![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আবেগহীন এক মানব ।তবে আমার ও মাঝে মাঝে ভালো লাগে,ভালবাসতে ইচ্ছে হয়!সবাই আমাকে অনেক ভালোবাসে তাই সবার কাছে ঋণী । মাঝে মাঝে আমার প্রচণ্ড রাগ হয় আবার পরক্ষনেই সব ভুলে যাই @@@
তোমায় নিয়ে আজ হারাবো-
ফ্রেমের ভিতর বন্দি হয়ে;কাটছে জীবন,ফ্রেমেতে বাঁধা-
তোমার পানে চেয়ে থেকে,কত যে রাত জাগা ।
এইতো জীবন কাটছে আমার,কাটছে না তো বেলা-
তবে কি গো থাকব আমি,থাকব একেলা !
তুমি ছাড়া নেইতো কেউ,যে পরাবে মালা-
কাকে দিবো?দিবো আমি,দিব ফুলের ডালা ।
খুঁজছি আমি সারাটা পথ,কেউ দেয়নি সাড়া-
বুঝছি না তো সবার কেন?আছে এতো তাড়া !
তোমার কাছে হয়নি কথা,যেসব আমার বলা-
বলবো সেসব,হবে কি গো?বাকিটা পথ চলা ।
দিনের কাছে নিচ্ছি ছুটি,রাত কি দিবে সাড়া-
একা একা কিছুটাক্ষণ গুনবো রাতের তারা !
চাঁদ যদি তাই;করে আবার,আমার সাথে আড়ি-
কেমনে দিবো,তখন আমি,বাকিটা পথ পাড়ি ।
এই যে আমার বন্ধু যারা,আছে সারি সারি-
তারা আবার কখনো তো?যাবে না কো ছাড়ি !
কার পানে যে,মুখ লুকাবো!না ই আছে জানা-
আঁখি জলে স্মরণে তাই,কেন এতো মানা?
অল্প করে দূরের পথ;দিবো মোরা পাড়ি-
থাকবে না কেউ তখন,থাকবে না কো গাড়ি!
সত্যি করে বলছি তবে,হারাবো দুজনায়-
কখনো বা মিলবো দুজন,গোধূলি বেলায় ।
নয়ন নদীতে আজ ভিজবো দুজন-
শুনাবো তোমায় পাখির কুজন!
মিলবো দুজন আকাশের ঐ,ঐ সে নীলিমায়-
পাড়ি দিবো সাগর-নদী কিংবা হিমালয় ।
মনের সাথে মন মিশিয়ে,ইচ্ছে মতন ইচ্ছে করে-
তীর ছেড়ে আজ ভাসবো দুজন,জলের তরঙ্গে !
পুণ্যি জলে ডুপ দিয়ে আজ;দূর করিব মনের জ্বালা-
জীবনের এই ক্ষুদ্র মেলায়,শেষ হবে না তো বলা,
ঘাসের সেই সিঁড়ি বেয়ে,তোমার আমার এই পথ চলা!
©somewhere in net ltd.