নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ ও মা কে রাখিব সদা দালাল মুক্ত

::::::::::দেশ ও মা কে রাখিব সদা দালাল মুক্ত::::::::::

সাকি বিল্লাহ্

দেশ ও মা কে রাখিব সদা দালাল মুক্ত

সাকি বিল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

ইভ টিজিং বিরোধী কবিতাঃ "ফাঁসি"

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৪

ফাঁসি



-------সাকি বিল্লাহ্



কি কারন কি জানি কি হল

মনের গহীনে অভিশম্পাত ঝরিল

দূর মেঘের গর্জনে

আত্মাহুতি দিল হৃদয় বিসর্জনে

কেন এ ভোগান্তি কেন বিরহ

বুকের আগুন মিটাল তাই আত্মাহুতি সহ

রাতের বেলায়, নিঝুম রাতের বেলায় তাই

কমলা করে তার জীবন উৎসর্গ কেন ?

কেহ জানে নাই ।



কি কারন কেন ফাঁসিরে আসন দিলো

কেহ জানে না তবে অভাগীর বিবেক মানিল

ফাঁসি হয়ে ঝুলে ছিলে কমলা

সহজ সরলা গ্রাম্য মেয়ে এক চঞ্চলা

রাতের নিভূতে যখন সব ঘুমে

জেগেছিলে বিদায় দিতে এই ধরনী সমে

হাতে নিয়েছিলে লম্বা দড়ি

গলে পড়বে বলে

মৃত্যুর দুয়ারে দাড়ায়ে মন কি

কাঁপিল দুর্বলে?



গলায় পড়বে বলে জানি কত অপেক্ষা

কেন এই অভিমান আসলে কিসের অভীক্ষা

ফাঁসির সিংহাসনে তাই কমলা

কমলা গ্রামের মেয়ে সহজ সরলা

ফাঁসি,ফাঁসি, চোখে তার ঘৃনার হাসি

কিসের সে ব্যথা, আর অপমানের রাশি

কিসের সে ক্ষোভ ? না জানি

কেন এ ফাঁসি ?

না মানি ।



হাতের দড়ি সাথে লয়ে তাই

হাটিছে কমলা নীরব রাতে সেই

স্কুলের পাশে বিশাল বটবৃক্ষের কাছে

কমলা হাতে দড়ি, থামিল নীচে

কাঁদিল কমলা, কাঁদিল ভুবন আর

কাঁদিল ঝিঁঝিঁ পোকারা

চোখের পানি শুন্য করে কাঁদিল সব মেঘেরা

হেরিল বাতাস বৃটবৃক্ষের পাতায় মৃত্যুর সমন

শুনশান নীরবতায় হল ছন্দপতন



লক্ষ্মী পেঁচা হুতোম বারণ করেছিল বুঝি

বাদুড়েরা ছিল কাল স্বাক্ষী কমলার ফাঁসি

ঝটপট গাছে উঠি পড়ি

শক্ত করে বেধেঁছে দড়ি

কমলা বুঝি বিদায় নিতে রাজি

কেন এই ফাঁসি, কেন জীবন বাজি

পাতার শব্দে যোগ হল নতুন শব্দ

ধস্তাধস্তি আর নিশ্বাসের শত অব্দ

কতকাল এভাবে কমলা জানে না

ঝুলে ছিল বটডালে

বিদায় নিল কমলা সেই রাতে

যেতে হবে না আর স্কুলে



মা ডাকিছে, বাবা ডাকিছে, চোখ নাহি মেলে

কমলা সবেরে অন্ধ করে দূরে গেল সরে চলে

কি জানি কেন ফাঁসি দিল সে জানতে

পারলাম পরে

রাস্তার ধারে বখাটেদের অতীব অত্যাচারে ।



স্কুলে যেতে হতো তাকে উপদ্রব শুনে শুনে

রাস্তার ধারে মানুষ গুলো মজা দেখে সর্বক্ষণে

বখাটেরা তাই সাহস যোগাল দিনে দিনে

কমলা কে করিল বধ্ আদিমতা বিধানে

কেহ না জানিল কি করিল ক্ষতি সাধন

কমলা সহজ সরলা দান করিল নিজ জীবন

কি কারন ফাঁসি, সবে জানিল ক্ষণে

বখাটেরা কি পাবে শাস্তি সমনে

ধূর্ত সমাজ ধ্বংস করে সব সাদামন

শাসকের আসনে বসায়ে তোরে করেছি জাতিরে অপমান



কমলার ঋণ শোধরানো গেছে

বখাটেদের শাস্তি হয়েছে

কিন্তু হাজার কমলা যারা এই সমাজে আছে

তাদের সবার ঋণ কি শুধরানো গেছে

যদি তা না হয়

তবে কিসের এত ভয়

হাতটি তোমার কলমের জোড়

তুলে নাও তোল সমুদ্রসম ঝড় ।।



-------'কাব্যরেণু'- কাব্য গ্রন্থ হতে ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭

সায়লা মাহিন বলেছেন: ফাটাফাটি কবিতা বস ! :-B :-B :-B

০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৪৭

সাকি বিল্লাহ্ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.