নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হিসেবে আমার নিজস্ব মতামত আমি সবার হতে নিকৃষ্ট ...

"জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে..একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গ্তায় ডুবেছি"-(শঙ্খনীল কারাগার)হুমায়ূন আহমেদ

সাকিন উল আলম ইভান

অন্ধকারের আলো দূর করাই হোক আমাদের দায়িত্ ফেবুতে আমি -https://www.facebook.com/sakinul.alamevan আমার একান্ত ভুবন -http://sakinsust.blogspot.com

সাকিন উল আলম ইভান › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের রিলেশন শিপ স্ট্যাটাস এর সেকাল একাল সেই সাথে কিছু আধুনিক রিলেশন শিপ স্ট্যাটাস সমগ্র)B-)B-)(একটি রিলেশন শিপ স্ট্যাটাস কালেকশন মূলক পোষ্ট)

১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৪২

রিলেশন শিপ স্ট্যাটাস :-*:-*:-*সে যেন এক শিয়াল এর কাছে নাগাল না পাওয়া এক থোকা টক আঙ্গুর কিংবা বন্ধুর কাছে টাকা ধার নেয়া ডুমুরের ফুল । এই স্ট্যাটাস চেঞ্জ করবে বলে ডিজুস যুগের ছেলে পেলে রা সারাদিন হা করে চ্যাট বক্স ওপেন করে বসে থাকে , কোন সুন্দর প্র পিক ওলা ললনা র অপেক্ষায় ।যেই আসবে ওমনি আগে থেকে ওত পেতে থাকা বোয়াল মাছের মত যেন গুপ করে খেয়ে ফেলার চ্যাট বক্সে নক করবে

হাই কিংবা হেললল ও ও ও ও !!!!!!!



এরপর তো আর কি লুলামির শুরু .....



এই বিষয় নিয়ে আমি আজ তেমন কিছুই বলছি না কারন এই ব্যাপারে আমার অনেক জ্ঞাতি গুরুজন অনেক মতবাদ সুত্র কিংবা সংজ্ঞা দিয়ে গেছেন সেরকম একটা কালজয়ী মতবাদ বা অনুসিধান্ত এর কথা এখন খুব মনে পড়ছে.......



##ছেলে মেয়েকে রাস্তায় হাটু গেড়ে প্রপোজ করলো হাতে একগুচ্ছ গোলাপ ফুল উইল ইউ মেরি মি B:-/ B:-/ B:-/



মেয়ে কিছুক্ষন চুপ অতপর হাস্যজ্বোল মুখ দর্শন করে হ্যা বলল B-)B-)



এটা শুনা মাত্র ছেলের বাসার দিকে দৌড় :-*:-*

মেয়ে অবাক হয়ে বলবে কি ব্যাপার কোথায় চললে X((X((



ছেলে বলল কেনো আমার ফেসবুকের রিলেশন শিপ স্ট্যাটাস চেঞ্জ করতে .....সবাইকে জানাতে হবে না ;);)

তবে এরপর সেই রিলেশনশিপ স্ট্যাটাস কি আদৌ চেঞ্জ হয়েছিল কিনা কিংবা কালের আবর্তে ওই ছেলের ওই ফেইসবুক আইডি র বা অস্তিস্ত ছিল না সেই ব্যাপারে অবশ্য এই ছাক্কুর জানা নেই ।B-)B-)



তবে এটা জানা আছে ফেসবুকে রিলেশন শিপ স্ট্যাটাস এ ইন এ রিলেশনশিপ মানেই বুকের পুরোটা জুড়েই হাহাকার এর বদলে দখিনা বাতাসে একটু খানি নয় অনেক খানি দোলা । দেশের আবাল-বৃদ্ধ-বনিতা যে সকাল বিকাল কয় গ্যালন চোখের পানি নাকের পানি এই সিঙ্গেল রিলেশন শিপ স্ট্যাটাস দেখে ফেলে ......... সেই খবর ও কিন্তু কোন বিসিএস বা ভর্তি পরীক্ষায় আসে না তবে আসলে সংখ্যা টা যেন তেন হত না এটা আমি নিশ্চিত :D:D



তাহলে এখন দেখে নেই কালের সাথে কাধ মিলিয়ে যুগের পেরিয়ে এখন এই রিলেশন শিপ স্ট্যাটাস এর দৌড় কোথায় গিয়েছে



এখন মানুষ আর মানুষ এর সঙ্গ পেতে চায় না হয়তো ,কিংবা মানুষ তাদের করে রেখেছে অতৃপ্ত তাই হয়তো আমরা দেখি



অনেকেই হয়তো এখন রিলেশন শিপ করে কোলবালিশের সাথে:P:P

একেবারে হাতে নাতে ধরা.........আমাদের আলিম আল রাজি

এছাড়া আরো নানা রকম রিলেশন শিপ হতে পারে ........



**দুর্যোধন ইজ ইন এ রিলেশন শিপ উইথ কারিনা (চাম্মাক চালো ভার্সন):D:D

**পাকাচুল ..............................পাকনাবুড়ি;);)

**অতৃপ্ত প্রেতাত্মা ......................তৃপ্ত প্রেতাত্মা (তবে এই তৃপ্ততা কি তাকে পেয়েই নাকি তা এখন বলা যায় না):-/:-/

**জাহাজী পোলা ............................জাহাজী পোলার বউ(একেবারে শরীয়ত সম্মত):):)

এই গেল কিছু ব্লগার এর কথা



এছাড়া রাজনীতির ময়দানে আরো কত কি



হাসিনা ফিচারিং খালেদা ইন এ রিলেশন শিপ উইথ কুদ্দুস ফিচারিং রহমত B-)B-)



সাহারা ................আফ্রিকান লায়ন :P:P:-*:-/:-*



আবুল .................. আঠাওলা গদি (পুরাই ফেভিকল এর আঠা দিয়ে লাগানো)***



তবে ইদানিং অনেক আইডিতেই দেখা যায় নিজেদের মাঝেই রিলেশন এটা কি প্যাশ্চাতীয় ইহুদী নাসারা দের ষড়যন্ত্র নাকি অন্য কিছু কে জানে ,তারাই নিজেই নিজকামী হয়তো :P:P



আমার চারপাশে আরো মজার কিছু পেলাম



**শ্যাওড়া গাছের পেত্নী ইন এ রিলেশন শিপ উইথ শালবনের মামদো ভুত:|:|

**একলা একজন ......................দোকলা দুইজন (তিন জনে কি কাম কে জানে ):D:D



এরকম আরো অনেকের ই আশে পাশে আছে পেলে জানাবেন , এখানে আপডেট করে দিব। কমেন্টে আপডেট জানান









*** আবুলের আইডিয়া টা সচলের হিমু ভাই ও আরিফ জেবতিক ভাই ফেবু স্ট্যাটাস থেকে পাওয়া



মন্তব্য ১৩৪ টি রেটিং +২১/-০

মন্তব্য (১৩৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৫০

বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: আমার রিলেশন শিপ স্ট্যাটাস কি হওয়া উচিৎ? B:-/

পুত্তুম পিলাচ দিলাম ;)

১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:০১

সাকিন উল আলম ইভান বলেছেন: আপনার টা হওয়া উচিত খুব সম্ভব শুদ্ধ পরিশীলত সুশিল মানবী যদিও তা আজকালের যুগে অপ্রতুল হা হা হা কি বলেন কেমন হল B-) B-) B-) B-)) B-))

২| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৫৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আঁতে গা লাগাইনা পোস্ট.. :(

১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১৫

সাকিন উল আলম ইভান বলেছেন: ভাই আমিও আপসেট থেইক্কা লেখতে বসছি এইটা ,এখন দেখি সবাই মজা পাইতাসে ............ B-) B-)

৩| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৫৬

আলিম আল রাজি বলেছেন: আমি আর আমার বউ সুখে আছি :D

১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৩২

সাকিন উল আলম ইভান বলেছেন: আহারে এই না হলে জামাই , তা ভাবী রে নিয়ে একদিন বাসায় এসো না হয় ,কেমন এমনিতেই তো বেচারিকে শান্তি দেও না তাই না :-P :-P B:-/ B:-/

৪| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৫৭

অণুজীব বলেছেন: ছেলে বলল কেনো আমার ফেসবুকের রিলেশন শিপ স্ট্যাটাস চেঞ্জ করতে .....সবাইকে জানাতে হবে না ;);)

১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৩৯

সাকিন উল আলম ইভান বলেছেন: হা তাইতো হয় :-B :-B :-B

৫| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৫৯

ত্রিনিত্রি বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ পৃথিবীতে নাকি দুইটা প্রজাতি, এক মানুষ, আরেকটা বিবাহিত। :P :P :P :P :P :P :P :P

খেক খেক খেক। রাজীর স্ট্যাটাস্টা আগে খেয়াল করিনাই। মজা পাইলাম। এখন তো আমারো স্ট্যাটাস চেঞ্জ করতে মুঞ্চায়!!! :P :P :P :P

১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৫২

সাকিন উল আলম ইভান বলেছেন: তোমার টা কি দিবা সেটা নিয়াই চিন্তায় আছি আপু ,ব্যাফুক চিন্তার ইমু দেয়া হইবেক :-< :-< :-< :-< |-) |-) |-) |-)

১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০২

সাকিন উল আলম ইভান বলেছেন: হুম পেয়েছি তোমার সাথে হবে আধাপাগল ত্রিনিত্রি :#) :#)

৬| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:০২

মিঠাপুর বলেছেন: সাহারা ................আফ্রিকান লায়ান =p~ =p~ =p~ =p~

পান্ডার মালিশ

১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০৯

সাকিন উল আলম ইভান বলেছেন: আমি যা ভেবে লিখসি আপনি কি তা ভেবে লিখসেন ???? :P :P :P
হা হা হা :-B :-B

আর পান্ডার মালিশ এর মাজেজা টা কি কন তো??? :#> :#> :#>

৭| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:০৩

ৈজয় বলেছেন: ভাল কইছুইন। পিলাস।

১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২২

সাকিন উল আলম ইভান বলেছেন: হা হা হা তাই নাকি , তা আপনার আশে পাশে এরকম কোন রিলেশন শিপ আছে নাকি ?? বলেন তো?? B-)) B-))

৮| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:০৫

কি নাম দিব বলেছেন: =p~ =p~ =p~

তুই না ইন এ রিলেশনশিপ উইথ এলসিডি মনিটর :P

১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৩৫

সাকিন উল আলম ইভান বলেছেন: :-P :-P :-

আমার ইজ্জতের ফালুদা না করলে কি তোর শান্তি হয় না :(( :(( :((

ইন এ রিলেশনশিপ উইথ এলসিডি মনিটর

শেষ পর্যন্ত যন্ত্রগামী ??? B:-) B:-) B:-)

১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৪১

সাকিন উল আলম ইভান বলেছেন: তোর রিলেশন শিপ হইবো সবজান্তা নামক এর সাথে :-* :-* :-*

৯| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:০৮

নিশাত রহমান বলেছেন: ইভানের রিলেশনশিপ স্ট্যাটাসটা জানি কি দেখেছিলাম.....ও হ্যাঁ, ইন এ রিলশনশিপ উইথ 'ইভানা' !!! :P

১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৫৯

সাকিন উল আলম ইভান বলেছেন: হয় নাইক্কা উপরে কিনাদি র টা দেখ ,এই কিনা আমার বোইন ওরে আমার কি হবে রে ............... :(( :(( :(( :(( :((


তবে যাই হোক ইভানা কইসোস ;);)
অন্তত :P :P

১০| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১১

জানালার বাইরে বলেছেন: ণুজীব বলেছেন: ছেলে বলল কেনো আমার ফেসবুকের রিলেশন শিপ স্ট্যাটাস চেঞ্জ করতে .....সবাইকে জানাতে হবে :D :D B-)

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১২:২০

সাকিন উল আলম ইভান বলেছেন: জানালার বাইরে বলেছেন: ণুজীব বলেছেন: ছেলে বলল কেনো আমার ফেসবুকের রিলেশন শিপ স্ট্যাটাস চেঞ্জ করতে .....সবাইকে জানাতে হবে ;) ;) ;


লেখক বলেছেন এখন তো তাই হয় তাই না ??? :P :P :P

১১| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১৩

১১স্টার বলেছেন: মজা আর মজা। আমার স্ট্যাটাস কি দেওয়া যায় ভাবতেছি :|

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১২:৩২

সাকিন উল আলম ইভান বলেছেন: হা হা আপনে আমার এখন কার কারেন্ট টা দিতে পারেন

ইজ হ্যাপিলি ম্যারিড উইথ বার্মিজ লুঙ্গি :P :P :P :P

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১২:৪১

সাকিন উল আলম ইভান বলেছেন: আপনার জন্য ফেয়ারি কুইন ই এনাফ খালি তো স্টার এর মাঝেই থাকেন ;)

১২| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১৫

ফয়সাল তূর্য বলেছেন: হেহেহেহে!! =p~ =p~

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১২:৪৭

সাকিন উল আলম ইভান বলেছেন: খিকজ !! রাজির পুরা সামুলিক্স করে দেয়া হইয়াছে :P :P =p~ =p~

১৩| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৩০

চশমখোর বলেছেন: Mojak pailam. Amr ta ki hobe jante munchay B-)

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১২:৫৬

সাকিন উল আলম ইভান বলেছেন: আরে চশম ভাই আসেন কেমন ???


আপনারে আর কি কমু আপনার রিলেশন শিপ স্ট্যাটাস তো হাইড করা নিশ্চয় ই চক্কর চলতাসে B-) B-) #:-S #:-S

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১:০০

সাকিন উল আলম ইভান বলেছেন: ইয়াহু পাইসি। লজ্জাবতী কন্যা ।খুব মানাইবো ........ :!> :!>

১৪| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৪১

বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: "শুদ্ধ পরিশীলত সুশিল মানবী" ইহা বহু আগেই পৃথিবী নামক গ্রহ হতে বিলুপ্ত হইয়া গিয়াছে :-& কি করা যায়? #:-S

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১:১৫

সাকিন উল আলম ইভান বলেছেন: হায় হায় তাহলে আপনি মানবী দ্যা ওইম্যান নামক মুভি বানাইতে গিয়া প্রেমিকা খুজবার পারেন ,দেখেন পাইতে ও পারেন মনে হয় :P :P :P

১৫| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৪২

কাউসার রুশো বলেছেন: সাহারা ................আফ্রিকান লায়ন
=p~ =p~ =p~ =p~

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১:১৯

সাকিন উল আলম ইভান বলেছেন: এই ব্যাপারে ঝাতি শুধু ইশারায় চলিবে ,কারণ এসব এর জন্য ইশারাই কাফি ............ ;) ;) ;)


যাক আপনি আবার পান্ডার তেল এর কথা বলেন নাই ,সেই বিখ্যাত ....... =p~ =p~ =p~

১৬| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৪৫

মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: হা হা হা , অছাম :D চরম , :D জটিল , :) হাসতেই আছি :) প্লাস

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১:৩১

সাকিন উল আলম ইভান বলেছেন: হে হে হে তাই নাকি ???

আপনার টা আর কইলাম না , নাকি কমু নাকি অল্প সল্প কন তো ??? B:-) B:-) B-)) B-))

১৭| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৪৮

হেমায়েতপুরী বলেছেন: রিলেশনশীপ :(( :(( :((

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১:৪১

সাকিন উল আলম ইভান বলেছেন: ভাই কান্দেন কেন ??? আপনার আবার কি হল ??? :(

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১:৪৪

সাকিন উল আলম ইভান বলেছেন: এটা কে পাগলা ভাই নাতো ???? প্র পিক আর স্টাইল দেখে মনে হয় ।??? #:-S #:-S #:-S 8-| 8-|

১৮| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৫৪

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: হা হা !! মজা !!

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ২:০৬

সাকিন উল আলম ইভান বলেছেন: মজা মানে নিজে লেখেই অনেক ক্ষন হাসলাম !!! B-) B-) B-)) B-))

১৯| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৫৪

মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: in a deep relationship with his mobile , pc , and his modem B-) B-))

১৮ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:৫৫

সাকিন উল আলম ইভান বলেছেন: এহ হে কইয়া দিমু নাকি ???
সারাদিন তাগো লগেই ডেটিং চলে তাই না ??? B-) B-) B-) B-)

২০| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০৯

মাহমুদা সোনিয়া বলেছেন: shei kobe theke single hoiya boisa asi.. :( :( btw, aita ki sakkur autobiography naki ;) ;)

১৮ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৪৬

সাকিন উল আলম ইভান বলেছেন: কবে যে কেউ বই এর ফাকে অরিজিনাল মোবাইল নং রেখে যাবে B:-) B:-) #:-S #:-S

২১| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১১

দূর্যোধন বলেছেন: বিশেষ সূত্রে জানা গেছে ইভানের এককালের কুতকুত খেলার সঙ্গি ইভা রহমান ইভানের সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছেন বলে ইভান এখন শোকে পাগলপ্রায়।
তবে পুরনো প্রেমের মর্যাদা রাখতে উনি 'ছাক্কু' নামের পরিবর্তে ইভা রহমানের সাথে নাম মিলেয়ে এখন ইভান নাম নিয়েই সুখী হতে চান ;) ;) ;)

১৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৫

সাকিন উল আলম ইভান বলেছেন: আমার নামে এই কু কথা আ কথা বাইর করনের লাইজ্ঞা আপনারে কইসসা মাইনাস ।।দুর্যোধন দা ...........

এইটা হবে না ,আমি মানি না.............. :(( :(( :(( :(( :(( :((

ইভা আমার খালার বয়সী ................. :(( :(( X( X( X(

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৮:০৯

সাকিন উল আলম ইভান বলেছেন: খাড়ান ডেটিং পোষ্ট এ এর প্রতিশোধ নেয়া হপে ...........;););)

২২| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১৩

চাটিকিয়াং রুমান বলেছেন: মজাদার পোষ্ট। মজিত হইলাম। =p~ =p~

আপনার রিলেশন-শিপ স্ট্যাটাস কি ভ্রাতা? :P

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৮:২২

সাকিন উল আলম ইভান বলেছেন: তাই নাকি ভাই,??

আপনার জন্য আমার পার্সোনাল ব্লগের কমেন্ট অপশন ওপেন করলাম ,এখন থেকে কমেন্ট করতে পারবেন :)


আমার টা হাইড করা ,সব ই লোকচক্ষুর অন্তরালে B:-/ B:-/ B:-/

২৩| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১৬

অন্ধকারের রাজপুত্র বলেছেন: ভ্রাতা ! আমার রিলেশনশীপ স্ট্যাটাস কি হবে ?? 8-| :-B

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৪৪

সাকিন উল আলম ইভান বলেছেন: আপনার টা কেমন হবে ???
হুম পাতালপুরের রাজকন্যা ;);) কেমন লাগলো??? :-B :-B

২৪| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২৩

সরলতা বলেছেন: বুকের ভেতর হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস! :|

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৫৩

সাকিন উল আলম ইভান বলেছেন: কি হয়েছে আপু ??? মন খারাপ কেনো ??? :| :|

২৫| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২৪

রিয়েল ডেমোন বলেছেন: B-)) B-)) B-))

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৯:২১

সাকিন উল আলম ইভান বলেছেন: আপনার টা কমু নাকি চিন্তা করতেসি .......... B-)) B-)) B-)) B-))

২৬| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২৭

নীরব 009 বলেছেন: স্ট্যাটাস চেঞ্জ করতে মুঞ্চায়। আর কতো দিন কমু ... সিঙ্গেল ??? :(



ছাক্কু পিলাচ দিলাম রে :((

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৩৭

সাকিন উল আলম ইভান বলেছেন: কইরা ফালান নীরব দা ইন এ রিলেশন শিপ উইথ রোদেলা পু ,মানা করসে কে ??

হা হা হা :-P :-P B-)) B-)) B-))

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৩৪

সাকিন উল আলম ইভান বলেছেন: পিলাচ এর লাইজ্ঞা বেফুক ধইন্না লন :-B :-B :-B B-)) B-))

২৭| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২৭

ফিউশন ফাইভ বলেছেন:
পৃথিবী এন্ড পানি আর ইন এ ক্লোজ রিলেশনশিপ।

জীবন ইজ নাও ফ্রেন্ড উইথ মানুষ

আদম এন্ড হাওয়া আর ইন এ রিলেশনলিপ।

ইবলিশ শয়তান লাইক দিস...

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৫১

সাকিন উল আলম ইভান বলেছেন: ভাইয়া নেক্সট রস আলো তে এরকম কিছু থাকবে নাকি ??? মনে হয় এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছেন ??
;);)



আচ্ছা লাটভিয়ার ব্যাপার টা কি বলবেন নাকি ???

২৮| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২৮

অতৃপ্ত প্রেতাত্মা বলেছেন: এ হে হে করসেন কি ??? আপনার টা কি তা ও জানতে মনছায়??? =p~ =p~ =p~ :P :P

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০৬

সাকিন উল আলম ইভান বলেছেন: আমার টা তো এই আর কি ,ইন এ রিলেশন শিপ উইথ বার্মিজ লুঙ্গি .......... B-)) B-)) B-))

২৯| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
রিলেশনশিপ স্ট্যাটাস চেইঞ্জ করার মন চাই।
কিন্তু কারে রিকোয়েস্ট দেই?

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১৫

সাকিন উল আলম ইভান বলেছেন: হায় হায় আসলেই ঝাতির নিকট প্রশ্ন কারে দিবেন ??? :(:(

রাজীর মতো নিজেই একটা বানাইয়া ফেলান :-B :-B :-B

৩০| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১২:১১

বেঈমান আমি বলেছেন: বেয়াপক গবেষনা হইছে দেকি?তা ভাইডি আমার স্টাটাস কি চোখে পড়ে না?চশমা টা লাগায়া দেইখেন। X(( X(( X(( X(( X(( X((

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২৫

সাকিন উল আলম ইভান বলেছেন: চশমা টা খুজেই পাচ্ছি না ভাইয়া ,পেলে দেখে দিবো নে ............হা হা হা হা

আপনার টা কি ঝানতে পারি ??? :#) :#) :#)

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২৭

সাকিন উল আলম ইভান বলেছেন: চশমা টা খুজেই পাচ্ছি না ভাইয়া ,পেলে দেখে দিবো নে ............হা হা হা হা

আপনার টা কি ঝানতে পারি ??? :#) :#) :#)

৩১| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১:০৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: গবেষনা প্রশংসার দাবী রাখে ।

আমারটা একটু বলে দেন না ভাই

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৩৪

সাকিন উল আলম ইভান বলেছেন: তাই নাকি ভাইয়া । এই গবেষনা তো সামান্য মাত্র ,ভালো থাকবেন ।

৩২| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১:১৭

বেঈমান আমি বলেছেন: মোশাম্মত কোলবালিশ বেগম। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৫২

সাকিন উল আলম ইভান বলেছেন: রাজি মিয়া আসলেই পাজি দেখি .............

শেষ পর্যন্ত কোলবালিশ এর মত নিরীহ প্রাণির সাথে ??? :P :P =p~ =p~ =p~

৩৩| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১:১৭

নিশাত রহমান বলেছেন: আমি ইভানার কথা কইলাম, আর এইডা দেখি আমারে কিনাদির পোস্টু দেখায়। :@ তাও ভাল আমি মানুষ বলসি, যন্ত্রর বলি নাই। :P বিয়া খামু, IVANA কে ধরে আনা হউক। ;)

১৯ শে অক্টোবর, ২০১১ রাত ১২:০০

সাকিন উল আলম ইভান বলেছেন: হ এইডা ঠিক যন্ত্রর লগে তো আর পার্সোনাল টাইম কাটান যাইবো না , ;););)

মানুষ ই লাগবো ..........


এখন ইভানা কই পামু ???
:(( :(( :(( :((

ফেবু থেইক্কা খুইজ্জা আন কইলাম :!> :!> :!>

৩৪| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১:৪৭

কি নাম দিব বলেছেন: সবজান্তা নামক !! ইডা আবার কিরাম নাম?? :|| :||

যাকগে,... উনার ফেবু আইডিটা... :!> :#>


:P :P

১৯ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৫৭

সাকিন উল আলম ইভান বলেছেন: ধুর নাম টা আমার ই পছন্দ হয় নাই । যাউজ্ঞা তোর জন্য যেন তেন জামাই খুজলে তো হবে না ,আফটার অল আমার জ্ঞাতি বোন বলে কথা B:-/ B:-/ B:-/

আমি খুজ দ্যা হান্ট করতেসি ,আশা করি তোর জন্মদিনের আগেই গিফট হিসেবে দিতে পারুম হে হে হে :P :P :P

৩৫| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ২:০৯

নিশাচর ভবঘুরে বলেছেন: আমারটা কি হবে? :P :P :P
এখুনি ট্রাই দিচ্ছি। :P :P

১৯ শে অক্টোবর, ২০১১ রাত ১:১২

সাকিন উল আলম ইভান বলেছেন: কাক এর বন্ধু কোকিল এর কথা মনে পড়ছে তবে আমার পছন্দ কিন্তু ময়ুরী (এই নাম কারো সাথে মিলে গেলে আমি দায়ী নই)

আজই জিমে ভর্তি হয় ১৫০ + কেজি কম কথা না কিন্তু =p~ =p~ =p~

৩৬| ১৮ ই অক্টোবর, ২০১১ ভোর ৬:২১

অধরা নীল বলেছেন:
ব্যাপুক মজা পাইলাম......

B-)) B-)) B-))

১৯ শে অক্টোবর, ২০১১ রাত ১:১৮

সাকিন উল আলম ইভান বলেছেন: ব্যাফুক মজা দিতে পারায় আপনারে ধইন্না পাতা ভাই । B-)) B-)) B-))

৩৭| ১৮ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:০৪

কামরুল হাসান শািহ বলেছেন: :#) :#)

১৯ শে অক্টোবর, ২০১১ রাত ১:২৮

সাকিন উল আলম ইভান বলেছেন: B:-) B:-) B-)) B-))

৩৮| ১৮ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:০৯

নষ্ট কবি বলেছেন: ফিউশন ফাইভ বলেছেন:
পৃথিবী এন্ড পানি আর ইন এ ক্লোজ রিলেশনশিপ।

জীবন ইজ নাও ফ্রেন্ড উইথ মানুষ।

আদম এন্ড হাওয়া আর ইন এ রিলেশনলিপ।

ইবলিশ শয়তান লাইক দিস



=p~ =p~ =p~

১৯ শে অক্টোবর, ২০১১ রাত ১:৩৩

সাকিন উল আলম ইভান বলেছেন: নষ্ট কবি ইজ ম্যারিড টু নষ্ট লেখিকা ........... :P :P

৩৯| ১৮ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:২৭

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: দূর্যোধন বলেছেন: বিশেষ সূত্রে জানা গেছে ইভানের এককালের কুতকুত খেলার সঙ্গি ইভা রহমান ইভানের সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছেন বলে ইভান এখন শোকে পাগলপ্রায়।
তবে পুরনো প্রেমের মর্যাদা রাখতে উনি 'ছাক্কু' নামের পরিবর্তে ইভা রহমানের সাথে নাম মিলেয়ে এখন ইভান নাম নিয়েই সুখী হতে চান ;) ;) ;)

১৯ শে অক্টোবর, ২০১১ রাত ১:৫৬

সাকিন উল আলম ইভান বলেছেন: সব ভাইয়ার কারসাজি ভাইয়া আমাকে কতিপয় দুষট লোকের ইন্ধন পেয়ে আমার পিছনে লেগেছেন :#) :#) :#)

৪০| ১৮ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:২২

সাকিন উল আলম ইভান বলেছেন: amare keday pochay ??? bektere mainas:((:((:((:((

১৯ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:২১

সাকিন উল আলম ইভান বলেছেন: সবাইরে মাইনাস গনহারে X( X(( X((

৪১| ১৮ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৩৭

Observer বলেছেন:
অধরা নীল বলেছেন:
ব্যাপুক মজা পাইলাম......

১৯ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৩২

সাকিন উল আলম ইভান বলেছেন: মজা পাবার জন্য ধন্যবাদ ভাই। :)

৪২| ১৮ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৪৩

Observer বলেছেন:
অধরা নীল বলেছেন:
ব্যাপুক মজা পাইলাম......

২০ শে অক্টোবর, ২০১১ রাত ১:৪৯

সাকিন উল আলম ইভান বলেছেন: :-B :-B :-B

৪৩| ১৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৮

অনিন্দিতা_একা বলেছেন: মজাই মজা... ! :-B :-B :-B

২০ শে অক্টোবর, ২০১১ রাত ১:৫৪

সাকিন উল আলম ইভান বলেছেন: তাই নাকি আপু ,মজা হলে তো ভালোই ........

৪৪| ১৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:২৮

জলমেঘ বলেছেন: দারুন, হা হা হা

২০ শে অক্টোবর, ২০১১ রাত ২:২৮

সাকিন উল আলম ইভান বলেছেন: হি হি তাই নাকি ??? B-)) B-))

৪৫| ১৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:০৯

তন্ময় ফেরদৌস বলেছেন: +++++++++++

২০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৪

সাকিন উল আলম ইভান বলেছেন: :P :P :P :-* :-*

২০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৫

সাকিন উল আলম ইভান বলেছেন: এবার প্লাস এতো কম কেন ??

সামুর সার্ভার আমার পোষ্ট টারে খাইলো X( X(

৪৬| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৫৭

হেমায়েতপুরী বলেছেন:
১৭ এর জবাব দেইখা কষ্ট পাইসি :( কেন পাইসি সেইটা অনেকে বুঝবো। সাকিনের বুঝতে সময় লাগবো, তয় সেও বুঝবো। কথা হইলো সাকিনের লেখা ভালো পাই।

হায় চিল সোনালী ডানার চিল...

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৯:০৮

সাকিন উল আলম ইভান বলেছেন: হায় চিল সোনালী ডানার চিল..

এইটা আগে বললে কি হইতো না প্রিয় কবির ছায়া .............. :( :( :(

আপনার কাচ্চির দাওয়াত খাবার অপেক্ষায় থাকলাম ......... B:-) B:-) B:-)

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৯:১১

সাকিন উল আলম ইভান বলেছেন: আমারে কেউ বললেই আমি নিজেই হার্ট ফেল করতাম।সেক্ষেত্রে নিজগুণে ক্ষমা প্রার্থী আপনার কাছে :( :( :( :(( :((

৪৭| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৩২

যেড ফ্রম এ বলেছেন:
যেড ফ্রম এ ইন এ রিলেশনশিপ উইথ আলিফ, বা, তা (চলবে)

ফিউশন ফাইভ ইন এ রিলেশনশিপ উইথ লাটভিয়া ;)

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৪৮

সাকিন উল আলম ইভান বলেছেন: যেড ফ্রম এ ইন এ রিলেশনশিপ উইথ আলিফ, বা, তা

হুর হয় নাই ,একটু আপডেট হবেন না দেন আলফা বিটা গামা ডেলটা ......... :-0 :-0 ;) ;) ;)

ফিউশন ফাইভ ইন এ রিলেশনশিপ উইথ লাটভিয়া


কন কি ????? :P :P
এই কাহিনী কবের ??? :!> :!> :!> :#> :#> :#>

৪৮| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৪৯

ঘুমন্ত আমি বলেছেন: শুনেছি ফেসবুক নাকি বানিয়েছে আপনাকে লুল ?

তাই নাকি এখন নিয়ে ঘুরেন শুধু ভার্চুয়াল ফুল !:D

আচ্ছা আমার আইডিয়া কি ভুল?:P

২০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৯

সাকিন উল আলম ইভান বলেছেন: ভাই রে এককালে পারফর্মমেন্স ভালো ই ছিল ,এরপর কি কুক্ষনেই না এক ললনার দেখা মিলল ২ বছর পর দিল্লিকা লড্ডু খেয়ে এসে দেখি সেই পারফমেন্স আর নাই

এই দুঃখ কই রাখি ভাই ????


পারলে দেন না কিছু সাপ্লাই =p~ =p~ =p~ =p~ =p~

৪৯| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১০:২৩

মিরাজ is বলেছেন: :(( :(( কান্দন ছাড়া কুনো কথা নাই :((

২০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩০

সাকিন উল আলম ইভান বলেছেন: ফেবু তে ইভেন্ট খুলে জাতীয় কান্না দিবস ঘোষনার জোর দাবি জানাই :(( :(( :(( :(( :((

৫০| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৩৭

হেমায়েতপুরী বলেছেন:
:D

কাচ্চির আয়োজন হলে খবর পাবেন।

২১ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:১৭

সাকিন উল আলম ইভান বলেছেন: কবে হবে কবে হবে ???? 8-| 8-|

৫১| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৩৯

মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: মজা পেলাম পোস্ট পড়ে।

২১ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৫৯

সাকিন উল আলম ইভান বলেছেন: তাই নাকি ?? হা হা হা ।অনেক ধন্যবাদ।

৫২| ১৯ শে অক্টোবর, ২০১১ রাত ১২:২৪

অণুজীব বলেছেন: ফিউশন ফাইভ + লাটভিয়া

২২ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:১৬

সাকিন উল আলম ইভান বলেছেন: আররে সেই কাহিনি দেখি , পাইলেন কই ?? B-) B-)

৫৩| ১৯ শে অক্টোবর, ২০১১ রাত ১২:২৬

যেড ফ্রম এ বলেছেন: আরেহ! অণুজীব আগেই দেখি দিয়ে দিল ;)

২২ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৫৩

সাকিন উল আলম ইভান বলেছেন: হুম আমার তো মনে হয় অনুজীব ভাই একজন মডু ?? কি বলেন ভাইয়া ??

৫৪| ১৯ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৩৩

কবি রাজ বলেছেন: সাহারা ................আফ্রিকান লায়ন

এক্কেরি মারি হেলছেন। =p~ =p~

২২ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:১৪

সাকিন উল আলম ইভান বলেছেন: কবি রাজ বলেছেন: সাহারা ................আফ্রিকান লায়ন


এখন আমারে না আবার জেলে পুরে #:-S #:-S B:-) B:-)

৫৫| ১৯ শে অক্টোবর, ২০১১ রাত ১:২৬

বিক্ষত বলেছেন: +++++++++++++++++++

২২ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:২৩

সাকিন উল আলম ইভান বলেছেন: B:-/ B:-/ B:-/ ;) ;) B-)) B-)) B-))

৫৬| ১৯ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:০২

হানী বলেছেন: খেক খেক খেক.........

আর কিছু কইলাম না :P

এক্সাম আর কিলাসের মাইনকা চিপায় পইড়া সব ভুইলা গেছি .........দোয়া কইরো....................

২৩ শে অক্টোবর, ২০১১ রাত ১২:১৬

সাকিন উল আলম ইভান বলেছেন: আপু দোয়া করি তোমার পরীক্ষা অন্নেক ভালো হোক :(



খি খি খি ,

ইদানিং ফটো ওয়াক এ যাও না নাকি ??? নতুন ছবি পাই না যে :( :(

৫৭| ১৯ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:২১

হাসান মাহবুব বলেছেন: B:-/

২৩ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৫৪

সাকিন উল আলম ইভান বলেছেন: :-B :-B

৫৮| ১৯ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:১২

সাকিন উল আলম ইভান বলেছেন: :P;)

২৩ শে অক্টোবর, ২০১১ রাত ৮:১৯

সাকিন উল আলম ইভান বলেছেন: :-B :-B

৫৯| ১৯ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:১৫

মাহী ফ্লোরা বলেছেন: সাহারা খাতুন দেখলে ভাইয়ার খপর আছে। /:)

৬০| ১৯ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:১৭

সাকিন উল আলম ইভান বলেছেন: হায় হায় আপু আমি কিন্তু সাহারা বাঘ এর কথা বলেছি ,সাহারা খাতুন বলিনি ........:P

৬১| ১৯ শে অক্টোবর, ২০১১ রাত ৯:১৪

নীরব 009 বলেছেন: ইন এ রিলেশন শিপ উইথ রোদেলা :P :P :P :P রোদেলারে খুঁজে পাইতেসি না :(

৬২| ২০ শে অক্টোবর, ২০১১ রাত ২:০৯

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: রাইতের বেলা সবার রিলেশানশিপ স্ট্যাটাস দেইখা বুক ফাইট্টা কান্দন আইতাছে। আমার প্রজাগো স্ট্যাটাস আছে আর আমি প্রিন্স হইয়াও আমার নাই। আফসুস।

৬৩| ২০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৯

সায়েম মুন বলেছেন: :-*

৬৪| ২০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩৪

শায়মা বলেছেন: রাজিভাইয়ার বৌটা এত সুন্দর!!!! :)

৬৫| ২০ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:২৪

জিসান শা ইকরাম বলেছেন:
কোল বালিশের সাথে রাজির সংসার জীবন সুখের হোক , এই ধোয়া :P করি :)

পোষ্ট খুবই ভালো হয়েছে .....




আগের মন্তব্য ২ টা মুছে ফেলবা চাচ্চু :)

৬৬| ২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩৯

নাআমি বলেছেন: আচ্ছা, লেখার এত নতুন নতুন টপিক্স তোমার মাথায় কিভাবে আসে ? বরাবরের মতই মজা লাগল...... :)

৬৭| ২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:৪৫

লেডি বার্ড বলেছেন: হাসতেই আছি .................. =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.