![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাকিব শাহরিয়ার। যেহেতু পৃথিবীর বুকে নিজের অস্তিত্ব অনুভব করি সেহেতু আমি একজন মানুষ। তবে বিবেকের কাঠ গড়ায় দাড়ালে কতটা হতে পেরেছি তা বলতে পারি না। তবুও আমি একজন মানুষ বা মানুষ হওয়ার প্রত্যাশায় তপস্যা রত এক সত্তা বলে নিজেকে পরিচয় করিয়ে দিতেই বেশি সম্মান বোধ করি।
যেদিন নিভে যাবে
আকাশের সব তারা
সূয্য হয়ে যাবে
জ্যুতি হারা
যেদিন চাঁদের স্বর্গীয় আলো
পৌছাবে না মর্তের মাটিতে
মিটমিট করে হয়ত জ্বলবেনা
এ প্রদ্বীপটা ও শীতল পাটিতে।
যেদিন ফুরিয়ে যাবে
মম চোখের সব আলো
আলোক উজ্বল এ পৃথিবী
হয়ে যাবে আধার কালো।
যেদিন নিভে যাবে
এ মহাবিশ্বের সব আলো
নিভে যাবে এ টেবিলের
গলন্ত মোমবাতিটা ও
যেদিন আধারে হারিয়ে যাবে
এ অনন্ত মহাকাল
নিশিথ রাতের এক ফুটা
স্বপ্নের মত মনে হবে এ ইহকাল
দীর্ঘ থেকে দীর্ঘতর হবে
অমাবস্যার নিশি
সেদিনও আত্মা থেকে বিস্মৃত হবে না
তোমার টোল পড়া হাসি।
সাকিব শাহরিয়ার
০২.০৮.২০১১
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৪
সাকিব শাহরিয়ার বলেছেন: আমার তো আগের মতই ভালো লাগছে। ধন্যবাদ পরামর্শ দেয়ার জন্য......।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৫৫
আনজির বলেছেন: যেদিন নিভে যাবে
এ মহাবিশ্বের সব আলো
নিভে যাবে এ টেবিলের
গলন্ত মোমবাতিটা ও
@ মোমবাতিটা আগে আর মহাবিশ্ব পরে আনলে কেমন হয়?
কবিতা ভাল লাগলো।