![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হুদা একজন পাবলিক ভাই! আমারে নিয়া লিখার মত কিছু পাইলাম না।
সবাই চলে গ্যাসে। শুধু আমি আর জিয়া ভাই বসে বসে Day End করতেসি। ছোটবেলা থেকে দেখে আসলাম আমরা যতই বাইরে থাকতে চাই... দিন শেষ হয়ে যায়। শালার ব্যাংকে এসে দেখলাম Day End করতে করতে সন্ধ্যা পার হয়ে যায় ..... তবু DAY আর END হয়না।
তো যাই হোক। ডিজিটাল দিনলিপির প্রথম পাতায় খোঁচাখুচি শুরু তো করলাম। কিন্তু আসে দিন মনে হয় যায় দিনের মতো ভালো হবে না। কারণ আমার বরাবরি একটা বদভ্যাস...
বড়ই ঠোঁটকাটা আমি। নিজের স্বল্পজ্ঞানে যতটুকু সত্য বলে মনে হয় ফটাফট বলে ফেলি।
# তাই অনেকেরই অপ্রিয়পাত্র হবার সমূহ সম্ভাবনা নিয়েই শুরু করলাম। তবে ভালো লাগতেসে... কারণ মাঝখানে অনেকদিন ডায়েরী লিখা বন্ধ হয়ে গিয়েছিলো। এই ব্লগের বদৌলতে অন্তত পুরোপুরি রোবট হওয়া থেকে তো বাঁচলাম।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭
ভবগুরে ছেলেটা বলেছেন: হুমমম... শোন তুই আমার জন্য মাঝে মাঝে মুড আসলে কিছু গান লিখে দিস। যেমন ইচ্ছা, যা খুশি তা নিয়ে... যেকোন মুডের।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
সময়একাত্তর বলেছেন: বলে ফেল যা খুশি। তর্ক-বিতর্ক হবে, সমালোচনা হবে, প্রশংসাও হবে। যা কিছু হোক একটু খানি লেখালেখির সুযোগ ফিরে পেয়েছি এই ঢের বেশি।