নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের ডানা...।

বসে বসে একা একা দূর আকাশে মেলেছি পাখা

সাকিরা জাননাত

সাকিরা জাননাত › বিস্তারিত পোস্টঃ

একাকীত্ব

১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৮







সাদা সাদা মেঘ ভাসে ঐ নীল আকাশে

আলোয় আলোয় ধরণী হাসে ঝিরি ঝিরি বাতাসে।

কেনো তুমি রইলে বসে চার দেয়ালের বন্ধ ঘরে

হেলার ছলে ভবের পথে হারালে কেনো অন্ধকারে।





গোধুলী নিয়ে সন্ধ্যা নামে ব্যস্ত ব্যস্ত দিনের শেষে

স্বপ্নলোকে চন্দ্রিকা আসে মিটি মিটি তারার মাঝে।

কেনো তুমি রইলে বসে চার দেয়ালের বন্ধ ঘরে

হেলার ছলে ভবের পথে হারালে কেনো অন্ধকারে।





সব ব্যাথাকে দূরে ঠেলে ভালোবাসার পথটি ধরে

বাইরে আসো মুক্ত মনে নুন্যতম শঙ্কা ছেড়ে।

কেনো তুমি রইলে বসে চার দেয়ালের বন্ধ ঘরে

হেলার ছলে ভবের পথে হারাও কেনো বারে বারে।

মন্তব্য ৫৩ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৭

হাসান মাহবুব বলেছেন: কবিতা সৌন্দর্য হৈছে। ছবিটাও। আপনের নতুন খোমাডাও! পেলাচ লন হাস্যমুখী।

১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৩

সাকিরা জাননাত বলেছেন: আপনার দেওয়া আমার নতুন নামটাও আমার মনে ধরেছে।
"হাস্যমুখী":!> খুব সুন্দর একটি নাম দিয়েছেন।
অনেক ধন্যবাদ। :)

২| ১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫২

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: "বাইরে আসো মুক্ত মনে নুন্যতম শঙ্কা ছেড়ে।"


অসাধারণ! এটা তো দারুন একটা গান হয়ে গেছে! বাঁশির সুর ম্লান হয়েছে, গানের সুরে।

১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৬

সাকিরা জাননাত বলেছেন: সত্যি!!! ধন্যবাদ:)

৩| ১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৪

রাজসোহান বলেছেন: ঘুম থেকে উঠে এতি সুন্দর কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম

আইজ পুতুম পিলাচ আমি না :( :( :(

১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৭

সাকিরা জাননাত বলেছেন: শুভ সকাল।:):):)

৪| ১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৬

স্বাপ্নিক প্রতিদিন বলেছেন: চমৎকার লেখেন আপনি।

১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩১

সাকিরা জাননাত বলেছেন: শুকরিয়া:)

৫| ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৯

আবু সালেহ বলেছেন: সব ব্যাথাকে দূরে ঠেলে ভালোবাসার পথটি ধরে
বাইরে আসো মুক্ত মনে নুন্যতম শঙ্কা ছেড়ে।

এ দুটি লাইন অনেক অনেক ভালো লেগেছে....

১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৭

সাকিরা জাননাত বলেছেন: কেনো তুমি রইলে বসে চার দেয়ালের বন্ধ ঘরে
হেলার ছলে ভবের পথে হারাও কেনো বারে বারে।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩৮

পাপতাড়ুয়া বলেছেন: কবিতান(কবিতার মত গান) ভালো লাগছে।

সাকিরার কি খবর?আমার পরী কই?পাওয়া যায় নাই?

১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১০

সাকিরা জাননাত বলেছেন: হাহাহা "কবিতান":):)
ব্রিলীয়েন্ট:)

৭| ১৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩৫

অমাবশ্যার চাঁদ বলেছেন: ভাল লাগল+++

১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১১

সাকিরা জাননাত বলেছেন: ধন্যবাদ:):):)

৮| ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৭

পাপতাড়ুয়া বলেছেন: পরীর ব্যপার ডা কিলিয়ার করো নাই ক্যালা?

মাইনাচ।:(:(

১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৪

সাকিরা জাননাত বলেছেন: পরীর তো দরকার নেই, তোমার তো কালো গোলাপ আছে।
পরী, কালোগোলাপ দুটোরএকসাথে যত্ন নিতে তোমার ১২টা বাজবে।
তাই বলছিলাম, কালো গোলাপ নিয়েই তুমি সুখি হও :)

৯| ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:০৭

পাপতাড়ুয়া বলেছেন: কালো গোলাপ ???

দোহাই দোস্......ক্লিয়ার ইট।মাথার উপ্রে দিয়া ডাউনলোড হচ্ছে।

২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৯

সাকিরা জাননাত বলেছেন: নিজে বলে নিজেই ভুলে গেলে??? :|| :|| :P :P :-B :-B `

১০| ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১২

সায়েম মুন বলেছেন: বেশ ভাল লাগল এবং +++++++++++

২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৭

সাকিরা জাননাত বলেছেন: ধন্যবাদ:)

১১| ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১৩

পাহাড়ের কান্না বলেছেন: সুন্দর হয়েছে।

২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৯

সাকিরা জাননাত বলেছেন: ধন্যবাদ:)

১২| ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২১

পাপতাড়ুয়া বলেছেন: লেখক বলেছেন: নিজে বলে নিজেই ভুলে গেলে??? :|| :|| :P :P :-B :-B


দোস্ত রে মাফ চাই।কোথায় কালোগোলাপ বললাম?আমি মনে করতে পারছি না।প্লীজ.......

২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৪

সাকিরা জাননাত বলেছেন: :-< :-< :-< :-< :-< :-<এখন রাতের কটা বাজে |-) |-) |-) |-) |-)

১৩| ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৫৩

স্বপ্নকথক বলেছেন: কোবতে ভালা পাই!
পাপী কি হৈতাছে এইখানে?

২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫৭

সাকিরা জাননাত বলেছেন: ধন্যবাদ। হিমেল কালো গোলাপ রেখে আবার ও পরী খোঁজে।

১৪| ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০৬

রাজসোহান বলেছেন: লতুন ফোস্ট কুই??? :( :(

২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫৮

সাকিরা জাননাত বলেছেন: দিলাম:)

১৫| ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৩

পাপতাড়ুয়া বলেছেন: X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:০১

সাকিরা জাননাত বলেছেন: রাগলে তুমি দেখি লাল হয়ে যায়। বাহ!!! খুব সুন্দর লাগছে।:):):)
কালো গোলাপ তোমাকে বলেনি কখনো???

১৬| ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৫

পাপতাড়ুয়া বলেছেন: কথক দা...আমি চাই পরী..সে আমাকে কালো গোলাপ ধরিয়ে দিতে চায়।আপ্নে এইডার বিচার করেন,ভচ।

২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৮

সাকিরা জাননাত বলেছেন: স্বপ্নকথক হচ্ছে ব্যস্ত মানুষ। ছাগু বিনাশ কর্মসূচি নিয়ে বেশী বিজি:)
তারে কেন বিচার দাও???
ফ্রি কেউ আছে কিনা খুঁজে দেখ:)

১৭| ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৭

রাজসোহান বলেছেন: পাপী তো তাই কালো গোলাপ দিবার চায়

এইডাও বুঝবার পার না? :-* :-*

২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১০

সাকিরা জাননাত বলেছেন:
ব্রিলীয়েন্ট!!!!! =p~ =p~ =p~

১৮| ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩৯

পাপতাড়ুয়া বলেছেন: সোহান রে কান ধরায়ে দাঁড় করিয়ে রাখনের ইচছা হৈতাসে।

২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১১

সাকিরা জাননাত বলেছেন: হু হু হু হু হু হু নহু হু হু হু হু ;) ;) ;)

১৯| ২০ শে জানুয়ারি, ২০১০ ভোর ৬:৩২

স্বপ্নকথক বলেছেন: ইয়ে, পরীতো আমিও চাইছিলাম..

২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১২

সাকিরা জাননাত বলেছেন: এ্যাঁ.......... B:-) B:-) B:-) :( :( :(

২০| ২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:০০

পাপতাড়ুয়া বলেছেন: ওরে সাকিরা...ফাজিল...আমি কি হিমেল নাকি রে?

এর জন্যই তো মাথা আউলা হয়ে গেছে।তোমার শাস্তি হবে।হে হে হে


আর,তোমরা মেয়ে রা সবাই কি মাথা আউলায়ে দেয়ায় পারদর্শী?

২০ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪২

সাকিরা জাননাত বলেছেন: আমার "সে........" কবিতার "হিমেল হাওয়ার ডানায় বসে" লাইন টা থেকে তুমি তোমার নাম রেখেছো হিমেল।
তার জন্য তোমার ও শাস্তি হবে ;) ;) ;)

২১| ২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:০৮

নুভান বলেছেন: হেহে আমিও একটা ব্লগ লিখছিলাম 'একাকিত্ব ' নামে কিন্তু এখন দেখি আমি বানান ভূল করছিলাম 8-|

২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:১৫

সাকিরা জাননাত বলেছেন: ই-কার, ঈ-কার এ পার্থক্য নেই এখন।আপনারটাই মনে হয় ঠিক।
:)

২২| ২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৮

পাপতাড়ুয়া বলেছেন: হা হা হা।নুভান ভাই তোমাকে একাকিত্ব বানান শেখাতে গিয়ে ভুল বানান ভুল করেছে।


"হিমেল হাওয়ার ডানায় বসে" ...হতে পারে।কারণ রাফ খাতায় নাম টা ছিলো নিহান,কিন্তু এখানে লেখার সময় নাম টা ভালো লাগছিলো না।হিমেল মাথায় আসলো।

যাও,গল্প টা তোমাকে দিয়ে দিলাম।তুমি রুপা।;););)

২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৭

নিউটন বলেছেন: সব ব্যাথাকে দূরে ঠেলে ভালোবাসার পথটি ধরে
বাইরে আসো মুক্ত মনে নুন্যতম শঙ্কা ছেড়ে।
কেনো তুমি রইলে বসে চার দেয়ালের বন্ধ ঘরে
হেলার ছলে ভবের পথে হারাও কেনো বারে বারে।

অনেক ভাবুক হইছে। +

০১ লা মার্চ, ২০১০ ভোর ৪:৫০

সাকিরা জাননাত বলেছেন: ধন্যবাদ আপেল মাহমুদ।;)

২৪| ০১ লা মার্চ, ২০১০ ভোর ৫:০১

ধ্রুব তারা বলেছেন: ভাল লাগল। আপনাদের লেখা দেখলে হিংসা লাগে। নিজের লেখার উপর যে বিশ্বাসটা কখনো অর্জণ করতে পারিনি, তা ধীরে ধীরে অবিশ্বাসের কোঠায় ঠেঁকে। তাই এখন আর পোস্ট দিই না। শুধু কমেন্ট করি।

০১ লা মার্চ, ২০১০ ভোর ৫:২১

সাকিরা জাননাত বলেছেন: পৃথিবীর বড় মানের মানুষরা সব সময় দেখলাম দিতেই বেশি পছন্দ করে, নিতে নয়।
তাঁদের মতে ........
তাঁরা পৃথিবীর জন্য অনেক কিছু করেও ভাবেন,পৃথিবীর জন্য বালুকণা পরিমান কিছুই করতে পারেননি।
আপনার মন্তব্য পড়ে আমি খুবই লজ্জিত, আর বুজলাম আপনি ভুবনের কোন পর্যায়ের বাসিন্দা।
অফলাইন বইএর চাহিদা দিনে দিনে বৃদ্ধি পাক।

২৫| ০৩ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৮

রিফাত হোসেন বলেছেন: ++

০৩ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৮

সাকিরা জাননাত বলেছেন: ধন্যবাদ রিফাত ভাই।:)

২৬| ০৩ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৫

জর্জিস বলেছেন: ++++++

১১ ই জুলাই, ২০১০ সকাল ৭:২০

সাকিরা জাননাত বলেছেন: ধন্যবাদ।:)

২৭| ১০ ই আগস্ট, ২০১০ রাত ১১:১১

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: একাকীত্ব নিঃশেষ হোক।

কবিতা ভালো লাগলো।

১১ ই আগস্ট, ২০১০ রাত ২:০৫

সাকিরা জাননাত বলেছেন: পুরানো কবিতা খুজে পড়েছেন দেখে ভালো লাগলো।
অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.