নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মুক্ত মনের লেখক। আমার যা ভালোলাগে আমি তাই লেখার চেষ্টা করি।

শেখ সাকিবুল ইসলাম

আসসালামু আলাইকুম, আমি সাকিব। আমি একজন ব্লগার ও ইউটিউবার। আশাকরি আমার লেখা আপনাদের ভাল লাগবে।

শেখ সাকিবুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সিলেটের ভুত

১৪ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৫৫

শেখ সাকিবুল ইসলাম,
একবার সিলেটে জাওয়ার খুব ইচ্ছে হল। সিলেটের কথা মাথায় আসতেই ফোন দিলাম বন্ধু আদনানকে। বললাম আমি সিলেটে আসছি। রাত ১১ টার সময় বাসে উঠলাম সায়েদাবাদ থেকে। সেদিন বেশি জাম ছিলোনা। রাতের যাত্রা আমার ভাল লাগে কারন জাম থাকেনা এক টানে গাড়ি চলে আর ঠান্ডা বাতাস পাওয়া যায়। আমি ছাতক বাস কাউন্টার পাড় হয়ে সামনের একটা ব্রিজে নেমে পড়ি। রাস্তাটা একদম ফাকা। কোন মানুষ নেই। রাতের অন্ধকার। খুব ভয়ের পরিবেশ। একটু হেটে সামনে যেতেই দেখলাম ব্রেক বিল্ডিং লেখা একটা বাড়ি। দুরের থেকে মনে হলো কেউ আসছে। কাছে আস্তে দেখলাম আদনান। বললাম এত রাতে আমার জন্য এখানে অপেক্ষা করছিলেন? উনি হেসে বললেন আমিতো এখানেই থাকি। এরপর কথা না বাড়িয়ে বললাম চলেন বাড়ি যাই ঘুমাবো। উনি আমাকে একটি মেঠো পথ ধরে নিয়ে যাচ্ছিলেন। পথে দুটি কবর দেখিয়ে বললাম কার কবর। উনি বললেন কোন ভাল মানুষের। আসে পাশে অন্ধকারের মধ্যে গাছ আর খেত গুলোকে দেখতে সুন্দর লাগছিলো। আমরা বাসায় যখন পৌছাই তখন ফজরের আজান দেয়। আমি অজু করে নামাজ আদায় করে ঘুমিয়ে পড়লাম আদনান ভাইয়ের পাসে। সকালে ঘুম ভাঙ্গে ফোনের আওয়াজে। দেখলাম আদনান কল করেছে। ফোন ধরতেই উনি বললেন আমিতো বাস কাউন্টারে আপনি কই। আমি বললাম, আমিতো আপনার বাসায় আমাকে না জাগিয়ে আপনি ওখানে গেলেন কেন? উনি অবাক হয়ে বললেন আপনি আমার বাসায় মানে, কখন গেলেন? আমি বললাম ফজরের একটু আগে। উনি জবাব দিলেন ফজরের আগেতো আমি আসি নাই। আমি এইবার একটু ভয়পেয়ে গেলাম। বললাম যে আমি বাস কাউন্টারে আসছি। খুব ধ্রুত বসাথেকে বাহির হয়ে পুকুরের পাস দিয়ে মেইন রোড়ে উঠলাম। একটা বেটারি চালিত অটোরিকশা করে ছাতক বাস কাউন্টার গেলাম। ওখানে আদনান আমাকে দেখে জিজ্ঞেস করে কোথা থেকে আসলেন? চালক জবাব দিলো সুনামগঞ্জ। উনি বললেন ওই জায়গাটা ভালোনা। আমি ভোর রাতের ঘটনা পুরোটা বললাম। উনি সবকিছু শুনে আমাকে আয়তুল কুরসি পড়ে ফু দিলেন। যদিও সেদিন আমরা অনেক জায়গা ঘুরেছি তারপরেও মনের থেকে ভয় কাটেনি। এখনো ওই দিনের কথা মনে হলে ভয় লাগে।
কাল্পনিক ছোট গল্প।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.