নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনেছি ছুরির ভাষা\nফুটে উঠা রক্তকথা \nনিজেরে দিয়েছি খুনে;\nমাটিচাপা নিরবতা।

সাকলাইন সজিব

কবি

সাকলাইন সজিব › বিস্তারিত পোস্টঃ

বার্তাবাহক

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪০

শরীরভর্তি মাছি, তাড়াতে পারি না।
অক্ষমতা জেকে বসে!
মাছিরা মৃত্যুর বার্তাবাহক
উড়ে এসে জুড়ে বসে
শরীরমন্দিরে।
সমূহ মৃত্যুর কথা আন্দাজ করতে পারি!
চোখ থেকে,
মুখ থেকে
উবে যায় প্রাণোচ্ছলতা।
মাছিরা সংগীতে মূর্চ্ছনা যায়
পান করে যাবতীয় আয়ুরস।
শুভাকাঙ্ক্ষীরা এগিয়ে আসে,
ফুল রাখে,
কফিন সাজায়
কফিনভর্তি মাছি, তাড়াতে পারি না !



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কফিনভর্তি মাছি, তাড়াতে পারি না। কোথা থেকে কোথায় নিয়ে গেলেন, চমকে ওঠার মতো।

ভালো লেগেছে।

সাকলাইন সজিব, আপনি ব্লগে নতুন কিনা জানি না। কোনো পোস্টে কেউ কমেন্ট করলে তার উত্তর দেয়া উচিত। প্রতি কমেন্টের উপরে ডানদিকে সবুজ রঙের একটা বাঁকা অ্যারো চিহ্ন আছে। ওটাতে ক্লিক করলে কমেন্টের রিপ্লাই বক্স আসবে। উত্তর লিখে 'মন্তব্য প্রকাশ করুন'-এ চাপ দিন।

শুভেচ্ছা আপনার জন্য।

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪০

সাকলাইন সজিব বলেছেন: আমি আসলে কবিতাগুলো সামুতে রাখতেছি। লেখার সংখ্যা তো অনেক। আস্তে-ধীরে কবিতাগুলোও পোস্ট করবো এবং আপনাদের মন্তব্যেরও জবাব দেবো। কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৪

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভব প্রকাশ

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪০

সাকলাইন সজিব বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

খায়রুল আহসান বলেছেন: কফিনভর্তি মাছি, তাড়াতে পারি না - এর পর আসবে পোকা মাকড়, হয়তো বিবরবাসী কিছু জীবজন্তুও। সেগুলোকেও তাড়ানো যাবে না। ওদের আহার্যে পরিণত হতে হবে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪১

সাকলাইন সজিব বলেছেন: ধন্যবাদ।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখক বলেছেন: আমি আসলে কবিতাগুলো সামুতে রাখতেছি।

এ কাজটা আমি নিজেও করতাম আগে। তার জন্য আপনি যেটা করবেন, পোস্ট পাবলিশ করার সময়ে বাম দিকে একটা ঘর দেখুন লেখা আছে 'পোস্টটি প্রকাশিত হবে'- তার নীচে 'প্রথম পাতা'। আপনি প্রথম পাতা থেকে টিক চিহ্নটি উঠিয়ে দিলে আপনার পোস্ট প্রথম পাতায় যাবে না। এক পোস্টে আপনার অনেকগুলো কবিতাও রাখতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.