নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মুক্ত মনের লেখক। আমার যা ভালোলাগে আমি তাই লেখার চেষ্টা করি।

শেখ সাকিবুল ইসলাম

আসসালামু আলাইকুম, আমি সাকিব। আমি একজন ব্লগার ও ইউটিউবার। আশাকরি আমার লেখা আপনাদের ভাল লাগবে।

শেখ সাকিবুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

একজন মহিলা ও বেঁজি

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৮

একজন মহিলার একটি পোষা বেঁজি ছিল।
বেঁজিটি খুব বিশ্বস্ত ছিলো।
একদিন মহিলাটি তার শিশুকে বেঁজিটির
তত্বাবধানে রেখে বাইরে গেল।
মহিলাটি বাসা থেকে বের হওয়ার কিছুক্ষন
পর একটি কিং কোবরা সাপ বাসায় ঢুকলো।
শিশুটি সাপ দেখে ভয়ে কাঁদতে লাগলো।
বেঁজিটি সাপটির উপর ঝাপিয়ে পড়লো ।
অনেকক্ষন লড়াই করার পর সাপটি মারা গেল । বেঁজিটি রক্তাক্ত মুখ নিয়ে বাসার গেটের সামনে মহিলাটির জন্য অপেক্ষা করতে লাগলো।
যখন মহিলাটি বাসায় আসলো তখন
বেজিটিকে রক্তাক্ত অবস্হায় দেখতে পেল।
মহিলাটি ভাবলো বেঁজিটি হয়তো তার শিশুকে কামড়িয়েছে।
তিনি একটি পানির পাত্র দিয়ে আঘাত
করে বেঁজিটিকে মেরে ফেললো ।
কিন্তু তিনি যখন ভিতরে প্রবেশ করলেন
তখন দেখতে পেলেন ,শিশুটির পাঁশে একটি মৃত
কিং কোবরা সাপ পড়ে আছে।
তখন তিনি ভূল বুঝতে পারলেন।
কিন্তু এতোক্ষনে যা হবার হয়ে গেছে।
মৃত বেঁজিটির জন্য চোখের পানি ফেলা ছাড়া
তার কিছুই করার ছিল না ।

কি শিখলাম: যেকোন কিছু করার আগে একবার ভেবে নিন, আপনি যা করছেন তা কি সঠিক?
নচেৎ পরবর্তীতে অনুশোচনা ছাড়া আপনার
আর কিছুই করার থাকবেনা...

(অনলাইন হতে সংগৃহীত)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৬

তারেক_মাহমুদ বলেছেন: শিক্ষণীয় গল্পটি তুলে ধরার জন্য ধন্যাবাদ, আপনার জন্য শুভ কামনা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৩

শেখ সাকিবুল ইসলাম বলেছেন: আপনাদের অনুপ্রেরণা ই আমার লেখার আগ্রহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.