![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হুদা একজন পাবলিক ভাই! আমারে নিয়া লিখার মত কিছু পাইলাম না।
আমার অফিসে একজন বয়স্ক মানুষ আছেন যার অনেক পুরাতন ধ্যান ধারনা আমি বিশ্বাস করিনা, চুপ চাপ সরে যাই। কিন্তু উনি সদর্পে বলে যান। গতকাল উনি অন্যদের বুঝাচ্ছিলেন,
"বুঝলেন? সবাই গদির জন্যি দৌড়ায়। এতো বছর খালি বিচার কামই চালাইসে... আর ক্ষমতার শেষকালে এসে রায় দেয়ার ধুম পড়সে, না? আজ যদি জামায়াত বিএনপি রে ছাড়ি দেয় দ্যাখেন কালই চুনোপুটি দুইটারে ফাঁসি আর দুইটারে যাবজ্জীবন দিয়া বিচার কার্য স্থগিত ঘোষনা দিব। হু হু...চুল দাড়ি তো এম্নে পাকেনাই। দেখসি বহুত এমন। ফাঁসি দিসে কোন্টারে দেখসেন? যেটারে পাওয়া যাইবোনা। আর যাব্জজীবন? বছর পাচেক পরই রাষ্ট্রপতি কোন এক ঈদের দিন এইগুলারে সাধারন ক্ষমা করি দিবো। তারপর এইগুলাও বাইর হইয়া স্বাক্ষী গুলারে ধমকাইবো, গুম করবো। "
......
আরও বেশ কিছু কথা বলছিলেন এই বৃদ্ধ, কেন যেন ঊনার কথাগুলা ফেলে দিতে পারছিলাম না, কথাগুলোর মধ্যে কিছু Fact ছিল।
আজ বুঝলাম ভয়টা ভুল ছিলোনা।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
সাদা রং- বলেছেন: মরুব্বিদের কথা বাসি হলে ফলে কিন্তু এ কথা বাসি হয় নাই।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬
ভবগুরে ছেলেটা বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাহ !