইনে লিখেছে OSLO,NORWAY. থেকে। ঘণ্টায় ১ করোনার ও নীচে যাদের বেতন ,অর্থাৎ ঘণ্টায় ১৩ টাকার ও কম । সারাদিনে ৩বার কাজের মাঝে শুধু তিনবার বাথরুম যেতে পারে ।বিষয় গুলো যতটুকু মানবিক, তার চাইতে বাস্তবিক আমাদের জীবন ছিত্র। বেঁচে থাকার জন্য মানুষকে কতকিছু করতে হয় , ভুক্তভুগিরাই জানে ।আমার দেশের মানুশ দুবেলা খেয়ে পরে বাঁচতে চায় । এটাই তার সুখ , এটাই তার আন্নন্দ।হাত পাতার দিন পেরিয়ে, এখনকার বাংলাদেশ করে খায়। এটুকুই আমাদের অরজন।এই অর্জনেও ক্রিটিক এর শেষ নেই । একে বন্যা, সাইক্লোনে , বিপর্যস্ত ,গরিব এই দেশটি এখন আবার গার্মেন্টস মহামারিতে আক্রান্ত। অথচ গত গ্রীষ্মে OSLO-peace house এর সামনে F35 জঙ্গি বিমানের প্রদর্শনী হয় ।জনগণের জন্য প্রদর্শনী উন্মুক্ত রাখা হয়। ক্রমে ৫২ টি এফ৩৫ বিমান নরওয়ে তে আসবে। অথচ এর একটি বিমানের ক্রয় খরছে ,বাংলাদেশের প্রতিটি গার্মেন্টস এর যাবতীয় নিরাপত্তা পেতে পারে ।শুধু ক্রিটিক করে নয় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.