![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হুদা একজন পাবলিক ভাই! আমারে নিয়া লিখার মত কিছু পাইলাম না।
টিভি খুব একটা দেখা হয়না। কালে ভদ্রে কখনো ইচ্ছে হলে সপ্তাহান্তে একবার বসি। তো গত পরশু বসছিলাম। আম্মা হিন্দী চ্যানেল B4U দেখছিলেন। দেখলাম পরপর পাঁচটা গান। পাঁচটাই দেখলাম পার্টি সং। চমেৎকার (!) dress up, full of apeal. তার মধ্যে চারটাই আবার কলেজ স্টুডেন্টের দৈনিক জীবন নিয়ে সদ্য নির্মিত কিছু ছবির গান। ভাবখানা এমন যে, কলেজ মানেই মিনিস্কার্ট, অবাধ periodicaly interchangable প্রেম, রাতে হুইস্কি বার, ক্লাব ড্যান্স, পার্টি-শার্টি...আর অবসরে একটু পরীক্ষার হলের scene। আমি কিছু বললাম না। আপুই পাশ থেকে বলল, "ওরা যে social life টা সবাইকে এভাবে ছড়িয়ে দিচ্ছে তার জন্যে যে social security আর law inforcement টা দরকার সেটাতো ওরা দিচ্ছে না। "
আমি শুধু ভাবলাম, হায়রে নারীকূল। আসল গলদটা আমার বোনের চোখে পড়লেও তোদের চোখে পড়লোনা। খালি পোলাদের raising-এই প্রশ্ন তুলে গেলি। আরেহ কোন বাপ-মাই পোলারে mentaly sick করে বড় করেনা। যার ভেতর যা থাকে সেটা অন্যভাবে হলেও প্রকাশ পায়। ঠিক করতে হবে আইন শৃংখলার কঠোর প্রয়োগ যেন psyco গুলা এভাবে পথে ঘাটে যা খুশি করতে না পারে।
©somewhere in net ltd.