নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Never Give up

সাকলাইন তুষার

সব্যসাচী

সাকলাইন তুষার › বিস্তারিত পোস্টঃ

বাংলার হারকিউলিস

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

৭১-এ দুই লক্ষ মা-বোন ধর্ষণ হয়েছিলো।সেই ধর্ষনের জবাব বাংলার প্রকৃত মানুষ ৭১ সালেই দিয়েছিলো।দেশ স্বাধীন হলো।
তারপর?তারপর দিন যায়,অনেক কিছুই কমে গেলো,থেমে গেলো,কিন্তু কমলো না ধর্ষণ।দিন দিন ধর্ষনের পরিমান বেড়েই চলতে লাগলো।বিবাহিত মহিলা,যুবতী,বৃদ্ধা ,এমনকি ধর্ষনের ওই নির্মম ধাবা থেকে রেহাই পায়নি শিশু বাচ্চারাও।
থানা পুলিশ কতো কিছুই না হয়,কিন্তু এই ধর্ষনের মতো জঘন্য কুকর্ম থামেনি,সমাজ থেকে দূর হয়নি।দিন দিন বেড়েই যেতে লাগলো।
মানুষ প্রতিবাদ করতো,কিন্তু এই প্রতিবাদকে অনলাইন বা ফেসবুক প্রতিবাদ বললেই ভালো হবে।অনলাইনে ঝড় উঠতো,
তারপর?তারপর দু-একদিন পর সেই প্রতিবাদও থেমে যেতো।
জনগনের বন্ধু নামক ওই পুলিশ বাহিনী দিয়েও এই জঘন্য কুকর্ম টা থামানো সম্ভব হয়নি ।হয়তো বড়োজোর কিছুদিনের জেল হতো,জরিমানা হতো।
বেশিরভাগ ক্ষেত্রে তাও হতো না।ধর্ষক টাকা পয়সা দিয়ে বেচে যেতো।
মানুষ আর কতো সহ্য করবে? সহ্যের বাঁধ যখন ভাঙতে লাগলো,ঠিক তখনি চলে আসলো 'হারকিউলিস'।
হারকিউলিস?? ইংরেজি মুভির সেই হারকিউলিস??-না,এই হারকিউলিস সেই হারকিউলিস না।এই হারকিউলিস ইংরেজি মুভির হারকিউলিস না।এটা রিয়েল হারকিউলিস,এটা বাংলার হারকিউলিস,ধর্ষকদের জন্যে যমদূত।
এই সমাজে যেসব ধর্ষকদের শাস্তি হতো না,হারকিউলিস সেইসব ধর্ষকদের শাস্তি দেয়।আর সেই শাস্তি হলো মৃত্যুদন্ড।

এইতো সেদিন এক ধর্ষককে তার পাপ্য শাস্তি দিয়ে তার গলায় ঝুলিয়ে দিয়েছে এক চিরকুট 'আমি ধর্ষক'।
আবার আজকেই ঝালকাঠিতে এক ধর্ষককে তার পাপ্য শাস্তি মৃত্যুদন্ড দিয়ে তার গলায় ঝুলিয়ে দিয়েছে 'ধর্ষকের পরিণতি ইহাই। ধর্ষকেরা সাবধান— হারকিউলিস।’
বাংলার আইন যা করতে পা্রেনি না,তা করে দেখাচ্ছে এই হারকিউলিস।আইনের চোখে হয়তো সে অপরাধী,কিন্তু সমাজের চোখে,ধর্ষিতার চোখে হারকিউলিস একটা হিরো,রিয়েল হারকিউলিস।
ধর্ষকেরা সাবধান।
"মানুষের আইন হাতে তুলে নেয়া খারাপ কিছুরই ইঙ্গিত দেয়।তবে খারাপ থেকে যদি ভালো কিছু হয় তাহলে খারাপ ই ভালো"।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: সরকারের উচিত এ বিষয়ে খুব বেশি মনোযোগ দেওয়া।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১০

সাকলাইন তুষার বলেছেন: কোনটা? হত্যা নাকি ধর্ষণ ?

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০২

অদৃশ্য প্রতিভা বলেছেন: আমাদের দেশের পুলিশ এখন হারকিউলিস কে গ্রেফতারের জন্য উঠেপড়ে লাগবে। অথচ ধর্ষক নামক জন্তুগুলো দেদারসে পুলিশের নাকের ডগা দিয়ে চলাফেরা করবে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৩

সাকলাইন তুষার বলেছেন: এগুলার পিছনে সরকারের হাত নাইতো আবার!!

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮

অর্থনীতিবিদ বলেছেন: এরকম আরো হারকিউলিস চাই।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৫

সাকলাইন তুষার বলেছেন: বিষয় টা খুবই ক্রিটিকাল

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৬

আরোগ্য বলেছেন: এমন হারকিউলিসের উদ্দেশ্য সফল হোক এই প্রার্থনা করি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭

সাকলাইন তুষার বলেছেন: হ্যা ভাই,যদিও আইনের চোখে সেও অপরাধী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.