![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ধর্মানুভূতি আহত হয়েছে। তাড়াতাড়ি ব্যাবস্থা নিন।
-বলেন কী? কখন, কোথায়, কিভাবে আহত করল?
আমার বাসার পাশের মাঠে মাহফিল হচ্ছে সেখানে।
-এত বড় সাহস! মাহফিলের মাঠে গিয়া কটূক্তি করে। হারামজাদারে ধোলাই দেন নাই?
কিভাবে দেব? এত লোকজন।
-দলবল নিয়া আসছে! মাহফিলে লোক বেশি হয় নাই?
আরে মাহফিলের লোকদের কথাই তো বলছি। সবাই তো কটূক্তি খুব উপভোগ করল।এর মধ্যে কিভাবে প্রতিবাদ করি? এইজন্যই তো থানায় ছুটে এসেছি।
-অ্যাঁ, কটূক্তি কে করছে? কী নিয়া করছে?
মাহফিলের হুজুরই তো কটূক্তি করেছে। আমার ধর্ম নিয়ে।
-আপনার নাম কী?
পবন চন্দ্র দাস
-এই এরে হাজতে ভর।
আমার হাজতে ভরবেন কেন? আমি কী করলাম!
-শান্তিপূর্ণ ধর্মসভা ও ধর্মীয় নেতা নিয়ে কটূক্তি করার অভিযোগে আপনাকে ৫৭ ধারায় গ্রেফতার করা হল।
সাকিব
©somewhere in net ltd.