নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হিসেবে আমার নিজস্ব মতামত আমি সবার হতে নিকৃষ্ট ...

"জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে..একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গ্তায় ডুবেছি"-(শঙ্খনীল কারাগার)হুমায়ূন আহমেদ

সাকিন উল আলম ইভান

অন্ধকারের আলো দূর করাই হোক আমাদের দায়িত্ ফেবুতে আমি -https://www.facebook.com/sakinul.alamevan আমার একান্ত ভুবন -http://sakinsust.blogspot.com

সাকিন উল আলম ইভান › বিস্তারিত পোস্টঃ

ট্রেন কখনও থেমে থাকে না ,ট্রেন ভ্রমণ বিষয়ক আমার কিছু স্মৃতি কথা ও নানা বিড়ম্বনা কাহিনী B-)B-)B-)

১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:০৬

কু ঝিক ঝিক ঝিক .........



এই শব্দ টা শুনলেই আমাদের মনে পড়ে সেই ছোটো বেলায় পড়া শামসুর রাহমানের সেই ট্রেন কবিতাটা ,ক্লাস ওয়ান বা টু তে পড়তে হত সেটা



ঝক ঝক ঝক ট্রেন চলেছে

রাত দুপুরে অই।

ট্রেন চলেছে, ট্রেন চলেছে

ট্রেনের বাড়ি কই ?



একটু জিরোয়, ফের ছুটে যায়

মাঠ পেরুলেই বন।

পুলের ওপর বাজনা বাজে

ঝন ঝনাঝন ঝন।

................






ট্রেন ভ্রমণ এর আগ্রহ আমার শুরু হয় সেই কবিতাটি পড়েই । তবে সে ট্রেনে চড়ার আকাঙ্খা যে আমার এতো তাড়াতাড়ি পুরণ হবে তা কে জানতো । ক্লাস ওয়ানের পড়া সব বাসায় ই শেষ করে ফেলেছিলাম তাই স্কুল গিয়ে আর সাময়িক পরীক্ষা দেবার প্রয়োজন পড়েনি, তবে পরীক্ষার খাতায় যুদ্ধ করার চেয়ে বাসায় সারাদিন এটা গুণ গুণ করে পড়া হত এর প্রধান কারণ টাই ছিল এই ভ্রমণ এর স্বপ্ন। তাই বলে প্রথম ট্রেন ভ্রমণ এর সুযোগ যে সেই বছর ই চলে আসবে এটা ভাবিনি । আর আসলেও এটা এমন ভাবে স্মৃতিতে গাথার মত ব্যাপার হবে তা ই বা কে জানতো সেই ক্লাস ওয়ান এর বার্ষিক পরীক্ষার প্রথম রোজা ঈদ বাড়িতে যাবার সময় ই আমার হয়ে গেল প্রথম অভিজ্ঞতা । জীবন এর প্রথম পরীক্ষা দেবার পর টি এন্ড টি একচেঞ্জ অফিস এ গিয়ে নানুর বাসার সবার সাথে ফোনালাপে পরীক্ষার প্রথম স্থান অধিকার করবোই করব এমন একটা ভাব নিয়ে বললাম যে নানু এবার ঈদ করতে তোমাদের এখানেই আসছি পরশু দিন , নাতির এহেন আবদারে আমার নানু উচ্ছসিত । বললেন “ চলে আসো তাড়াতাড়ি নানু ভাই ।





আমাদের রওয়ানা দেবার দিন ঘনিয়ে এলো ,যেহেতু ট্রেন সিলেট স্টেশন থেকে ছাড়ে সকাল ৭ টায় তাই আব্বু আগেই একটা বেবি ট্যাক্সি কে বলে রেখেছিল। এটা ভোর ৪ টায় বাসার সামনে থেকে ছাড়বে , বলা বাহুল্য ১৯৯৬ সালের দিককার সময় ঈদ গুলো হত পুরো ডিসেম্বর জানুয়ারী থেকে শুরু করে মার্চে গিয়ে কোরবানির ঈদ হয়ে শেষ হত সে বছর গুলোর ঈদ মৌসুম এরকম ই আমার মনে পড়ে । যাই হোক ব্যাগ আম্মু আগেই গুছিয়ে রেখেছিল । তাই দেরি না করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এই শীতের রাতেই বলা যায় ভোর রাত।



তবে রাস্তায় বের হয়েই প্রমাদ গুনতে হল ।কারণ একে তো শীত কাল তার উপর তখনকার টপ্যিকাল সিলেটের ভারী কুয়াশা ।এখন আর তেমন কুয়াশা পড়ে না । বেবীট্যাক্সি গাড়ির ড্রাইভার স্পীড ২০/৩০ এর বেশি তুলতে পারছিলেন না । তার প্রধান কারণ রাস্তা টা ছিল অনেক আকাবাকা ২ টা বিপদজবনক ব্রীজ ও ছিল । আব্বুর আরো বড় ভুল টা করেছিলেন হাতঘড়ি টা বাসায় ভুল করে ফেলে এসেছিলেন তাই ড়্রাইভার কে সময় দেখে তাগাদা দিতেও পারছেন না বেচারা র ও দোষ নেই সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে । আর এদিক দিয়ে এতো কুয়াশা যে রাত ৪ টা আর সকাল ৭ টার মাঝে কোন পার্থক্য খুজে পাওয়া যাচ্ছিল না । যাই হোক অবশেষে সিলেটে পৌছলাম কোন ঝামেলা ছাড়াই ।





কিন্তু তখন ও মনে হয় আসল চমক টাই বাকি রয়ে গিয়েছিলআমাদের জন্য সেটা হল আমরা স্টেশন এ পৌছানোর পর শুনি ট্রেন ছেড়ে চলে গিয়েছে ,এবং সেটা অনটাইমেই ছিল। এরপর যা হল রীতিমত বলা যায় ট্রেন এর সাথে পাল্লা দিয়ে দৌড়ানো ।আব্বু তখন ই টেক্সি ড্রাইভার কে বিদায় করলেন ভাড়া দিয়ে । এবং একটা মাইক্রো ভাড়া নিলেন । কারণ ট্রেন এরপরের স্টেশন ফেঞ্চুগঞ্জ এ থামবে সেখানে গিয়ে ট্রেনে উঠলেই হয়ে যাবে ।





কিন্তু না ,ফেঞ্চুগঞ্জ এ গিয়ে শুনি ট্রেন ছেড়ে চলে গিয়েছে । পুরো ব্যাপার টা আমার মনে হলে এখন ও মনে হয় কোন মুভির ট্রেইলার এর কিছু অংশ দেখানো হচ্ছে যেখানে ভিলেন কে ধরার জন্য নায়ক ছুটে চলে এক স্টেশন থেকে আরেক স্টেশনে । এরপর আর কি করা সেই স্থল পথ দিয়েই মাইক্রো নিয়ে যেতে হল আমাদের অবশেষে শ্রীমঙ্গল স্টেশনে গিয়ে ট্রেন ধরতে

পেরেছিলাম । তাও অল্পের জন্য। এখন ও মনে আছে আমাকে জানালা দিয়ে ভিতরে ঢুকানো হয়েছিল । তারপর পুরো ট্রেন ঘুরে যখন আমরা আমাদের সিট পেলাম ততক্ষণে ট্রেন শায়েস্তাগঞ্জ চলে এসেছে।



আমার নানু তার নাতি কে পেল ক্লান্ত বিধ্বস্ত ভাবে ।এখন মাঝে মাঝে (আসলে প্রায় ই বলা উচিত)যখন ট্রেন লেট হয় আর আমরা স্টেশনে অপেক্ষা করি তখন ভাবি যে কারো কি এরকম হয়েছিল যে সেই লেট ট্রেন লেট না অনটাইমে পৌছেও ।তারপর আবার ট্রেনের পিছনে ভাড়ার দ্বিগুণ টাকা খরচ করে ট্রেন এ আবার চড়ে বসা। জীবন টা সত্যিই অদ্ভুত ,সেই সাথে স্মৃতি গুলো ও ।প্রতিদিন ট্রেন আসে আবার চলে যায় , ট্রেন এর চলার সময়ের সাথে সময়ের স্রোত একাধারে চলতে থাকে । সময়ের স্রোত কে না থামানো গেলেও ট্রেনের লেট হলে কিন্তু ট্রেনের সময় হয়তঠিক ই থেমে থাকে ।মাঝে মাঝে কল্পলোকের রাজ্যে চলে যাই ,ভাবি যে ইশ ! ট্রেন লেট এর মত সময় কেও যদ এরকম লেট করানো যেত ,

কিন্তু এই ভাবনা কখন ও বাস্তবে রূপ নিবে না , শুধুই কল্পনার রাজ্যে হয়তো কিছু আকিবুকি হবে আর আমরা তাকে পুজি করে কিছু লিখতে পারবো ।



-১৫.১১.২০১১

মন্তব্য ৮৫ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:১০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: "ট্রেন লেট এর মত সময় কেও যদ এরকম লেট করানো যেত"

সহমত।

ছোট বেলায় আমাদের বাসা ছিলো ট্রেন স্টেশনের পাশে। অনেক স্মৃতি মনে করিয়ে দিলেন !

১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২১

সাকিন উল আলম ইভান বলেছেন: আমাদের প্রায় ই সিলেটে থেকে কুমিল্লা ট্রেনে করে আসতে হয়, পাহাড়িকায় প্রতিটা সিট যেন সেই চিরকালের চিরচেনা সঙ্গী .....


ভালো লাগায় ধন্যবাদ।

২| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:১০

অণুজীব বলেছেন: ট্রেন নিয়ে একটা কবিতা ছিলোনা ? শামসুর রহমানের।

১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২৯

সাকিন উল আলম ইভান বলেছেন: হুম ভাইয়া দিয়ে দিয়েছি তো .........

উপরে বোল্ড করে .........

১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩৯

সাকিন উল আলম ইভান বলেছেন: আচ্ছা এটা কোন ক্লাস এ ছিল জানি ১ না ২ তে জানেন নাকি ?

৩| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:১৫

দূর্যোধন বলেছেন: সাবাস সাকিন! বেশ ভালো হয়েছে।

ইনফ্যাক্ট, আশ্চর্য হলাম,খুব দ্রুতই আপনি পরিনত লেখা দিচ্ছেন !বেশ বেশ! :#)

১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪৫

সাকিন উল আলম ইভান বলেছেন: দূর্যোধন ভাই শেষ দুই পোষ্ট এ কি যেন পাচ্ছেন । তবে এই মন্তব্য অবশ্যই আশাব্যঞ্জক ।

দেখি আরো ভালো করার চেষ্টা করবো ।
:-B :-B :-B B-)) B-))

দাত দেখাইতে জিপাপ লাগাইসেন কেন ।

৪| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:১৬

শিশিরের শব্দ বলেছেন: অসাধারণ লিখেছেন+++++++++

১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৫৫

সাকিন উল আলম ইভান বলেছেন: তাই নাকি আপু , অনেক অনেক ধন্যবাদ।

৫| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২০

মাহমুদা সোনিয়া বলেছেন: amar basa ta rail line er khub kache.. Train r whistle na sunle ghum achena.. Tmar likha gulo valo laglo...

Amar post a tmi edaning r jaona! :(

১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০০

সাকিন উল আলম ইভান বলেছেন: আপু সময় একেবারেই পাই না , সময় করে একবার যাবোনে .........

অনেক অনেক ধন্যবাদ আপু ,তোমার ভালো লাগায় .........

৬| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২০

সকাল বেলার ঝিঝি পোকা বলেছেন: সাকিন, শায়েস্তাগঞ্জের কথা শুনে বাসার কথা মনে করিয়ে দিলা। :( :( :(

অসাধারন! +++++++++++++++++

পেক পেক পেক

১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:১০

সাকিন উল আলম ইভান বলেছেন: আপনার বাসা কি শায়েস্তাগঞ্জ নাকি । বাহ ভালো তো .......


সিলেটের আশেপাশেই আছেন তাহলে ।

প্লাস দেবার জন্য ধন্যবাদ ।


পেক পেক পেক এর শানে নুজুল বলেন ভাই :P :P :P

৭| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩৬

ঘুমন্ত আমি বলেছেন: প্লাস ।আমার ট্রেন জার্নির অভিঙ্গতা এখনো হয়নি ।আপনার পোষ্টের লাস্ট লাইন অন্যরকম অনুভুতি জাগালো ।ভালো থাকবেন

১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:০০

সাকিন উল আলম ইভান বলেছেন: তাই নাকি ,হুম এই লাইন টা চোর পালালে বুদ্ধি বাড়ে টাইপ অবস্থায় এসেছে আর কি ............ :(:(:(

আপনি তো দেশের বাইরে দেশের বাইরের একটা জার্নি করে ফেলুন এরপর ব্লগে ফটো ব্লগ শেয়ার করুন হয়ে গেল ।

৮| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: সময়ের স্রোত কে না থামানো গেলেও ট্রেনের লেট হলে কিন্তু ট্রেনের সময় হয়তঠিক ই থেমে থাকে ।মাঝে মাঝে কল্পলোকের রাজ্যে চলে যাই ,ভাবি যে ইশ ! ট্রেন লেট এর মত সময় কেও যদ এরকম লেট করানো যেত ,


অসাধারণ ,সুপার্ব

++++++++++++++++++

১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:২০

সাকিন উল আলম ইভান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

৯| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩৮

বেঈমান আমি বলেছেন: অসাধারণ লাগলো।পোস্টে +

১৭ ই নভেম্বর, ২০১১ রাত ৮:০৬

সাকিন উল আলম ইভান বলেছেন: ধন্যবাদ ভাইয়া , পোষ্ট এ প্লাস ও দিয়েছেন দেখি ...

১৭ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৫২

সাকিন উল আলম ইভান বলেছেন: :)

১০| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩৯

নষ্ট কবি বলেছেন: সিলেট থেকে ট্রেন ধ্রেছিলাম একবার

কিন্তু সেখানে এখন যা অবস্থা

রাস্তায় সব খারাপ মেয়েছেলে এটাক করেছিল

সাথে কিছু দালাল

ওরে বাবা

আমি দৌড়ে পালিয়েছিলাম :|| :|

১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৪

সাকিন উল আলম ইভান বলেছেন: হায় হায় আপনার সাথে দেখি দুনিয়ার সব খারাপ জিনিস ই ঘটে

রাত কয়টা ছিল তখন ??

সাথে কি কেউ ছিল না ?

কবের দিকে ??

১১| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪৫

মাহবু১৫৪ বলেছেন: দারুণ ।


+++++++++++

১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১০:২৩

সাকিন উল আলম ইভান বলেছেন: ধন্যবাদ ভাইয়া। কেমন আসেন ?

১২| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪৮

এম. এ গাফফার বলেছেন: আপনি নিশ্চয় সিলেটী, প্লিজ আমাকে কিছু টিপস দিন না !! সিলেটে ভ্রমন এর ব্যাপারে, কোথায় কোথায় যাওয়া যায় এবং কিভাবে?

১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৩৮

সাকিন উল আলম ইভান বলেছেন: হা হা আমি সিলেটী না ,কিন্তু আমার বিশ্ববিদ্যালয় সিলেটে ,আমি শাবিপ্রবিতে পড়ি ,

কি ব্যাপারে জানতে চান ?


এখানে এসেই আপনি শহরের মাঝেই লাক্কাতুরা চা বাগান , পর্যটন মোটেল , জাফলং , টিলাগড় ইকোপার্ক এ যেতে পারেন । আর আর এখানে সব কিছুর দাম একটু বেশি ই এই ব্যাপার টা খেয়াল রাখবেন ।,

১৩| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪৮

এম. এ গাফফার বলেছেন: আপনি নিশ্চয় সিলেটী, প্লিজ আমাকে কিছু টিপস দিন না !! সিলেটে ভ্রমন এর ব্যাপারে, কোথায় কোথায় যাওয়া যায় এবং কিভাবে?

১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৪৬

সাকিন উল আলম ইভান বলেছেন: এতক্ষণে নিশ্চয়ই পৌছে গেছেন ?? তাই না ,

আপনাদের ভ্রমণ উপভোগ্য হোক


আর হ্যা ক্যাম্পাস এ আসতে যেন ভুলবেন না দাওয়াত রইলো ।

১৪| ১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:২৪

বড় বিলাই বলেছেন: এ তো পুরাই দুর্ধর্ষ ট্রেন ভ্রমণ।

১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৩

সাকিন উল আলম ইভান বলেছেন: দুর্ধর্ষ মানে একটা মুভি করা যেত , এটা দিয়ে তুমি কি ভাবস আপু ;);)

১৫| ১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৪৭

সাকিন উল আলম ইভান বলেছেন: :-* :-*

১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১১:০৭

সাকিন উল আলম ইভান বলেছেন: কি হৈল এইটা ??

১৬| ১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:০৮

নীরব 009 বলেছেন: ভাললাগা রইলো।


ছোট বেলার নানি বাড়ি যাওয়া মানেই ট্রেন ভ্রমণ। উফ!!!!!!!! কি সেই উত্তেজনা!!!!!!! সারাদিন ট্রেন জার্নি করে রাতে গিয়ে পৌঁছতাম। তারপর নানি বাড়ির মজা আর মজা।


মনে আছে, একবার ট্রেন লেট করে এসেছিল। আমরা সকালে স্টেশনে গিয়ে শুনি ট্রেন দেরি করে আসবে। এই দেরি করে আসবে আসবে করতে করতে সকালের ট্রেন এলো বিকালে আর নানি বাড়ি পৌঁছলাম রাতে। তবুও অনেক মজার ছিল সে সব দিন। :)

১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১২:১৯

সাকিন উল আলম ইভান বলেছেন: ধন্যবাদ,


মনে আছে, একবার ট্রেন লেট করে এসেছিল। আমরা সকালে স্টেশনে গিয়ে শুনি ট্রেন দেরি করে আসবে। এই দেরি করে আসবে আসবে করতে করতে সকালের ট্রেন এলো বিকালে আর নানি বাড়ি পৌঁছলাম রাতে। তবুও অনেক মজার ছিল সে সব দিন।

আমারও এরকম হয়েছিল হয়তো ভবিষ্যতে কোনদিন এটা বলতেও পারি ,

১৭| ১৭ ই নভেম্বর, ২০১১ রাত ২:০০

চাটিকিয়াং রুমান বলেছেন: এই বছরের মার্চে সিলেট গিয়েছিলাম ট্রেনে করে। কয়েকটি বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল যাওয়ার পথে।

১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:০৫

সাকিন উল আলম ইভান বলেছেন: তাই নাকি শেয়ার করে ফেলেন ভাইয়া ।

১৮| ১৭ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:০৬

নাদিয়া জামান বলেছেন: ট্রেন গদ্য ভাল লেগেছে। বাংলাদেশে ১বার সিলেট থেকে ফেরার পথে ট্রেনে ওঠার সৌভাগ্য হয়েছিলো কিন্তু এখন লন্ডনে প্রায় প্রতিদিন ই ট্রেনে করে কাজে যেতে হয়।

১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:২১

সাকিন উল আলম ইভান বলেছেন: তাই নাকি আপু , তাহলে তো আমি আর তুমি একই রুটের ছিলাম এককালে।


তোমার সেখান কার কাহিনী কিছু শেয়ার কর না :(

১৯| ১৭ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:৫৮

নিশাচর ভবঘুরে বলেছেন: আমারো একদিন সময়মতো এসেছিলো। :(
আমার ভালোবাসার মানুষটাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। সে তখন তার নানার বাড়ি, ব্রাহ্মণবাড়ীয়া। একদিন সকালে ঘুম ভেঙ্গে, ছুটলাম। জানি, ট্রেন ৮.০০ টায়। ট্রেনে অনেক ছড়েছি। ৮.০০ মানে যে ৮.৩০ সেটা জানি। আস্তে ধীরে পৌছে দেখি ট্রেন ছেড়ে দিছে। দৌড়ে উঠে পড়লাম। উঠে মনে পড়লো, টিকেট কাটা হয়নি । পরে টিটিকে ম্যানেজ করেছি। ;)

১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:২৫

সাকিন উল আলম ইভান বলেছেন: যাই হোক দেরি তো হয় নি , আমি তো আজ পর্যন্ত কোন ডেট এই আগে যেতে পারলাম না , আমার বেলায় উলটাই হয় দেখা গেল টাইম ৩ টায় সে ২।৩০ এসে আমারে ফোন দিল :(:(

লাইফ হেল :(

২০| ১৭ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:৫৯

নিশাচর ভবঘুরে বলেছেন: ওহ। পোষ্ট দারুন লেগেছে। কেমন নস্টালজিক হয়ে গেলাম :ঢ়

১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:১১

সাকিন উল আলম ইভান বলেছেন: তাই নাকি ধইন্না পাতা লন ।

২১| ১৭ ই নভেম্বর, ২০১১ ভোর ৬:১০

ফারিয়া বলেছেন: আমি তেমন ট্রেন ভ্রমন করিনি, তবে লেট হয়েছিলাম একবার!

১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৩১

সাকিন উল আলম ইভান বলেছেন: তাই নাকি কবে এটা ??

বলবেন কি ?

২২| ১৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৭:৪৬

হাসান মাহবুব বলেছেন: ক্লাস সিক্স পর্যন্ত প্রচুর ট্রেন ভ্রমণ কর্সি। এখন ট্রেন জিনিস্টাই ভুইলা গেসি। তোমার পোস্ট পৈড়া নস্টালজিক হৈলাম 8-|

১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৩৮

সাকিন উল আলম ইভান বলেছেন: তাই নাকি ভাই ,এই বার সিলেট চইল্লা আসেন ট্রেনে কইরা , আবার ভ্রমণ হইয়া যাইবো । হে হে


১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৫৭

সাকিন উল আলম ইভান বলেছেন: আইসা পড়েন । 8-| 8-| 8-|

২৩| ১৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৯

জিসান শা ইকরাম বলেছেন:
হুম এখন বুঝলাম , মাঝে মাঝে তোমাকে কেন এত ক্লান্ত বিধ্বস্ত লাগে :)

১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:০৩

সাকিন উল আলম ইভান বলেছেন: তাই নাকি চাচ্চু ,তোমার সাথে অনেক দিন দেখা হয় না :(

টান টা কমে গেল নাকি ??? তুমি ও দেখি আমার ওয়াল এ আসো না

:(:(:(

২৪| ১৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:০৯

সাকিন উল আলম ইভান বলেছেন: tai naki cacchu....ha ha ha

১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:০৬

সাকিন উল আলম ইভান বলেছেন: প্রায় ই থাকি ,চাচ্চু কথা ঠিক বলেছে ।

২৫| ১৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৫৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ভাল লাগল ট্রেন কথন :) গড়ে আমি মাসে ২ বার করে ট্রেনে উঠিই। প্রায় প্রতিবারই মজার কিছু ঘটনা ঘটে! আবার উল্টোপালটা ঘটনাও কম ঘটে না! :)

তবে ট্রেনে চড়তে বেশ লাগে! :)

১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:১৭

সাকিন উল আলম ইভান বলেছেন: আপনি কোথায় যান ভাইয়া ,ট্রেন এ শর্ট জার্নি ই ভালো , লং জার্নি পুরাই বোরিং হয়ে যায় ।


শেয়ার করেন কিছু ভাইয়া ।


২৬| ১৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৪০

মাহী ফ্লোরা বলেছেন: খুব ভাল লাগলো স্মৃতি। ছড়াটা এখনো মাঝে মাঝে মাথঅ দুলিয়ে বলি
ট্রেন চলেছে, ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ? একটু জিরোয়, ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন। পুলের ওপর বাজনা বাজে ঝন ঝনাঝন ঝন। ................


আরেকটা আছৈনা রেলগাড়ি ঝমাঝম/পা পিছলে আলুর দম!

১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:২৩

সাকিন উল আলম ইভান বলেছেন: হুম কি জানি ভুলে গেসি এখন কার বাচ্চারা হয়ত এসব খেলে না ।


ও মনে পড়সে

ওপেনটি বায়োস্কোপ
নাইনটেন ..........

২৭| ১৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:০৯

সায়েম মুন বলেছেন: এই ট্রেন কাহিনী পড়ে আমারও কত সব কাহিনী মনে পড়লো :)

১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:৪৬

সাকিন উল আলম ইভান বলেছেন: মনে পড়ার ই কথা নস্টালজিক পোষ্ট মনে হয়,।

২৮| ১৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:২৬

কি নাম দিব বলেছেন: অনেকদিন ধরে ট্রেনে চড়া হয়না :(

১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:৫১

সাকিন উল আলম ইভান বলেছেন: চলে আয় দোস্ত ।

২৯| ১৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৪৬

সাকিন উল আলম ইভান বলেছেন: tai naki syl e chole ay @kinadi:P

১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:৫৫

সাকিন উল আলম ইভান বলেছেন: তাই আইবো সিলেট X(( X((

৩০| ১৭ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

কি নাম দিব বলেছেন: একবার গেসিলাম সিলেটে ট্রেনে করে, সেই কুট্টিকালে। পরের দেড়দিন মনে হৈতেসিলো ট্রেনের মধ্যে বসে আছি, দুলতেসিলাম।

১৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:৩৫

সাকিন উল আলম ইভান বলেছেন: তুই বাচ্চা মানুষ তো তাই এরকম ই হইবো ।

যাই হোক সময় করে বেড়াতে চলে আসিস ।

৩১| ১৭ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১০

সকাল বেলার ঝিঝি পোকা বলেছেন: সাকিন, আমার বাসা হবিগঞ্জে। শায়েস্তাগঞ্জই তো আমাদের রেল স্টেশন। তাই নামটা শুনে নস্টালজিক হলাম।

পেক পেক পেক এর শানে নুঝুল হলো এই শব্দগুলা আমার মুড চেঞ্জ করে দেয়।

এই শব্দগুলা উচ্চারন করে আমি অনেক মজা পাই। আর কোন কিছু ভালো লাগলে আমি এইগুলা বলি। বুঝছ?

পেক পেক পেক

১৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:৪২

সাকিন উল আলম ইভান বলেছেন: প্যাক প্যাক প্যাক ..... :P :P :P

৩২| ১৭ ই নভেম্বর, ২০১১ রাত ৮:১৬

নীল-দর্পণ বলেছেন: জীবনের প্রথম & এখন পর্যন্ত শেষ ট্রেন জার্নি ছিলো ০৮ এর এপ্রিলে। ক্যান্টনমেন্ট-সৈয়দপুর(নীলফামারী)
ভালই মজা পেয়েছিলাম। দাড়াও একটা পোষ্ট দিবো সেটা নিয়ে ;)

৩৩| ১৭ ই নভেম্বর, ২০১১ রাত ৯:২৯

আমি তুমি আমরা বলেছেন: ট্রেন কখনও থেমে থাকে না।

সহমত। ভাল লাগল।

৩৪| ১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:১৯

শায়মা বলেছেন: ট্রেনের বাড়ি নাই।:(

৩৫| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৯:২৫

ভুল উচ্ছাস বলেছেন: মুই জীবনেও ট্রেনে চড়ি নাই, আহারে মোর কত দুস্ক। কোম্মে রাহি এই দুস্ক? তয় অনেকফির লঞ্চে চরছি। লঞ্চে চরার মজাি আলাদা। :) :)



আহা কত শান্তি, তয় ট্রেনে চরাও নিশ্চয়ই মজার। দুইডা দুই রহম। :) :)

১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:১৪

সাকিন উল আলম ইভান বলেছেন: লঞ্চে চড়সেন তাহইলে কি আফনে বরিশাইল্লা লোক , বরিশালে আফনার বাড়ি নাকি :P :P :P




আমি চড়সিলাম , অনেক ভয় পাইসি , যদিও শীতকাল ছিল ।

৩৬| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৯:২৭

ভুল উচ্ছাস বলেছেন: আমি কিন্তু হাসের ছানার ডাক শুনে নস্টালজিক হইছি, এই খাইছে কেউ আবার মাইন্ড খাইবে নাহি?


=p~ =p~

১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১১:১৭

সাকিন উল আলম ইভান বলেছেন: এহেম এহেম , চেহারা সুরত তো মাশাল্লাহ খারাপ না , মাইন্ড খান আর না খান আমি কি কিছু করবার পারি ;););)


নস্টালজিক হইয়া লাভ নাই আমি এক্ষন ই ডাক রোস্ট টা খাইতেসি B-) B-) B-)

৩৭| ২০ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:১৮

রিয়েল ডেমোন বলেছেন: আমি লাইফে দুইবার উঠছি। :(

২০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৫১

সাকিন উল আলম ইভান বলেছেন: পিক টা তো সেইরাম ।

৩৮| ২০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৫৫

মিথী_মারজান বলেছেন: ইস! কত্তদিন ট্রেনে ওঠা হয় না!:(
কয়েক বছর আগে চট্টগ্রাম থেকে সিলেট গিয়েছিলাম।সেটাই ছিল আমার শেষ ট্রেন ভ্রমন।বাইরে অনেক বৃষ্টি ছিল।এত্ত বেশি ভাল লাগছিল যে সারারাত জেগে জেগে বৃষ্টি আর ট্রেনের ছন্দ কড়ায় গন্ডায় উপভোগ করেছিলাম সেইরাতে।

অনেক সুন্দর করে লিখেছেন ভাইয়া।
খুব ভাল লাগল।:)

২৪ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:০১

সাকিন উল আলম ইভান বলেছেন: তাই নাকি আপু সিলেট থেকে চিটাগাং ওরে বাপরে আপনার দেখি অনেক স্টামিনা :O

৩৯| ২০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৫৯

সাকিন উল আলম ইভান বলেছেন: তাই নাকি আপু সিলেট থেকে চিটাগাং ওরে বাপরে আপনার দেখি অনেক স্টামিনা :O

২৪ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:০৮

সাকিন উল আলম ইভান বলেছেন: সেই স্যামিনা :)

৪০| ২০ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২০

মিথী_মারজান বলেছেন: হুম।অনেক লং জার্নি ছিল কিন্তু সেদিন আমরা এত্ত বেশি মজা করেছিলাম যে কিভাবে রাতটা কেটে গেল সেটা টেরই পাইনি বরং ট্রেন থেকে নামার পরে আমাদের সবার খুব মন খারাপ হয়েছিল।





০৫ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:০২

সাকিন উল আলম ইভান বলেছেন: তাই নাকি আমাদের ৮ টার ট্রেন রাত ৩ টায় ছেড়ে ছিল । এরপর তো চলছেই চলছেই শেষ ই হয় না এরপর দিন ২ টায় চিটাং পৌছেছিলাম ।:(:(

৪১| ২০ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৫০

সাকিন উল আলম ইভান বলেছেন: তাই নাকি আমাদের ৮ টার ট্রেন রাত ৩ টায় ছেড়ে ছিল । এরপর তো চলছেই চলছেই শেষ ই হয় না এরপর দিন ২ টায় চিটাং পৌছেছিলাম । :)

৪২| ২২ শে নভেম্বর, ২০১১ রাত ৩:১৭

নাদিয়া জামান বলেছেন: বাংলাদেশে হয় না একবন্ধু বাসে উঠে নিজে এক সিটে বসে আর পাশের সিট বন্ধুর জন্য দখল করে রাখে। এখানে তো এমন দেখা যায় না। একদিন আমি ট্রেনে করে যাচ্ছিলাম, দেখি ২ বাঙালি ভাই উঠলো। একজন সাথে সাথে হুড়মুড় করে এক সিটে বসে পাশের সিটে হাত দিয়ে রাখলো। তার বন্ধু আসার আগেই এক ফরেন ওই সিটে বসতে চাইলে সে জানিয়ে দিল এই সিট বুকড। এদিকে অপর বন্ধুর দিকে তাকিয়ে দেখি সে ট্রেনের দরজা ধরেই দাঁড়িয়ে আছে এবং বন্ধুর এর আচরণে ভীষণ বিব্রত।
খুব মজা পেয়েছিলাম দেখে।

৪৩| ২৩ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫১

গুরুজী বলেছেন: ++++

৪৪| ২৩ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:০০

মামুণ বলেছেন: ট্রেন নিয়ে শামসুর রহমানের কবিতা ছিল ক্লাস ফাইভে ।

৪৫| ২৬ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৩

হানী বলেছেন: নস্টালজিক হয়ে গেলুম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.