![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই তুমিতো লেংটা এসেছিলে
যেমন আমি এসেছি ধরায়,
তুমি আবার লেংটা হবে
নতুন সুখে জলসায়।
তুমি কাঁদবে আজ সুখে
ভিজে যাবে গোপন রসে!
সময়ের সাথে যৌবনের আগুন
নিভে যাবে দেখবো আমি বসে!!!
তোমাকে দেখার স্বাদ আগেও ছিলো
তবে এখন ভিন্নতায় নিয়েছে রূপ,
দেখেছি কোমর ভরে
আজ আমার দেহ আনন্দে হয়েছে চুপ।
তুমিই পারো তোমার মত করে
দিতে আনন্দের রসালো তারুণ্য,
তোমার ছোঁয়া পেয়েছি তাই
আমার সারা দেহ হয়েছে অনন্য।
তুমি বলেছিলে চুপিচুপি লজ্জায়
রাঙা মনের কথাটি,
আমি নিলজ্জ তোমার জন্য
আমি আপন করেছি শীতল পাটি।
শীতল পাটিটি সীতল ছিলোনা
নির্ভয়ে বলতে পারি তুমি শোনো!
চুলার আগুনের মত জ্বলেছে তখন
ছাঁই গুলো স্মৃতির পাতায় আছে এখনো।
০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১
প্রতিবাদী ডাঃ আবদু সালাম বলেছেন: প্রতিনিয়ত আমি অবাক হচ্ছি!!!!! প্রথম পাতায় প্রকাশিত না হয়েও আমার লেখা আপনার নজরে..... সাথে মন্তব্যও!!!! ধন্যবাদ।
২| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮
বিজন রয় বলেছেন: এটি তো প্রথম পাতায় এসেছে। তাই দেখেই তো প্রথম মন্তব্য করলাম। তা এত অবাকের কি আছে বলা যাবে কি?
০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৫
প্রতিবাদী ডাঃ আবদু সালাম বলেছেন: প্রথম পাতায় খুঝতে খুঝতে আমি হয়রান!!!! কিন্তু খুঝে পাইনি। তাছাড়া আমাকে এখনো প্রথম পাতায় সুযোগ দেয়া হয়নি। এখানেই তো অবাক হবার বিষয়!!!
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৩
বিজন রয় বলেছেন: সুন্দর কবিতা।
+++++