![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হুদা একজন পাবলিক ভাই! আমারে নিয়া লিখার মত কিছু পাইলাম না।
আজ অনেক কিছু লিখতে ইচ্ছে করছে। কতটুকু পারবো জানিনা। ইদানিং খুব ক্লান্ত থাকি।
অফিসে AGM স্যারের কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেসিলো। বুঝলাম উনি কট্টর BNP পন্থী, কিন্তু উনার বয়স তো ৫০ এর কাছাকাছি! উনি যদি গোঁয়ারের মত বলে বসেন, "আচ্ছা কাদের মোল্লা যে খুন করসে এটার চাক্ষুস কোন স্বাক্ষী আছে?" মেজাজটা খারাপ হয় না?
মুক্তিযোদ্ধাদের চাকুরীর মেয়াদ বাড়ানোর ব্যাপারেও উনার ঠাট্টা মশকরা শুনি প্রায়ই। যারা বলে পাকিস্তান আমল ভালো ছিলো তারা কি এই চার্টটি দেখেন নাই?
গত কয়েকদিন আগে ঊনি আমারে বলতেসিলেন,
"আচ্ছা ফাহিম, এই যে ধরো তোমরা যে প্রেসক্লাবে যাচ্ছো... এটাতো হয়ে যাচ্ছে যে, জাতির লুঙ্গী নাই কিন্তু মাথার কাপড় নিয়ে আন্দোলন করতেসে। আরও যে কত কত খুন হইসে এইগুলা নিয়ে দাবী করবা না?"
আমি বললাম, "এটাতো আসলে শার্ট প্যান্টের চেয়েও ভিতরের কাপড়। সবার আগে তো স্যার এটাই পরা উচিৎ ছিল।"
হালার পরসি এমন অফিসে সিনিয়র কয়েকটা কট্টর বিএনপি আর আমরা জুনিয়র আমরা প্রগতিবাদী। কিসসু কইতেও চিন্তা হয়, যদি আবার নাখোশ হয়? তাইলে ত প্রোমশনের চিন্তা আগামী ৭-৮ বছরের জন্যে মাথা থেকে ঝাইরা ফেলতে হবে। কিন্তু মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। অন্যরা বুঝায় শুনায় কয় এক কান দিয়ে উনাদের কথা ঢুকায়ে অন্য কান দিয়ে বের করে দিতে আর চুপচাপ থাকতে। কয়দিন চুপ থাকতে পারবো জানিনা।
আমার খুব ইচ্ছা স্যার রে একদিন বলি,
"স্যার যদি বেয়াদপি না নেন একটা ইচ্ছার কথা বলি। ...
আমার খুব ইচ্ছা আপনার ক্লাস টেনে পড়া মেয়েটাকে একদিন তুলে নিয়ে কিছু ডাইলখোর সাইকোর হাতে দিয়ে আসি। আমি ওরে ছুঁয়েও দেখবোনা দিব্যি করে বলতেসি। পরদিন যদি ওর ধর্ষিত লাশ পান তাহলে আমারে মাফ করতে পারবেন তো স্যার? আমি কিন্তু তখন বলবো আমি অরে কিচ্ছু করিনাই। কেউ দেখেনাই আমারে খুন করতে। আপনিই বলেন স্যার ... কেউ আমারে দেখবে খুন করতে?
কারন আমি তো খুন করিই নাই! আমি তো নির্দোষ!!!
তাই না স্যার?"
-----------------♠-----------------
এদেশের মানুষের সমস্যা যা মনে হল , এরা খুবই আত্মকেন্দ্রিক। নিজেরটা ঠিক থাকলে এদের আর কোন চিন্তা নাই। শুধু যাদের স্বজন হারাইসে তারাই রাজাকারের নৃশংসতা দেখলো... বাকীরা কী অবলীলায় জানোয়ার গুলোকে সাধারন মানুষের কাতারে দাঁড় করায় দিলো !
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
ভবগুরে ছেলেটা বলেছেন:
থাক ভাই। লাগবোনা। পরে ঝামেলা আরও বাড়বো।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮
অজানাবন্ধু বলেছেন: আপনি একানা ভাইজান আপনার, আমার মত আরও অনেকে আছে এই অবস্হায়।
আমার অফিসে গতকাল ৪টায় সবাইকে দাড়িয়ে নিরবতা পালন করতে বল্লাম ৩মিনিটের জন্য, এক সহকর্মী বলে কিনা এটা শরীয়ত বিরোধী ইসলামে নাকি এর অনুমতি নাই।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৭
ভবগুরে ছেলেটা বলেছেন: দাঁড়িয়ে নীরবতা পালন করার অনুমতি ইসলামে নেই???
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
রিগান১২৩ বলেছেন: আপনার স্যার একজন আত্মকেন্দ্রিক গোঁয়ার সেটাই বোধয় ঠিক | অপরাধী রাজাকার সর্বদাই অপরাধী | সে কোন দলের তা বিবেচ্য বিষয় না | সত্য স্বীকার করতে আমাদের অনেকেই কুন্ঠিত হই | রাজাকারের দাবি নিয়ে শাহবাগ যাই ঠিকই কিন্তু নিজ দলের রাজাকারের কথা এড়িয়ে যাই/স্বীকার করি না কারন কেও বিনপি আবার কেও আওয়ামী লিগ সমর্থক | এই মানসিকতা অন্তরে রেখে কি আমরা রাজাকারের বিচার চাইছি না দলীয় স্বার্থ হাসিল করতে চাইছি ? দল মত নির্বিশেষে রাজাকারের তালিকা প্রস্তুত করুক শাহ বাগের বিপ্লবীরা তার পর সব রাজাকারের ফাঁসির দাবি তুলব আমরা | তালিকা প্রস্তুত করাই হোক আমাদের প্রথম কাজ |
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০
ভবগুরে ছেলেটা বলেছেন: ঠিক কইসেন ভাই। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান। কোন দলের হয়ে চিন্তা করা আমার ধাঁতে সয়নাই কখনো... সইবেও না। আমাদের দেশের সরকারী দল, বিরোধী দল সবাই হতে হবে স্বাধীন বাংলার চেতনাধারী।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২
মোঃ ওমর শরীফ বলেছেন: চাকরি ছেড়ে দেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪১
ভবগুরে ছেলেটা বলেছেন: এইটা ছাড়লে খামু কি ভাই? বড়ই ফকির দশা!
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১
ইমরান খান সবুজ বলেছেন: আপনার স্যার যে তার বাপেরই ছেলে এটার কোন চাক্ষুস প্রমান তার কাছে আছে?
সে কি তার বাবাকে তার মাকে ুদতে দেখেছিল?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৩
ভবগুরে ছেলেটা বলেছেন: ছি ছি ভাই... কি কন? :#> :>
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪
সময়একাত্তর বলেছেন: দোস্ত তোর এজিএমের মতো ফ্যানাটিক ধার্মিকদের কারণেই আজ আমাদের এই অবস্থা। আজ রাজীবকে জবাই করে হত্যা করা হয়। মনটা খুব খারাপ। তোর লেখা ভালো লেগেছে। বিশেষ করে তোর প্রতিজবাব।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
পথহারা সৈকত বলেছেন: আপনার স্যারের নাম্বারটা দিন একটা ঝাড়ি দেব।
[ বি:দ্র:আমি একজন Sr.AGM ]