নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মুক্ত মনের লেখক। আমার যা ভালোলাগে আমি তাই লেখার চেষ্টা করি।

শেখ সাকিবুল ইসলাম

আসসালামু আলাইকুম, আমি সাকিব। আমি একজন ব্লগার ও ইউটিউবার। আশাকরি আমার লেখা আপনাদের ভাল লাগবে।

শেখ সাকিবুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

একটি সিরিয়ান বাচ্চা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮

সিরিয়ার ঘৌওতায় গত কয়েক বছরের ভেতর ভয়ংকরতম হামলা হয়েছে। এই হামলায় নিহত হয় কমপক্ষে ৫০০ জন। ইস্টার্ন ঘৌওতা এক মৃতের নগরীতে পরিণত হয়েছে। সেখানে এমনই অবস্থা যে এম্বুলেন্স চলাচলও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

সাধারণ মানুষ হত্যার এমন নজিরবিহীন উদাহরণ পৃথিবীতে আর কোথাও নেই। ক্লোরিন গ্যাস দিয়ে সেখানে মানুষ মারা হচ্ছে। ফলত নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাচ্ছে অসংখ্য মানুষ। বাতাস দূষিত হয়ে গেছে। ক্লোরিন গ্যাসের রেশ কাটতেও অনেক সময় লাগবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই ভয়াবহতায় ইতোমধ্যেই নিহত হয়েছে অসংখ্য নারী ও শিশু। ইস্টার্ন ঘৌওতায় ৩ লাখ ৯৩ হাজার বেসামরিক মানুষ এখনো আটকে আছে।

এমতবস্থায় সারাবিশ্বের মিডিয়ায় একটি ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যুদ্ধ কতটা ভয়ংকর আর হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা করতে পারে এই ছবিটি না দেখলে তা বিশ্বাসই করা যেত না।

ছবিটিতে দেখা যায়, একটি সিরিয়ান বাচ্চা মেয়ে আরেকটি শিশুর মুখে অক্সিজেন মাস্ক ধরে আছে। গ্যাস এটাকের ফলে তারা দুজন অস্থায়ী হাসপাতালে এসেছে।

অনেকেই মাস্ক ধরে রাখা মেয়েটিকে বড় বোন এবং যার মুখে মাস্ক ধরা আছে তাকে ছোটবোন ভাবছেন। এবং বড় বোনটি মৃত বলেও ধরে নেয়া হচ্ছে।

ধারণা করা হচ্ছে মাত্র একটি অক্সিজেন মাস্ক থাকায় বড় বোন তার অনুজকে বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করেন। এএফপির ফটোসাংবাদিকের তোলা এই ছবিটি সারাবিশ্বের মানুষকে কাঁদিয়েছে।

তবে যুদ্ধের ভয়াবহতার এমন ছবির ব্যাখা যা-ই হোক না এটিই এখন সারাবিশ্বের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের নানা প্রান্তে এই ছবিটি মানুষকে কাঁদিয়েছে।
তথ্য সুত্র http://www.somoynews.tv/pages/details/103705

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.