![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহ এক ও অদিত্বীয়, তার কাছে সাহায্য চাই
বাংগালী হয়ে সিরাম এক অপরাধ কইরা ফালাইছি। যদি সুযোগ থাকত তয় আল্লাহরে কইতাম, আল্লাহ আমারে আর যে জাতি ই বানান আপত্তি নাই, মাগার বাংগালী বানাইয়েন না। যে জাতি মরা মাইনষের লাশ নিয়ে রাজনীতি করবার পারে, তাগো দলে আমি নাইক্কা।।
জামাত না করিলে নাস্তিক আর করিলে রাজাকার, যুদ্ধাপরাধীদের বিচার চাইলে নাস্তিক আর না চাইলে রাজাকার। হিন্দুদের পক্ষে তাদের অধিকার চাইলে মালাউন, আর না চাইলে সংখ্যালঘুদের উপর নির্যাতনকারী—বলেনতো ভাই বাংগালীজাতি কি এক গ্যারাকলের মধ্যে পরে আছে।
মনে কিছু নিবেন না। বেশি রাগ উঠলে মানুষ নাকি তার আঞ্চলিক ভাষা বলে- কথাটি আমার নয়, গোপালভারের।। আমার মন আজ বেসম্ভব রকমের খারাপ। কেন খারাপ হবে না বলুনঃ-
১, আওয়ামী লীগ:-
আওয়ামী লীগের দুর্নীতি, শেয়ার কেলেংকারী, হলমার্ক কেলেংকারী, পরাগ অপহরন, বিশ্বজিত হত্যা, লিমনের পুংগুত্ব, পদ্মা সেতু মঞ্চ ইত্যাদি ইত্যাদি দেখার পর আওয়ামী লীগকে ভোট দেওয়া যায় না।
এই দলের আমলেই বাকশাল গঠন, জনগনের রাজনীতিতে অংশ গ্রহনে বাধা ইত্যাদি সংগঠিত হয়। ছাত্রলীগ নামের অংগসংগঠন যা করেছে, তাতে শিক্ষা ব্যবস্থা ১২টা না বাজলেও বাদ নেই।
এছাড়াও একসরকার বাংলার মাটিতে দু’বার খুব কম সময়ই এসেছে।তাই এই দলে ভোট দিলেও জিতে কিনা সন্দেহ। ভোট দিয়ে লাভ কি??
২, বিএনপি
আওয়ামী লীগকে ভোট দিব না, তাই পরের কাতারে আসে বিএনপি। কিন্তু বিগত সরকারের আমলে তারা যে ঝিলিমিলি রঙ্গ-মঞ্চের জন্ম দিয়েছিল তা ভুলি নাই, দুর্নীতি, সংখ্যালঘুদের বাড়ীতে হামলা, বর্তমান সরকারের ভুলগুলোর বিপরীতে আন্দোলন করে জামাতের কয়েকজন অপরাধীদের বাচানোর চেষ্টা, সর্বোপরি ক্ষমতায় যেতে যেকোন কাজ করতে এদের জুরি মেলা ভার।
বিএনপি নেতা যেভাবে সবাইকে নাস্তিক বলে তাতে উনি নিজেই নাস্তিকের কাতারে পড়েন। আসুন এই সুযোগে একটি হাদিস জেনে নিইঃ অযথা কাউকে নাস্তিক বা কাফের বলা ঝুঁকিপূর্ণ কাজ!
قال المستبان ماقالا فعلى البادى مالم يعتد المظلوم- رواه مسلم
:[হযরত আবু যার(রা) থেকে বর্নিত] রাসুল সা. বলেছেন, যে ব্যাক্তি কাউকে কাফের বলে ডাকে অথবা আল্লাহর শত্রু বলে, অথচ ( যাকে কাফের ও আল্লাহ তাআলার শত্রু বলা হচ্ছে) সে তা নয়, তখন তার কথা নিজের দিকে ফিরবে।বুখারী ও মুসলিম , মিশকাতঃ৪৬০৬ অধ্যায়ঃজিহ্বার সংযম,গীবতগাল-মন্দ প্রসঙ্গে।
হযরত আব্দুল্লাহ বিন ওমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন-যে ব্যক্তি তার অপর কোন ভাইকে কাফের বলে, তাহলে তা উভয়ের যেকোন একজনের দিকে ফিরবে। যদি সে যেমন বলেছে বাস্তবে তা’ই হয়, তাহলেতো ঠিক আছে, নতুবা উক্ত বিষয়টি যে বলেছে তার দিকেই ফিরে আসবে।
{সহীহ মুসলিম, হাদীস নং-২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-২৫০, মুসনাদে আহমাদ, হাদীস নং-৫০৩৫, মুসনাদে আবী আওয়ানা, হাদীস নং-৫৪, শুয়াবুল ঈমান, হাদীস নং-৬২৩৭
এখন বলুন, জেনে শুনে নাস্তিকের দলে যাই কিভাবে??
তাই এরাও বাদ।
৩, জাতীয় পার্টি
জাতীয় পার্টি এর পরের অবস্থানেই থাকবে। এই দলটি ৮বছরের মত দেশ শাষন করেছে যদিও দলটির ক্ষমতা দখলই ছিল বে-আইনীভাবে।বয়স্কদের মুখে শুনেছি, এই দলের সময় গ্রামাঞ্চলের, কৃষি ও কৃষকের সবচেয়ে বেশি উন্নতি হয়।
কিন্তু এরশাদ চাচার এই দল সময় মত নির্বাচন দেয়নি, ৮৯তে নুর-হোসেন হত্যা, গনতান্ত্রীক অধিকারের উপর হামলা সর্বোপরি স্বেরশাষক কে ক্ষমতায় আনার কোন চিন্তা-ভাবনা আমার নেই।
বিদিশা আন্টির রে নিয়ে ক্যাচাল।
মাঝে মাঝে এ দলের চেয়্যারম্যানের কথা শুনে বুঝা যায় না কি তার উদ্দেশ্য, কি বা তার বিধেয়। তাই রকম দল ক্ষমতায় এলে কি হবে তা আল্লাহ ই ভাল জানেন।
তাই ইনিও বাদ।
৪,জামাতে-ইসলামী
এর পরের কাতারে আসে জামাতে-ইসলামী। দলের নামের সাথে ইসলাম থাকলেও এরা যে ইসলামপন্থি দল নয় তা অবিশ্বাস করার লোক খুব কম(কাঠালপাতা খাদক ব্যতিত)।
এরা যে পরিমান মিথ্যাচার করে যেমন সায়দীর চন্দ্রাভিজান, শাহবাগে যারা আছে তারা নাস্তিক যদিও ২/৪জন নাস্তিক আছে তবে সবাই নয় (উপরিউক্ত হাদিস প্রযোজ্য) আর মিথ্যাপ্রচারনার মাধ্যমে সাধারন মানুষকে বোকা বানানো ইত্যাদি ইত্যাদি।
এছাড়া, যে দল এদেশের স্বাধীনতা বিরোধী ছিল, সেই দলকে ভোট দিলে ৩০লক্ষ শহীদের কাছে জবাব দিতে পারব না। তাই এই ধর্ম ব্যবসায়ীর দল ও বাদ।
৫, বামদল
বামদলগুলোর উদ্দেশ্য ধর্ম নিরপেক্ষ দেশ করা, বাম ঘড়ানার নেতারা সৃষ্টিকর্তার প্রতি খুব একটা বিশ্বাসী বলে মনে হয় না। কারন বাম রাষ্ট্রগুলোতে বেশিরভাগই ধর্মীয় রীতি-নীতির গুরুত্ব কম।মুসলিম হিসেবে যা মেনে নিতে পারব না।
তাছাড়া সমাজতন্ত্রের যে বুলি তারা আওরান সেটা শুনতে ভাল লাগলেও বাস্তবে প্রয়োগের সম্ভবনা কম। সকলের সম অধিকার বলতে খুবই সহজ কিন্তু প্রতিষ্ঠা করা কঠিন।কাজেই এটা মিথ্যা আস্বাস ছাড়া কিছু নয়।
তাছাড়া, এই ঘড়ানার দলের নেতারা সারাজীবন মার্ক্স কিংবা লেনিনের কথা বলে, শেষকালে আওয়ামী কিংবা বিএনপিতে যোগ দেয় ক্ষমতা কিংবা মন্ত্রীত্বের লোভে।
কাজেই লোভীদের দলও বাদ।
৫,অন্যান্য দল
এছারা অন্যান্য যে সকল দল রয়ছে তাদের এককভাবে ক্ষমতায় আসা সম্ভব নয়। কোন কোন দল এক বা দুই আসনে প্রার্থী দেয়। কাজেই ক্ষমতায় তারা কোন কস্মিনকালে আসতে পারবে কিনা সন্দেহ আছে।
পরিশেষ
এখন বুঝতে পারছেন বাংগালী জাতির জ্বালা। এজালা ত্রিকুন প্রেমে ছ্যাকা খাওয়ার থেকেও কষ্টদায়ক। তারপরেও আশায় বুক বাধি যদি বাংগালী রাজনীতিবীদেরা একটু সততা আর নিষ্ঠার সাথে দেশ শাষন করেন তাহলেই আমাদের উন্নতি অবধারিত। কিন্তু কবে যে সেই সুদিন আসবে… আল্লাহ ই জানেন।
কারও দলীয় অনুভুতিতে আঘাত লাগলে নিজগুণে ক্ষমা করবেন
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭
সালাউদ্দিন আহমেদ বলেছেন: সুযোগ দিতে চাই না। এখন কি করব??
২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯
কৌতুহল বলেছেন: দেশের স্বার্থে, মানুষের স্বার্থে শাহবাগের মঞ্চ থেকে নতুন রাজনৈতিক দল করা হোক। দেখা যাক এরা বাংলাদেশের ভাগ্য বদলাতে পারে কি না।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩
সালাউদ্দিন আহমেদ বলেছেন: এমনিতেই খারাপের দলে দেশ ভরে গেছে। ২/৪টা যা ভাল মানুষ আছে তাদের খারাপ বানানোর ইচ্ছা নাই।
রাজনীতিবিদরা নিজেরা না বদলালে কিছুই করার নাই।
৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২
পথ-হারা এক পথিক বলেছেন: আমরা জম্মসুত্রেই অভাগা- এটুকুই
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২
সালাউদ্দিন আহমেদ বলেছেন: ২০০% সহমত
৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০০
জেবিন বোস্টন বলেছেন: প্রিয়তে রাখলাম।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩
সালাউদ্দিন আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই
৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১২
টাইম পাস বলেছেন: ২০০০% সহমত
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪
সালাউদ্দিন আহমেদ বলেছেন: ্ধন্যবাদ
৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১৯
পেন্সিল স্কেচ বলেছেন: ভাই তাগো সকলের শিং আছে , কারো ৩ টা কারো ৪ ডা :p
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৩০
সালাউদ্দিন আহমেদ বলেছেন: ভাই, একদম সঠিক
৭| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৬
মিজভী বাপ্পা বলেছেন: আমি না ভোট দিব
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬
সালাউদ্দিন আহমেদ বলেছেন: না দিলেও লাভ নাই। উনারা এমনিতেই ক্ষমতায় আসবেন।
৮| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৩
সাইফ সামির বলেছেন: কাউরে ভোট দিই নাই জীবনে, দিমুও না কাউরে।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭
সালাউদ্দিন আহমেদ বলেছেন: আমারে ভোট দিয়েন। তবে নির্বাচনে দাড়াব না।
৯| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৫১
অলওয়েজ ড্রিম বলেছেন: ওরে সবুজ ওরে আমার কাঁচা
আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।
দেশ যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে তাতে আমার কোন সন্দেহ নাই যে, নতুন ও নবীণ নেতৃত্বের আগমন উপলক্ষে বাংলাদেশের প্রসব বেদনা চলছে।
জনগণ আজ প্রতিটি দলের ব্যাপারে হতাশ। কারো উপরে তাদের আর আস্থা নাই। সুতরাং এই মুহূর্তে সকলের সচেতনতা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭
সালাউদ্দিন আহমেদ বলেছেন: সহমত
১০| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৭
আশফাক সুমন বলেছেন: শত ভাগ সহ মত।
কোন দলকেই ভোট দেয়া সম্ভব না।
ভোট কেন্দ্রে যেয়ে ভোট টা নষ্ট করে আসব, যেন কেও দয়া করে আমার ভোট টা আমার অনুমতি( !) ছাড়াই আমার পক্ষ থেকে দিয়ে দিতে না পারে ।
ধন্যবাদ
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯
সালাউদ্দিন আহমেদ বলেছেন: হ হয়ে গেলাম ভাইজান। আপনার ভোট আমি দিয়ে দিব কিন্তু কাকে???
১১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৬
অসীম নীল বলেছেন: এরা ছাড়া তো আর কেউ নাই। আমুল পরিবর্তন ও সম্ভব না রাতারাতি। আমরা হইলাম গাধা। চোখের সামনে মূলা ঝুলতেছে আর আমরা দৌড়াইতেছি।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯
সালাউদ্দিন আহমেদ বলেছেন: খাটি কথা বলেছেন ভাই
১২| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৬
ফরহাদুল হাসান অভি বলেছেন: দল দেখার দরকার নাই। যেহেতু নতুন কোন শক্তির আগমন হচ্ছেনা তাই আপনার নির্বাচনী এলাকার সবচেয়ে যোগ্য ব্যাক্তিটিকে ভোট দিবেন। যদি মনে হয় কেউ যোগ্য না তাইলে মূল্যবান ভোটটা নষ্ট করার দরকার নাই।
@c‡jKDxkZsZzinVj শাহবাগ মঞ্চ থেকে নতুন দল গঠন এখন আর সম্ভব না। দেরি হয়ে গেছে। আর এখন চাইলে লীগ আর বিএনপি তা হতে দিবেনা।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১০
সালাউদ্দিন আহমেদ বলেছেন: যুক্তি আছে । কিন্তু কে যে যোগ্য সেটা বুঝাই দায়
১৩| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৮
কাজী মামুনহোসেন বলেছেন: হেডলাইনের সাথে ১০০% সহমত.....
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১১
সালাউদ্দিন আহমেদ বলেছেন: না পড়েই কমেন্ট দিলেন??? লেখার সাথে একমত না??
১৪| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫১
স্বাধীন শোয়েব বলেছেন: জনগন যেমন তাঁর নেতাও তেমন।
শিং ছাড়া যেটা আছে সেটা নিরাপদ......কি বলেন?
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩
সালাউদ্দিন আহমেদ বলেছেন: আপনে মনে হয় গরুর দাবরানি কিংবা ঢুস খান নি।।
ভাইজান
১৫| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫২
শের শায়রী বলেছেন: কি করব ভাই একটু বলেন তো। সমাধান কি?
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬
সালাউদ্দিন আহমেদ বলেছেন: ১০০% সমাধান। আমাকে ভোট দিন যদিও নির্বাচনে আমার কোন নাম নাই, ব্যালটে আমার মার্কা নাই।
সৎ থেকে যাকে ভাল মনে হয়, যিনি আপনার আমার সকলের জন্য কাজ করবে তাকে দিন।
অনেক এলাকার বিএনপির প্রার্থী ভাল, অনেক এলাকায় আওয়ামী প্রার্থী, অনেক এলাকায় জাতীয় পার্টির প্রার্থী.।।
মোটকথা মানুষ দেখে ভোট দেন, মার্কা দেখে নয়
১৬| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
সত্যি আমাদের হাতে কোন আল্টিমেট চয়েস নেই। একদমই সত্যি কথা। আমার রাজনৈতিক সমর্থন এন্টি-জামাত।
তবে দেশের স্বার্থে একজনকে পছন্দ করতেই হতো। পরিশুদ্ধ বিএনপিই ভাল হতো, কিন্তু বিএনপির মাঝে এমন কোন লক্ষণ দেখা যাচ্ছেনা। ওরা জামাত ছেড়ে দিলে, তারেক এর মতো লোকদের বর্জন করে একটি সঠিক রাজনীতিক পরিবেশ তৈরি করলে মানুষের জন্যে বিষয়টি সহজ হতো।
আওয়ামীলীগ এমন কিছুই করেনাই যে তাদের ভোট দিতে হবে। কিন্তু তাই বলে ক্ষমতা কি করে বা যুদ্ধপরাধি দল বা তাদের দোসর এর হাতে তুলে দেই? মৌলবাদী-জঙ্গিবাদীর গ্যাঁড়াকলে দেশকে ফেলে দেবার ঝুঁকিই বা কি করে নেয়া ঠিক হয়ে যায়?
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭
সালাউদ্দিন আহমেদ বলেছেন: আমি স্বল্পজ্ঞানী মানুষ। তাই আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম না।
১৭| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৬
বিপদেআছি বলেছেন: বিশাল বিপদ।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮
সালাউদ্দিন আহমেদ বলেছেন: বিশাল বিপদ
১৮| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৩
আমরা তোমাদের ভুলব না বলেছেন: আমরা চাদর বাবা ইমরানকে ভোট দিবার পারি।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯
সালাউদ্দিন আহমেদ বলেছেন: আমি কাউকে ভোট দিতে বলি নাই।
খামোখা কাউকে নিয়ে টানাটানি করার জন্য অন্য ব্লগে যান। আমার ব্লগ আপানার জন্য না।
১৯| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৪
মো কবির বলেছেন: ভোট পেছন দিয়া দিমু,
শত শত মানুষ মাইরা আর মারার সুযোগ কইরা দিয়া আবার ভোট ???
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২০
সালাউদ্দিন আহমেদ বলেছেন: আপনার কথার মাথা-মুন্ডু বুঝতে পারলাম না।
বুঝায়ে দেন স্যার পিলিজ
২০| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৭
মিথানল বলেছেন: চমৎকার একটি সুন্দর দেশ পেয়েছি আমরা। কিন্তু অল্প বিদ্যা, লোভী রাজনীতিবিদদের জন্য আজ দেশের প্রতি দেশের মানুষদেরই চির ধরেছে। কত বড় খারাপ এসব রাজনীতিবিদ, যারা বলে- ক্ষমতায় গেলে আমরাও দেখিয়ে দিবো।
কুত্তা কাউকে কামড় দিলে ঐ লোক যদি কুত্তারে কামড় দেয়ানোর জন্য ওৎ পেতে থাকে তাহলে ঐ ব্যাডায় একটা আহাম্মকই না ছাগল ও কুত্তা। বর্তমানে রাজনীতিবিদদের অবস্থা এ রকমই, কেউ যদি ইট মারে অন্যরা মারে বোমা। এরা সবাই আহাম্মদ। কেউ কাউকে ছাড় দিতে নারাজ।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১
সালাউদ্দিন আহমেদ বলেছেন: সত্য কথা। একদম সহমত
২১| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমার মতামত খুবই ছোট। জামাত এবং এর দুর্গন্ধ যেখানে থাকবে সেখানে আমি যাবো না।
আর দুর্ভাগ্য এই যে সবগুলা বিভিন্ন রঙ্গের ঢংএর বাটপার।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২২
সালাউদ্দিন আহমেদ বলেছেন: আপনার মতামতকে শ্রদ্ধা করি। কিন্তু সবাই যে একমত পোষন করবে তা কিন্তু ঠিক না।
ধন্যবাদ
২২| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: দুর্ভাগ্য এই যে সবগুলা রাজনৈতিক দলই বিভিন্ন রং ঢং এর বাটপার।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২২
সালাউদ্দিন আহমেদ বলেছেন: সহ মত
২৩| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৮
দখিনা বাতাস বলেছেন: মিনিমাম একটা টপ রাজাকার, মানে হইলো, গোলাম আজম, নিজামি, কামরুজ্ঝামান, মুজাহিদী, সাইদি এমন যে কোন একটা ,,,,আবার বলতেছি সব কয়টাও দরকার নাই, মিনিমাম একটারেও যদি আওয়ামীলীগ ফাসিতে ঝুলাইয়া দিয়া যাইতে পারে, তাইলে আওয়ামীলীগরে ভোট দিমু।
কারন, তখন নৌকা ছাড়া গতি নাই। ঠিক যখন একটা ফাসিতে ঝুলবো, ঠিক ঐ মুহুর্ত থেকে শেখ হাসিনা থেকে শুরু করে, ট্রাইবুনালের বিচারপতি, আইনজীবি, শাহবাগের লাকি আক্তার, ইমরান সরকার, এমনকি এই ব্লগের যে সকল ব্লগার ফাসির দাবীতে পোস্ট আর কমেন্ট করে আসছে, এমনকি আমি নিজেও--- আমাদের সবার মৃত্যুর পরোয়ানা জারী করবে জামায়াত শিবির আর তার সাথে বিএনপি। কাজেই, মিনিমাম একটারও যদি ফাসি হয়ে যায়, তাইলে নিজের জীবন বাচানোর জন্য হলেও আওয়ামীলীগকে ভোট দিতে হবে।
ব্লগের যারা মনে করছেন কিছু হবে না, তাদেরকে বলি, নিশ্চয়ই খেয়াল করেছেন, আমারদেশ সব ব্লগারদের সব কিছু জানে। জামাত শিবির নির্বাচিত হওয়ার পরের দিনই ওরা যাবে বিটিআরসিতে আর আইপি দিয়ে খুজে খুজে আমরা যারা দেশে থাকা ব্লগার, তাদের ধরবে আর জবাই করবে। যারা মনে করছেন খুজে ধরা এত সোজা না,তাদের জন্য বলি, আমি নিজে তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করি, নিজেই জানি কিভাবে ইন্টারনেট আর মোবাইল থাকলে আর বিটিআরসির সহযোগিতা পেলে কত সহজ কাউকে ধরা।
আর যদি না হয় ফাসি, তাহলে বিএনপিকে দিবো ভোট এর পরের নির্বাচনে।
কারন, আওয়ামী লীগ, বিএনপি ২টা একই। সবাই চুরি করে।
রাজাকারের ফাসির উপরেই নির্ভর করচে সব কিছু। ফাসি একটা হলেই কোন কথা নাই, আগে নিজের জীবন বাচাও, নৌকায় ভোট দাও। নিজে বাচলে বাপের নাম।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪
সালাউদ্দিন আহমেদ বলেছেন: ভয় দেন কেন?? আমি যে লেখা লেখি তাতে আমার ভয় পাওয়ার ই কথা
২৪| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮
হাসি .. বলেছেন: ভোটই দেবনা
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫
সালাউদ্দিন আহমেদ বলেছেন: আমাকে দিতে পারেন। মার্কা ছাড়া যায়গাতে সিল মারবেন।
২৫| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬
হাসি .. বলেছেন: ইমো এটা হবে
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬
সালাউদ্দিন আহমেদ বলেছেন: আপনার ইমো দেখে ভয় পাইছি।
ধন্যবাদ
২৬| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬
মাহ্ফুজ বলেছেন: হেফাজতে ইসলামীর ইসলাম হেফাজত এবং নাস্তিকদের ব্যাপারে কিছু কথা
Click This Link
২৭| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২
সোহানী বলেছেন: হা সহমত। আমি তাকিয়ে আছি তরুণ সমাজের দিকে......দলের কর্মী ছাড়া দেশে কি আর তরুন নেই...অবশ্যই একদিন তারা আসবে মাহাতি মো:/মেন্ডেলা/শাভেজ হয়ে.... আমরা তার অপেক্ষায়........।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬
সালাউদ্দিন আহমেদ বলেছেন: আমিও
২৮| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
সোহানী বলেছেন: হা সহমত। আমি তাকিয়ে আছি তরুণ সমাজের দিকে......দলের কর্মী ছাড়া দেশে কি আর তরুন নেই...অবশ্যই একদিন তারা আসবে মাহাতি মো:/মেন্ডেলা/শাভেজ হয়ে.... আমরা তার অপেক্ষায়........।
সহমত
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬
সালাউদ্দিন আহমেদ বলেছেন: আমিও
২৯| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭
সায়েম মুন বলেছেন: সবই তো আপনি কৈলেন। আমি আর কি কমু।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭
সালাউদ্দিন আহমেদ বলেছেন: যেগুলো বাদ আছে সেগুলো বলেন।
৩০| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩
মো কবির বলেছেন: ভাই কার কথা কইবেন সবাই ওরা একই নদীর জেলে, শুধু সুবিধাবাদী।
আসুন ভাই ঐ সব নোংরা রাজনীতিবিদের কপালে লাথি মেরে,
আমাদের দেশ আমরাই গড়ি, সবুজে শ্যামলে।
যোগ দিতে পারেন আমাদের এই গ্রুপেView this link
.
.
.
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭
সালাউদ্দিন আহমেদ বলেছেন: সহমত
৩১| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২
এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: বাংলাদেশ না বালের দেশ তবুও ভালবাসি ।মা এবং মাতৃভূমি স্বর্গের চেয়ে প্রিয় ।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
সালাউদ্দিন আহমেদ বলেছেন: দেশকে গালি দিবেন না। মানুষ খারাপ হতে পারে কিন্তু দেশ কখনও খারাপ হয় না।
৩২| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১
বাংলার হাসান বলেছেন: কাকে ভোট দিব?? আলীগ, বিএনপি, জাপা, জামাত, বাম সবই এক গোয়ালের গরু, কোনটার শিং আছে আর কোনটির নাই সহমত।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯
সালাউদ্দিন আহমেদ বলেছেন: ধন্যবাদ
৩৩| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯
দুঃখ বিলাসি বলেছেন: সহমত।
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
সালাউদ্দিন আহমেদ বলেছেন: ধন্যবাদ
৩৪| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৯
আমি রুমন বলেছেন: Click This Link
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
সালাউদ্দিন আহমেদ বলেছেন: হমম, পড়লাম
৩৫| ২১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৪
রিফাত হোসেন বলেছেন: Click This Link আসেন এক হই........ এক জাতি এক ভাষা,,,,,,,,,,,,,,, বাংলাদেশ আমাদের অধিকার
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৩
সালাউদ্দিন আহমেদ বলেছেন: হম ।
৩৬| ১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
বাধা মানিনা বলেছেন: জাকের পার্টিই এখন একমাত্র পার্টি যাকে ভোট দেওয়া যায়
৩৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৩
সালাউদ্দিন আহমেদ বলেছেন: আল্লাহ জানেন উনারা কতদিন ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৩
মো: আতিকুর রহমান বলেছেন: আমাদের জনগনেরও দোষ আছে। আমরাও ভালো না। চোরকে সুযোগ দিলে চোর তো চুরি করবেই স্বাভাবিক...