নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি গর্বিত আমি বাঙালি

একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার

সালাউদ্দিন আহমেদ ভোর

আমি আবেগহীন এক মানব ।তবে আমার ও মাঝে মাঝে ভালো লাগে,ভালবাসতে ইচ্ছে হয়!সবাই আমাকে অনেক ভালোবাসে তাই সবার কাছে ঋণী । মাঝে মাঝে আমার প্রচণ্ড রাগ হয় আবার পরক্ষনেই সব ভুলে যাই @@@

সালাউদ্দিন আহমেদ ভোর › বিস্তারিত পোস্টঃ

তোরই জন্য,,,

২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৫০

তোরই জন্য...



নিজের প্রতি হয়নি খেয়াল,হয়নি কোনো দিন-

তোরই মাঝে আছে আমার,কেন এতো মিল?

তোরই মাঝে মগ্ন ছিলাম,তোরই মাঝে বিলীন-

তবু কেন মুখখানি তোর এতটা মলিন!



তোরই জন্য বসে আছি,দৃষ্টি মেলে আঁখি-

নিজেকে আর দিবিরে তুই,কত যে ফাঁকি?

তোরই সাথে জমে আছে,কথা অনেক বাকি-

তবু কেন কছনা কথা,বলতে বারন নাকি!



তোরই জন্য সকাল-দুপুর আছে ভাবনা-

কিছু চাই না তোকে যে চাই,তাও কি পাব না?

তোরে আমি আমার থেকে,কাউকে দিব না-

তবু কেন থাকবি রে তুই,মিছে ভাবনায়!



মনটা আমার তোরে শুধু খুবই দেখতে চায়-

বলবি কি তুই,এটা শুধু একা আমার দায়?

ঘুমের মাঝেও মনটা আমার শুধু ছুটে যায়-

তবু কেন তোর মনটা দেয়না একটু সায়!



কতটা দিন হয়নি কথা,ভাবছি শুধু তাই-

আমার কথা তোর কি মনে,একটু মনে নাই?

তোরে আমি একটা কথা শেষেতে জানাই-

খুঁজবো তোরে সারাজীবন,স্বপ্নের ডানায়!



ভোর

পিয়াস শিশু নিকেতন ও স্মৃতি সংঘ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.