নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিকশাও তেল খায়...আর মানুষ তো মানুষই

চাঁপাডাঙার চান্দু

অ আ ক খ গ

চাঁপাডাঙার চান্দু › বিস্তারিত পোস্টঃ

অসাধারণ কিছু ঈদের গানের সাথে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা :)

১৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:২৭

ব্যস্ততার জন্য অনেক দিন ধরেই নতুন কোন পোষ্ট দিতে পারছি না। ঈদ উপলক্ষে ইচ্ছা ছিল, কিন্তু আর হয়ে উঠেনি। আগামীকাল আমার এইখানে ঈদ। বাবা-মা'কে ছাড়া চতুর্থ ঈদ পালন করছি, মনটা বেশ খারাপ। তবুও মজা করার চেষ্টা করছি, অত্র অঞ্চলের শ্রেষ্ঠ বাবুর্চি হিসেবে বিশাল রান্নার দায়িত্ব চেপেছে কাঁধে। :P

সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ব্লগের সকল শত্রু-মিত্রের সাথে ভার্চুয়াল কোলাকুলি করে নিলাম; সবার ঈদ আনন্দময় হয়ে উঠুক।

আর ঈদ উপলক্ষে কিছু ঈদের গানের ইউটিউব ভিডিও শেয়ার করলাম, গানগুলো বেশ সুন্দর; আশা রাখি সবার ভালো লাগবে :)





১। মনে হয়না খুব বেশী জন এই গানটা শুনছেন। ব্যতিক্রমী কম্পোজিশনে ঈদের একটি অসাধারণ গান।

I Wanted To Tell You (Eid Mubarak)







২। জাইন ভিখা'র অপূর্ব এই গান, মনের মাঝে অদ্ভুত একটা আনন্দ আসে এই গানটা শুনলে। এটাই মনে হয় আসল ঈদের আমেজ। :)







৩। সামি ইউসুফের 'This is the day of eid'







৪। ঘরোয়া পরিবেশে ঈদ উদযাপন নিয়ে একটি সুন্দর, সাধারণ আরবি গান







৫। পৃথিবীর শ্রেষ্ঠ ঈদের গান। ঈদের আগের দিন চান রাতে এই গান না শুনলে তার অর্ধেক ঈদই মাটি। :)







মন্তব্য ৩৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:২৮

ডিজিটাল পল্লী বন্ধু বলেছেন: আপনাকেও ঈদ মোবারক !:#P !:#P !:#P
গান সুন্দর +

১৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:০৩

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ঈদ মোবারক !:#P !:#P :)

প্রথম দুটি গান মিস করবেন না :P

২| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:৩৭

ঘুমকাতুর বলেছেন: ঈদ মোবারক !:#P !:#P !:#P

১৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:০৭

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ঈদ মোবারক !:#P !:#P

৩| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:৪০

দেশের_কথা বলেছেন: জাইন ভিখা'র গানটা আসলেই অপূর্ব । সবাইকে ঈদ মুবারক।

১৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:১৮

চাঁপাডাঙার চান্দু বলেছেন: প্রথমটা শুনছেন??

ঈদ মোবারক :)

৪| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:৫৭

বলদ বাবা বলেছেন: ২ নম্বরটা আগেই শুনছি। দারুণ একটা গান। আর প্রথমটা মাত্র শুনলাম, এইটাও অনেক সুন্দর। ঈদ নিয়া যে এইরকম গানও হইতে পারে, ভাবতেই পারি নাই :)

১৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:২৭

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ধন্যবাদ ভাই, ঈদ মোবারক :)

৫| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:০৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপাতত প্লাস ও ঈদ মোবারক নেন চান্দু ভাই! :)

১৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:২৯

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ঈদ মোবারক :(

পরে আর কি কি দেন, অপেক্ষায় রইলাম।

৬| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:১৫

হাদী নয়ন বলেছেন: আপনাকেও ঈদ মোবারক,আগামীকাল আমার এখানেও ঈদ।আপনি কোথায় আছেন?
গান গুলো চমৎকার হয়েছে।

১৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:২০

চাঁপাডাঙার চান্দু বলেছেন: আমি জার্মানি আছি ভাই, আপনি কোথায় আছেন??

গানগুলো শোনার জন্য ধন্যবাদ।
আবারও ঈদ মোবারক :)

৭| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: প্রিয়তে নিলাম। ঈদ মুবারাক।

১৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৫

চাঁপাডাঙার চান্দু বলেছেন: এইরে, আমার এই পোষ্ট স্বর্ণা আপুর প্রিয় বক্সে!! এইটা তো পুরাই ফাঁকিবাজি পোষ্ট দিছি :#>

আপনার জন্যও ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল, ঈদ মোবারক !:#P !:#P !:#P

৮| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:২৬

দেশের_কথা বলেছেন: শোনছি। নিউ স্টাইল ! ;)

১৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪১

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ধইন্যা আপনারে :) । ক্রিসমাসের জিঙ্গেল বেলের মত আমাদেরও একটা বস টাইপের গান দরকার, সারা দুনিয়ায় বাজানোর জন্য।

৯| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৪

এটি এএমডি এর নতুন ফিউশন ট্রিনিটি প্রসেসর বলেছেন: ঈদ মোবারক !:#P !:#P !:#P

১৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:৫১

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ঈদ মোবারক !:#P !:#P !:#P

১০| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:২২

চাচু বলেছেন: প্লাস ও ঈদ মোবারক নেন চান্দু ভাই! !:#P !:#P !:#P

১১| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৩

কামরুল হাসান শািহ বলেছেন: প্রথম দুইটা শুনছি
ভালো লাগছে

অনেক দিন পর চান্দুর পোষ্ট, ভালো কিছু আশা করছিলাম /:) /:) /:)


ঈদ মোবারক !:#P !:#P !:#P

১২| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৯

নোমান নমি বলেছেন: ঈদ মুবারক। নেট স্লো একটাও শুনলাম না। :(

১৩| ১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:২৭

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ভালো লাগা রইলো ব্রো :)

ঈদের শুভেচ্ছা আপনাকেও!!

১৪| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:২৮

নিশাচর ভবঘুরে বলেছেন: জানু, ঈদ মোবারক ;)

১৫| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫১

মুনসী১৬১২ বলেছেন: ঈদ মুবারক

১৬| ২০ শে আগস্ট, ২০১২ রাত ১:০৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: +++++

১৭| ২০ শে আগস্ট, ২০১২ রাত ২:০৭

রাহি বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল চান্দু ভ্রাতা।

১৮| ২০ শে আগস্ট, ২০১২ রাত ২:০৯

নাফিজ মুনতাসির বলেছেন: ঈদ মোবারক :)

১৯| ২০ শে আগস্ট, ২০১২ ভোর ৫:১৬

রবি_জল বলেছেন: কি মিয়া ঈদে কী কী খাইলেন?

২০| ২১ শে আগস্ট, ২০১২ রাত ১:৩০

হাদী নয়ন বলেছেন: আমি লন্ডন আছি।

২১| ২১ শে আগস্ট, ২০১২ রাত ২:৫৪

ডজ বলেছেন:

ঈদ মোবারক। আপনার প্রতি মঙ্গল কামনা রইলো আজকের এই বিশেষ দিনে। ভালো থাকবেন।

২২| ২২ শে আগস্ট, ২০১২ সকাল ৭:১০

সাদা-কালো বলেছেন: ভাইজানেরে ঈদ মুবারাক। তয় একটা গানও শুনতে পারিনাই। সারবার নট ফাউন্ড X( X( X( X(

২২ শে আগস্ট, ২০১২ সকাল ৭:২২

চাঁপাডাঙার চান্দু বলেছেন: এইখানে যেই লিঙ্কগুলা দেওয়া হইছে, সেগুলো ইংল্যান্ড, সাইপ্রাস, ইটালি এবং আমেরিকা থেকে শুনতে পারছে। কপি রাইটের কারণে অনেক সময় এক গান অন্য দেশে শুনতে পারে না, কিন্তু সার্ভারে সমস্যা নিজের কারণেই হয়।

২৩| ২২ শে আগস্ট, ২০১২ সকাল ৭:৩১

সাদা-কালো বলেছেন: ঠিক ঠিক। এখন আসতেছে ;) ;) ;)

২৪| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ৩:২৯

এপেইন বলেছেন: ++++++

২৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৩

শেখ আমিনুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু সুন্দর এই গানগুলো শেয়ার করার জন্য। কুরবানীর ঈদের আগাম শুভেচ্ছা :)

২৬| ০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

শিপন মোল্লা বলেছেন:

চান্দু ভাই ঈদের শুভেচ্ছা। আপনার গান গুলি অনেক সুন্দর। কিন্ত আমার কাছে কেন যেন মনে হয় এই গানটিই ঈদের পৃথিবীর শ্রেষ্ঠ গান। এই গান না শুনলে মনে হয় ঈদই আসে নাই।

২৭| ০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

নারনিয়া বলেছেন: ভালো লাগলো গান গুলো, প্রথম গানটা এই প্রথম শুনলাম :)

২৮| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২১

মনিরা সুলতানা বলেছেন: ঈদ মোবারক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.